অনেকটা বয়স পার করে এসে বুঝলাম আসলে জীবনে কোন কিছুই অপরিহার্য নয়।
একসময় যে জিনিসটাকে অপরিহার্য মনে হয়,
যেটা ছেড়ে বেঁচে থাকা অসম্ভব বলে মনে হয়।
সময়ের ব্যবধানে এমন এক মুহুর্ত আসে জীবনে যে সেই অপরিহার্য জিনিসটা হাতের কাছে এলেও তার কোন মূল্যই থাকেনা।
৬৪৪জন ৬৪৪জন
২২টি মন্তব্য
মশাই
পুরো লেখাটির সাথেই সহমত।কঠিন সত্য তুলে ধরেছেন আপনি।
২২টি মন্তব্য
মশাই
পুরো লেখাটির সাথেই সহমত।কঠিন সত্য তুলে ধরেছেন আপনি।
মিসু
ধন্যবাদ মশাই ।
ছাইরাছ হেলাল
এই উপলব্ধি ও অপরিহার্য , তবে কিছু অপরিহার্যতা সামান্য রংছুট হলেও
আবেদন থেকেই যায় ।
মিসু
হয়ত হেলাল ভাই।
খসড়া
সব ছেড়েও বেচেঁ থাকা যায়।
মিসু
হ্যা খসড়া ভাই ।
মা মাটি দেশ
এরই নাম নিয়তি -{@ (y)
মিসু
ধন্যবাদ আপনাকে।
পুষ্পবতী
আমিও এক মত আপনার সাথে।
মিসু
আসলে অপরিহার্য বলে কিছু নেই।
বনলতা সেন
কিছু অমূল্য আছে যে কখনও মূল্য হারায় না ।
মিসু
জীবন চালাতে গিয়ে এসব শিখতে হয় আপু।
শুন্য শুন্যালয়
কিছুই কি নয়? আসলে সত্যিই বলেছেন, তবু যেনো কিছু একটা থেকে যায়…
তবে কিছু অপরিহার্যতা সামান্য রংছুট হলেও
আবেদন থেকেই যায় । ছাইরাছ ভাইয়াই সুন্দর বলেছেন।
মিসু
এভাবে বেঁচে থাকা শিখতে হয় আপু ।
জিসান শা ইকরাম
অপরিহার্য নয় কিছুই
আমরা আসলে অভ্যস্থতায় নিজকে সামলে নেই।
ভালো উপলব্দি ।
মিসু
আমরা আসলে অভ্যস্থতায় নিজকে সামলে নেই (y)
ব্লগার সজীব
একমত আপনার সাথে।
মিসু
ধন্যবাদ সজীব ।
লীলাবতী
মিসুপু, আপনার ছোট ছোট লেখা গুলো খুব ভালো লাগে।
মিসু
ধন্যবাদ লীলাদি ।
শিশির কনা
যেভাবে অনেকটা বয়স লিখলেন মনে হচ্ছে শেষ বয়সে এসে পরছেন। কথা সত্য।
মিসু
বয়স তো আসলেই অনেক হয়ে গিয়েছে শিশির কনা।