: থমকে যাওয়া আকাশ
দেখে কি বুঝা যায় কারো মৌনতা ?
: যায় হয়তো। কিন্তু কে দেখে?
কে বুঝতে যায় অন্যের এই মৌনতার
কারণ? কেউ না… কেউই না……
: আচ্ছা, ভোরের কুয়াশার শিহরণ
জাগায় না? বেঁচে থাকার
মানে বলে না তারা ?
: বলে হয়তো। কিন্তু কে খোঁজে সেই
বেঁচে থাকার মানে? কেউ কি এখন আর
কুয়াশা ছুঁয়ে শিহরণের খোঁজ করে?? কেউ
না… কেউই না……
: আচ্ছা কেউ না করুক, তোমারও কি ঐ
নীল আকাশটা দেখে স্বপ্ন
দেখতে ইচ্ছে করে না?
: করে হয়তো । কিন্তু তোমার নীল
আকাশ যেমন রঙ পাল্টায় তেমনি আমার
স্বপ্ন গুলিও পাল্টাতে থাকে সময়ের
সাথে। কেউ এই পাল্টে যাওয়া স্বপ্নের
খোঁজ করে না ।
তাই আমিও আর সেইসব
স্বপ্নদের খোঁজ রাখি নি…
: তুমি এমন ক্লান্ত, ঘরকুনো জীর্ণ
জীবন কেন বেঁছে নিলে? বাঁচার
ইচ্ছেটা কেন হারাল তোমার??
: জানিনা, সত্যিই জানি না ।
তবে জানি স্বপ্ন ভেঙ্গে চুরমার
হয়ে যাবার পর কেউ বেঁচে থাকার
শক্তি যোগাতে পারে না। আমিও
হয়তো পারি নি।
তাই মৃত্যুর সমপরিমাণ
নির্জনতা বেছে নিয়েছি এই
অন্ধকারে….
: অন্ধকারে ডুবে যেতে ভয় লাগে না ?
: লাগে হয়তো ।
কিন্তু কেউতো হাত বাড়িয়ে আলোর সন্ধান দেয়নি ।
বলে নি , আমার সাথে চল !
আমি আমার আলোয় তোমায় আলোকিত করবো তোমার দ্বীর্ঘসময় ।
এই আহবানের অপেক্ষায় থাকতে থাকতে আমি অনেকটাই ডুবে গেছি ।
এই অন্ধকারে !
তাই এখন আর ভয় হয়না ।
(চলবে) .. . . .
১৬টি মন্তব্য
সীমান্ত উন্মাদ
প্রেমোময় কথপকথনে ভাললাগা রেখে গেলাম। আপ্নার জন্য শুভকামনা নিরন্তর ।
প্রহেলিকা
ক্ষণিকের বাস্তবতায় বড়ই বিমর্ষ, অদৃশ্য দর্পনে নিজেই নিজের সাথে কথোপকথন যেন ছুই ছুই করে গভীরে। ভালো থাকুন সকল নির্লিপ্ততার ভিড়ে সেই কামনা করি।
বন্য
প্রতিকী লেখা, মৌনতার মাঝে কখনো কখনো মুহূর্ত খুঁজে নিতে হয় বলেই মনে করি, তাতে করে একটি মুহুর্তের কাঁধে চরে কাটিয়ে দেওয়া যায় আরো কিছু মৌনতা। লেখার হাত ভাল আপনার ভাল থাকুন।
কৃষ্ণমানব
ধন্যবাদ সবাইকে 🙂
মোঃ মজিবর রহমান
প্রথমেই কৃষ্ণ মানবের নিকট আবেদন আলাদা আলাদা উত্তর দিন।
আর আপনার লেখা দারুন উপভোগ করলাম।
হ্যা দাদা আমরা সব কিছুই ভুলতে বসেছি, নিজেদের ইচ্ছা, আকাংখা, শাধ-আহলাদ, স্বপ্ন, এই যান্ত্রিক জিবনে আর অবসর নাই।
শুভেচ্ছা নিরন্তর।
কৃষ্ণমানব
ঠিক আছে ,,,
আলাদা করে লেখলে অনেক ব্যাপার ধোয়াশে রয়ে যাবে 🙂 . . . .
মজিবুর রহমান ভাইয়া
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
খুব সুন্দর ইচ্ছে ব্যাক্ত।
নুসরাত মৌরিন
সুন্দর। (y)
স্বপ্ন নীলা
চলুক লেখা —— দারুন লিখেছেন —
কৃষ্ণমানব
চেষ্টায় রইলাম !
ধন্যবাদ 🙂
খেয়ালী মেয়ে
কথোপকথনে প্রশ্নদাতা কে ছিলো জানি না, তবে উত্তরদাতা আমি ছিলাম,নিশ্চিত…… 🙂
জিসান শা ইকরাম
অনেক ভালো লেগেছে
চলুক আরো ——
হৃদয়ের স্পন্দন
চলুক অপেক্ষায় রইলাম
অলিভার
অলিভার তার ভালোলাগা জানিয়ে গেলো 🙂
হিলিয়াম এইচ ই
ভালো লেগেছে (y)
শুন্য শুন্যালয়
অগোছালো কই? বেশ গোছালো কথোপকথন। সত্যি কেউ কি কারো খবর রাখে? কেউ রাখেনা, কেউ রাখেনা।
বেশ ভালো লাগলো।