আয়না

মিসু ১০ সেপ্টেম্বর ২০১৪, বুধবার, ০৭:৪৮:১৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

‘আয়না’ শব্দটা শুনলেই কেমন যেন একটা মেয়েলি ব্যপার মাথায় আসে।
চোখের সামনে ভেষে ওঠে কোন অষ্টাদশির মুখ যে হয়ত তার লেপ্টে যাওয়া কাজল ঠিক করছে
কিংবা কোন ত্রিশের কোঠার রমনী যে হয়ত তার কপালের কালো টিপ ঠিক করে নিচ্ছে!

ছেলেদের সৌন্দর্য বর্ধনে আয়না খুব একটা কাজে লাগে বলে আমার মনে হয়না। কিন্তু আজকাল আমার ধারনা পাল্টে যাচ্ছে।
আমাদের কমন রুমে একটা আয়না আছে। হঠাৎ একদিন খেয়াল করলাম আমাদের আয়নাটা আমাদের নারী শিক্ষদের কোন কাজে লাগছে না, কিন্তু প্রতিটা পুরুষ শিক্ষক প্রতি ঘন্টায় আয়নার সামনে দাড়িয়ে নিজেকে যথাসম্ভব ভাবে পরিপাটি করে নিচ্ছে।
খুবই মজার অভিজ্ঞতা।

শিক্ষক সুলভ প্রশ্নঃ পুরুষদের এই আয়না প্রমিক হবার কারন কি ? বিশ্লেষন করুন  …………………. ১০

১৩৬২জন ১৩৬১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ