দূরত্ব।

মিথুন ১১ সেপ্টেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০৩:২৪:১৮পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য

তুমি আমি হেটে যেতাম এপথে
কখনো হাতের আঙ্গুলে আঙ্গুল,
কখনো স্পর্শবিহীন,
অধরা পার্থক্যে আসেনি মাপজোখ
মেনে নিই কিছু দূরত্ব থেকেই যায় সময়ে অথবা অসময়ে ….

আমি আজ হেঁটে যাই একা
তুমিও কোথাও ছটফটে অস্থিরতায়
ভেঙে ফেলছো ঘড়ি,
দূর ঘোচানোর যুদ্ধে আমরা সময়কে দেই আলটিমেটাম,
জানা অজানায় থেকে যায় গল্পটা—
হাজার দূরে কেউ হয়ে আছে দূরহীন….

১২৬৭জন ১২৬১জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ