ফেইসবুক আইডি—–কমপ্লিট
গুগল+, জিটক —– কমপ্লিট
ইয়াহু ম্যাসেঞ্জার —কমপ্লিট
স্কাইপি ——-কমপ্লিট
ভাইবার ———–কমপ্লিট
উইচ্যাট ———–কমপ্লিট
হোয়াটসএপ ———কমপ্লিট
নিমবুজ ————কমপ্লিট
বন্ধুত্বের জন্য আরো কিছু কিছু সব করা শ্যাষ। ।
কিন্তু —
কোথায় সে বন্ধু ?
আমার ল্যাপটপ,এনড্রোয়েড মোবাইল আর বন্ধুত্বের এত্ত এত্ত আয়োজন
ফেবু মেবু সব নিয়ে যাক কেউ
আমার চাই শুধু ছোটবেলার লাটিম, মারবেল আর ডাংগুলি
যার ক্ষমতা বর্তমানের এই সব বন্ধুত্বের উপকরনের চেয়ে হাজার গুন বেশী।
২৯টি মন্তব্য
বনলতা সেন
ফেরার রাস্তা নেই। থাকবে আক্ষেপ।
জিসান শা ইকরাম
আক্ষেপ ব্যাতিত কিছুই নেই আর ।
শুন্য শুন্যালয়
শুনেছি এসবে নাকি অনেক অনেক বন্ধু পাওয়া যায়, একটি মাত্র ক্লিকে? কতোশত শুভেচ্ছা বানী !!!! হাজার লক্ষ্ মাইল দূর থেকেও বলে পাশে আছি !!!! অথচ একটি লাটিম, ডাংগুলি, মার্বেল এর এতো ক্ষমতা???????
কমে যাবে দুরত্ব, বাড়বে হাহাকার।………
জিসান শা ইকরাম
হ্যা একটি লাটিম, ডাংগুলি, মার্বেল এর অনেক ক্ষমতা ।
খসড়া
কোথায় হারিয়েগেল সোনালী দিনগুলি সেই।
জিসান শা ইকরাম
আর ফিরে আসবেনা সেই সব দিন।
মরুভূমির জলদস্যু
এক জন মানুষ সারা জীবনে এক জন সত্যিকারের বন্ধ পেলেই চলে।
জিসান শা ইকরাম
ঠিক বলেছেন। আমি ধন্য যে তেমন একজন বন্ধু আছেন আমার।
কৃন্তনিকা
বিজ্ঞান আমাদের বেগ দিলেও কেঁড়ে নিয়েছে আবেগ।
আগে ছোট ছোট মুহূর্তে কত অনুভূতির রঙ দেখতাম। আর এখন সব কিছুই কৃত্রিম।
ভালবাসাও যেন একটি ক্লিকে প্রকাশ করেই সবাই খুশি, কোথায় গেলো সে আবেগ?
জিসান শা ইকরাম
ভালবাসাও যেন একটি ক্লিকে প্রকাশ করেই সবাই খুশি, কোথায় গেলো সে আবেগ? [ছবি মুছে ফেলা হয়েছে]
নেই কিছু আর।
মরে গিয়েছে সব।
সাইদ মিলটন
আজ কে যে কোথায় আছি, কোন খবর নেইতো কারো
অথচ তোর ঐ দুঃখগুলোয় অংশ ছিলো আমারো
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হাড়িয়ে যায়,
কেন হারাচ্ছে সব বারাচ্ছে ভিড় হারানোর তালিকায়
জিসান শা ইকরাম
এই চিন্তা এবং অনুভুতিগুলো খুব কষ্টের সাঈদ ভাই।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
আব্বুর কাছে শুনেছি আব্বুর ছোট বেলার বন্ধুত্বের কথা। ডিজিটাল লাইফ ডিজিটাল বন্ধুত্ব এখন।
জিসান শা ইকরাম
এখনকার মানুষ আগের দিনের বন্ধুত্বের কথা বুঝবেন না ।
অলিভার
বন্ধুত্ব, সেটা নীল ফ্রেমে বন্দী এক পরিহাসের নামে পরিণত হয়েছে এখন।
জিসান শা ইকরাম
একমত , অলিভার ।
ছাইরাছ হেলাল
দূর্লভ বস্তু বিশেষ। এখন আর পাওয়া যায় না। কালে ভাদ্রে এর ছায়া দেখ যায় মাত্র।
জিসান শা ইকরাম
দূর্লভই হয়ে গিয়েছে আসলে।
মোঃ মজিবর রহমান
ভাইয়া, এখন জীবন ক্লিক আর ক্লিক। জায়গায় পাবেন নড়াচড়া লাগবনা। আসুন বসুন আর মাউস বাটন চাপুন।
দূর এই কি জীবন!
বিরক্ত কর।
পূর্বে ছিল মার্বেল,
হা ডু ডু, দারিয়া বাধা,
গাদন খেলা,
৯ গুটির খেলা,
ধান কাটার পর মাঠময় দড়া দড়ি করা।
আর নায় …………
যান্ত্রিক জিবনে ঘরেই কাটান। আর কি একজায়গাতেই সব পাচ্ছেন ডিজিটাল জুগে ।
নাই সেই কানামাছি খেলা …………।
জিসান শা ইকরাম
আগের আন্তরিকতায় পরিপুর্ন কিছুই নেই এখন আর।
মোঃ মজিবর রহমান
বস মবিতে লিখাম সেটা কই গেল?
লীলাবতী
ক্লিকে এড, ক্লিকে ডিলিট। লাটিম খেলার দিন দেশে একসময় ইতিহাসে স্থান পাবে ভাইয়া।
ব্লগার সজীব
লীলাবতী বলেছেনঃ ক্লিকে এড, ক্লিকে ডিলিট। লাটিম খেলার দিন দেশে একসময় ইতিহাসে স্থান পাবে ভাইয়া
জিসান শা ইকরাম
লাটিম এখন আর কেউ কেনেনা,
মেলায় পাওয়া যায়
মেশিনে বানানো।
আমরা নিজেরা গাছের ডাল দিয়ে বানাতাম।
নুসরাত মৌরিন
চাইলেও তো সেই নির্ভাবনার দিনগুলো তে যায় না ফেরা…। 🙁
দুনিয়াকে মুঠোবন্দি করে বন্ধুত্বের সীমানা কে অসীম করেও শৈশবের সেইসব অকৃত্রিম বন্ধুবেলা কে কিছুতেই আর ফিরে পাওয়া যাবে না…কখনোই না…।
জিসান শা ইকরাম
ঠিক বলেছেন , দুনিয়াকে মুঠোবন্দি করে বন্ধুত্বের সীমানা কে অসীম করেও শৈশবের সেইসব অকৃত্রিম বন্ধুবেলা কে কিছুতেই আর ফিরে পাওয়া যাবে না…কখনোই না…।
নীলাঞ্জনা নীলা
সম্পর্কের মাঝে এসব এসে যাওয়াতে সম্পর্ক ডিজিটাল হয়ে গিয়েছে এখন। নীল খামের চিঠিতে কেমন হৃদয়ের ছোঁয়া থাকতো। এমন মেসেজ, মেইল কিছুতেই তা নেই। হৃদ্যতা বিদায় নিয়েছে।
জিসান শা ইকরাম
হাই, হ্যালো , হুম এ এসে গিয়েছে সব। ভালো না লাগলেই ডিলিট ব্লক 🙂
সীমান্ত উন্মাদ
এখন মামা বন্ধুত্ব মানেঃ
ও সুজি আত ইয়াহু,
তোমার খবর কি
আই লাভ ইউ।
এছাড়া র কিছু না।