সততা-বিকল্প ভাবনা

বোকা মানুষ ৩ জুন ২০১৪, মঙ্গলবার, ১২:৩২:০৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি, বিবিধ ৫ মন্তব্য

অসৎ, দুর্নীতিগ্রস্ত, ক্ষমতাবান টাকাওয়ালা লোকেরা ধর্ম, নৈতিকতা ইত্যাদির দোহাই দিয়ে আমাদের সৎ হতে বলে তাদের স্বার্থরক্ষার খাতিরেই! তাদের মারপ্যাঁচে ভুলে কিছু বোকা ভালমানুষও তাদের সাথে সুর মেলায়। সৎ থাকার জন্য তারা আমাদের ইহ এবং পরজীবনে পুরষ্কারের লোভ দেখায়! আমরা গর্ধবেরা এমনকি জীবনের চরম দুর্দশাগ্রস্ত সময়েও সেই কল্পিত পুরষ্কারের লোভে সৎ থাকি! তার ফলে আমাদের উচ্চাকাঙ্খা বা উন্নতির স্পৃহা কমে। এবং আমরা তাদের সম্পদ বা ক্ষমতায় ভাগ বসানো থেকে নিজেদের নিবৃত্ত করি! কিছু না পেয়েও “আমি সৎ” এই আত্মতৃপ্তির জাবর কাটতে থাকি এবং সততার দোহাই দিয়ে পরিবার, সন্তানকে একটা চিন্তাহীন, সচ্ছল জীবন যাপন থেকে অন্যায় ভাবে বঞ্চিত করতে থাকি ক্রমাগত! ধিক এই সততাকে এবং এর প্রচারকারী লোভী শকুনের দলকে!

৫০৩জন ৫০৩জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ