‘আয়না’ শব্দটা শুনলেই কেমন যেন একটা মেয়েলি ব্যপার মাথায় আসে।
চোখের সামনে ভেষে ওঠে কোন অষ্টাদশির মুখ যে হয়ত তার লেপ্টে যাওয়া কাজল ঠিক করছে
কিংবা কোন ত্রিশের কোঠার রমনী যে হয়ত তার কপালের কালো টিপ ঠিক করে নিচ্ছে!
ছেলেদের সৌন্দর্য বর্ধনে আয়না খুব একটা কাজে লাগে বলে আমার মনে হয়না। কিন্তু আজকাল আমার ধারনা পাল্টে যাচ্ছে।
আমাদের কমন রুমে একটা আয়না আছে। হঠাৎ একদিন খেয়াল করলাম আমাদের আয়নাটা আমাদের নারী শিক্ষদের কোন কাজে লাগছে না, কিন্তু প্রতিটা পুরুষ শিক্ষক প্রতি ঘন্টায় আয়নার সামনে দাড়িয়ে নিজেকে যথাসম্ভব ভাবে পরিপাটি করে নিচ্ছে।
খুবই মজার অভিজ্ঞতা।
শিক্ষক সুলভ প্রশ্নঃ পুরুষদের এই আয়না প্রমিক হবার কারন কি ? বিশ্লেষন করুন …………………. ১০
১৬টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
নিজেকে যাতে অন্য কেউ পাগল না ভাবেন।তবে আয়নাতে যদি নিজেকে স্মার্ট বলে মনে না হয় তবে কপালে অনেক দুঃখ থাকে কোন কাজেই তখন আর মন বসে না।সুতরাং স্রষ্টার দান চেহারা আয়নাতে না দেখাই ভাল।সব শেষ আপনার পোষ্টের উপহার https://www.youtube.com/watch?v=ROUmyQPKdWw গানটি শুনুন।
মিসু
ছেলেদের এমন আয়নার সামনে বারবার যাওয়াটা আমি আর দেখিনি। গানের জন্য ধন্যবাদ। ১০ এ ৫ দিলাম আপনাকে।
স্বপ্ন
পুরুষদের আয়না প্রমিক হবার কারন হচ্ছে, নিজকে দেখা আর মনে মনে বলা, আমি এত সুন্দর তবু ম্যাডামরা আমার দিকে কেনো তাকায় না? চুলে একটু ভাজ দেয়া আর আয়নায় আপনাদের দেখে নিজের সাথে কেমন মানাবে তা দেখা।
আপনারা বড়ই নিষ্ঠুর।
সাতকাহন
এভাবে বলতে নেই, একটু চুল ঠিক করে রাখা আরকি! নইলে যে ম্যাডামদের কাছে আর মূল্য থাকবে না।
শুন্য শুন্যালয়
এই স্কুলে সুন্দরী ম্যাডামের সংখ্যা বেশি।
মিথুন
আয়না দিয়ে পেছনে ম্যাডামদের দেখা যায় মনে হয়। সামনাসামনি তাকানোর চেয়ে সেটা নিরাপদ।
বনলতা সেন
আপনারা বড়ই নিঠুর। দেখাচ্ছেন না কিছুই । দেখতেও দিচ্ছেন না । এ ভারী অন্যায় ।
দেশটা বড়ই ধূসর হয়ে যাচ্ছে। খুদ-কুড়ো খেতে দিলে কী এমন কমে যায় ? দয়াবতীরা !
খসড়া
আয়না নিজের ব্যাক্তিত্ব গঠনের একটি উপকরনও। আয়নার সামনে দাঁড়িয়ে আপনি প্রাকটিস করতে করতেই শিখে যাবেন নিজেকে সঠিক সময়ে সঠিক ভাবে উপস্থাপন করা।
ব্লগার সজীব
ম্যাডাম আপনার স্কুল/কলেজের ঠিকানাটা দেয়া যায় ? আয়নার সামনে দাঁড়িয়ে আপনার প্রশ্নের উত্তর দিতে হবে 🙂
মজা পেয়েছি। আপনারা দে দয়াবতী তা একটু প্রমান করলে কি এমন ক্ষতি হবে ?
আগুন রঙের শিমুল
আয়না দেখলে দাড়িয়ে যাওয়া মানুষের সহজাত, কারণ মানুষ নিজেকে ভালোবাসে। কমন রুমে স্পেস কম তাই আপনার নজরে পরেছে।
ছাইরাছ হেলাল
আয়নাটি দেখছি বড়ই ভাগ্যবান।আয়নাটিকে একটু দেখাতে ইচ্ছে করে নিজেকে।
পুষ্পবতী
সব মানুষই চায় নিজেকে সুন্দর দেখাক সে হউক পুরষ কিংবা মহিলা।আর আয়না হলো যার মাধ্যমে বুঝা যায় নিজেকে কেমন দেখাচ্ছে।
মজা পেলাম। ভালো লাগলো। -{@
কৃন্তনিকা
মজা পেলাম।
নিরেট সত্য। আমার থেকে আমার ছোট ভাই আয়নার সামনে বেশি সময় কাটায়… :p
জিসান শা ইকরাম
আপনি বলে দিলে সুবিধা হয়।
আমি মুখস্ত করে উত্তর দিতাম ।
বনলতা সেন
আয়না ঝুলিয়ে কই কই থাকেন ?
লীলাবতী
মজা পেলাম আপু আমিও খুব।