ড্যামিশ———
আমার চিঠি না পেয়ে নিশ্চয় ভাবছো আমি তোমায় ভুলে গেছি—না, আমি তোমায় ভুলিনি—আমি তোমায় ভুলতে পারি না—আমি তোমায় ভুলতে পারবো না—আর সবচেয়ে বড় সত্যি হচ্ছে, আমিতো তোমায় কখনো ভুলতেই চাই না……
আচ্ছা, আমার অজানা ঠিকানায় পোষ্ট করা চিঠিটা তুমি পেয়েছো তো?—ধরে নিলাম পেয়েছো—তোমার জন্য আমার যে অনুভূতি, তা কি আমি তোমাকে বুঝাতে পেরেছি?—তোমার নাম পছন্দ হয়েছে তো?—তুমি কি অজানা ঠিকানায় আমাকে কখনো লিখবে এইভাবে,আমার এতো এতো প্রশ্নের উত্তর জানিয়ে?……..
জানো বুদ্ধু একটা সময় আমি সমুদ্রের কাছে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকতাম—এই মাসটাতে কয়েকটা দিন আমি সমুদ্রের অনেক কাছাকাছি ছিলাম—অথচ আমার একটুও ইচ্ছে হয়নি সমুদ্রের লোনা জলে গিয়ে পা ভিজিয়ে আসি—আমার কাছে বারবারই মনে হয়েছে-আমি সমুদ্রের কাছাকাছি নয়—আমি তোমার অনেক কাছাকাছি আছি—আমার সমুদ্রকে কাছ থেকে দেখতে ইচ্ছে হয়নি—কিন্তু আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে হয়েছিলো কাছ থেকে………..
আজব আমি তাই না—তুমিতো আমার ভাবনার জগতের রাজকুমার,এক অদৃশ্য ছায়া—তাহলে মাটির এই পৃথিবীতে তোমাকে আমি কিভাবে দেখবো?—ইচ্ছেগুলোও মাঝে মাঝে অনেক কষ্ট দেয়,ছলনা করে—তারপরও সেই ইচ্ছেগুলো নিয়েই পরে থাকতে ভালো লাগে—ইচ্ছেতো নয়,এতো তুমি-তোমায় নিয়েই আমার এলোমেলো ভাবনার জগতে পরে থাকতে অনেক ভাল লাগে—এ কেমন ভালো লাগা আমি তা জানি না………….
খুব শীঘ্রই আবার তোমায় লিখবো—সব সময় ভাল থেকো ড্যামিশ………….
(খেয়ালী মেয়ের স্বপ্নীল চিঠি)
২৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অজানাকে উদ্দেশ্য করে লিখে এমন চমৎকার আবেগ প্রকাশ সত্যিই সুন্দর।
খেয়ালী মেয়ে
ধন্যবাদ-
জিসান শা ইকরাম
খেয়ালী মেয়ের স্বপ্নীল চিঠি ভালো হয়েছে।
অজানা কাউকে সম্পুর্ন অনুভব করে এমন চিঠি লেখা কঠিন আসলে–
কল্পনাটি এতই শক্তিশালী যে আপনার কাছে, সমুদ্রের চেয়ে ড্যমিশকে বিশাল মনে হয়েছে।
এমন আবেগকে ধরে রাখুন —
শুভ কামনা।
খেয়ালী মেয়ে
অনেক ধন্যবাদ জিসান ভাইয়া..
কৃষ্ণমানব
🙂 বাহ !
অনেকদিন চিঠি পেলাম !
অপেক্ষায় থাকতে থাকতে একেবারে ক্লান্ত হয়ে গেছি ।
চিঠিটা পড়ে নতুন করে প্রাণ শক্তি ফিরে পেলাম !!!
ভাবনার আকাশে ইচ্ছের ঘুড়ি উড়ছে ,
সুতোয় যে বড্ড টাণ পড়েছে !
আঁধার বড়া বিভীষিকায় ছায়া হয়তবা মায়া ,,
কে হবে জোৎসনা রাতের সাথী ???
ইচ্ছে গুলি সপে দিলাম ,,
শঙ্খচিলের বেশে আবার ফিরে আসবো 🙂 ।
নতুন কোণ জবাব নিয়ে ,,
চলুক না যেমন চলছে ,,
তৃতীয় পত্রের অপেক্ষায় অধীর আগ্রহে বহমান
খেয়ালী মেয়ে
এতো অল্পতে ক্লান্ত হলে কি চলবে?…
ভাবনার আকাশে ইচ্ছের ঘুড়ি উড়ছে ,
সুতোয় যে বড্ড টাণ পড়েছে !
এতো ভাল লেখেন কেনো?..ভাবছি আপনার লেখার প্রশংসা আমি আর করবো না…….নয়তো দেখা যাবে প্রশংসা করতে করতে আমিও ক্লান্ত হয়ে পড়ছি
অলিভার
কল্পনার রাজকুমারের জন্যে এত আবেগঘন আগ্রহ!
ভালো লাগল, চিঠি লিখা চলতে থাকুক অজানাকে উদ্দেশ্য করে। হয়তো কোন একদিন অজানা থেকেই চিঠির উত্তর চলে আসবে…..
খেয়ালী মেয়ে
সত্যি যদি কখনো অজানা থেকে চিঠি আসে আমার নামে তাহলে ধরে নিবো আমি আসলেই অনেক ভাগ্যবতী……
হিলিয়াম এইচ ই
ড্যামিশ বলতে কিছু আছে কিনা জানি না!! তবে আপনার কাল্পনিক ক্ষমতা মারাত্মক!! 😀
খেয়ালী মেয়ে
আমিও জানি না ড্যামিশ বলে কিছু আছে কিনা, তবে এই নামটাতে আমি অনেক মায়া খুঁজে পেয়েছি…
সীমান্ত উন্মাদ
প্রেমোময় পত্রখানা
হয়েছে ভীষন খাসা,
এখন বাঁকি শুধু
রাজকুমারের আসা।
আপনার জন্য শুভকামনা নিরন্তর।
খেয়ালী মেয়ে
ধন্যবাদ 🙂
রুদ্র রুহান
আহা, কতদিন হোল এমন চিঠি পড়া হয়নি, প্রানজুড়িয়ে গেল……………………।
খেয়ালী মেয়ে
🙂
হৃদয়ের স্পন্দন
অতি দ্রুতই অজানার চিঠি আসবে সাথে গোলাপ শুভ কামনা রইলো, বহুদিন পর চিঠি পড়লাম
খেয়ালী মেয়ে
জ্যোতিষী নাকি?..
মেহেরী তাজ
চিঠি লেখা কিন্তু শিখে যাচ্ছি আপু, বলা যায়না- বাস্তব কাউকে দিয়েও দিতে পারি। ভালো লিখেছেন আপু।
খেয়ালী মেয়ে
তাহলেতো বলতে হয় আমার চিঠি লিখা সার্থক..
বনলতা সেন
বেশ লিখছেন , ঠিক সময়ে এ সব চিঠি পড়তে পারলে ভালই হত।
আমাদের ফেলে কোথায় গেলেন ?
খেয়ালী মেয়ে
এইতো আমি এসে গেছি আবার…………
শুন্য শুন্যালয়
ড্যামিশ নামে কারো এমন ভাগ্য হতে পারে? খুব সুইট চিঠি। এমন চিঠি পেলে অনেক ছেলেই ড্যামিশ হয়ে যেতে চাইবে।
আপনার চিঠির অপেক্ষায় দেখি আমাদেরও থাকতে হবে।
খেয়ালী মেয়ে
খুব শীঘ্রই আবার লিখব 🙂
অরণ্য
আপনার এই চিঠিটিও পড়লাম। আপনি তো জাদুকরী দেখছি। এত ভাল লেখেন কি করে?
খেয়ালী মেয়ে
হাত দিয়ে কীবোর্ডের বাটন চেপে :p