খেয়ালী মেয়ের চিঠি-২

খেয়ালী মেয়ে ১৬ অক্টোবর ২০১৪, বৃহস্পতিবার, ০৯:৪৪:৫৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

ড্যামিশ———
আমার চিঠি না পেয়ে নিশ্চয় ভাবছো আমি তোমায় ভুলে গেছি—না, আমি তোমায় ভুলিনি—আমি তোমায় ভুলতে পারি না—আমি তোমায় ভুলতে পারবো না—আর সবচেয়ে বড় সত্যি হচ্ছে, আমিতো তোমায় কখনো ভুলতেই চাই না……

আচ্ছা, আমার অজানা ঠিকানায় পোষ্ট করা চিঠিটা তুমি পেয়েছো তো?—ধরে নিলাম পেয়েছো—তোমার জন্য আমার যে অনুভূতি, তা কি আমি তোমাকে বুঝাতে পেরেছি?—তোমার নাম পছন্দ হয়েছে তো?—তুমি কি অজানা ঠিকানায় আমাকে কখনো লিখবে এইভাবে,আমার এতো এতো প্রশ্নের উত্তর জানিয়ে?……..

জানো বুদ্ধু একটা সময় আমি সমুদ্রের কাছে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকতাম—এই মাসটাতে কয়েকটা দিন আমি সমুদ্রের অনেক কাছাকাছি ছিলাম—অথচ আমার একটুও ইচ্ছে হয়নি সমুদ্রের লোনা জলে গিয়ে পা ভিজিয়ে আসি—আমার কাছে বারবারই মনে হয়েছে-আমি সমুদ্রের কাছাকাছি নয়—আমি তোমার অনেক কাছাকাছি আছি—আমার সমুদ্রকে কাছ থেকে দেখতে ইচ্ছে হয়নি—কিন্তু আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে হয়েছিলো কাছ থেকে………..

আজব আমি তাই না—তুমিতো আমার ভাবনার জগতের রাজকুমার,এক অদৃশ্য ছায়া—তাহলে মাটির এই পৃথিবীতে তোমাকে আমি কিভাবে দেখবো?—ইচ্ছেগুলোও মাঝে মাঝে অনেক কষ্ট দেয়,ছলনা করে—তারপরও সেই ইচ্ছেগুলো নিয়েই পরে থাকতে ভালো লাগে—ইচ্ছেতো নয়,এতো তুমি-তোমায় নিয়েই আমার এলোমেলো ভাবনার জগতে পরে থাকতে অনেক ভাল লাগে—এ কেমন ভালো লাগা আমি তা জানি না………….

খুব শীঘ্রই আবার তোমায় লিখবো—সব সময় ভাল থেকো ড্যামিশ………….

(খেয়ালী মেয়ের স্বপ্নীল চিঠি)

১১১৩জন ১১১৩জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ