অসৎ, দুর্নীতিগ্রস্ত, ক্ষমতাবান টাকাওয়ালা লোকেরা ধর্ম, নৈতিকতা ইত্যাদির দোহাই দিয়ে আমাদের সৎ হতে বলে তাদের স্বার্থরক্ষার খাতিরেই! তাদের মারপ্যাঁচে ভুলে কিছু বোকা ভালমানুষও তাদের সাথে সুর মেলায়। সৎ থাকার জন্য তারা আমাদের ইহ এবং পরজীবনে পুরষ্কারের লোভ দেখায়! আমরা গর্ধবেরা এমনকি জীবনের চরম দুর্দশাগ্রস্ত সময়েও সেই কল্পিত পুরষ্কারের লোভে সৎ থাকি! তার ফলে আমাদের উচ্চাকাঙ্খা বা উন্নতির স্পৃহা কমে। এবং আমরা তাদের সম্পদ বা ক্ষমতায় ভাগ বসানো থেকে নিজেদের নিবৃত্ত করি! কিছু না পেয়েও “আমি সৎ” এই আত্মতৃপ্তির জাবর কাটতে থাকি এবং সততার দোহাই দিয়ে পরিবার, সন্তানকে একটা চিন্তাহীন, সচ্ছল জীবন যাপন থেকে অন্যায় ভাবে বঞ্চিত করতে থাকি ক্রমাগত! ধিক এই সততাকে এবং এর প্রচারকারী লোভী শকুনের দলকে!
৫টি মন্তব্য
মা মাটি দেশ
-{@ (y)
শুন্য শুন্যালয়
ঠিক।
তবু যেনো নিজের মধ্যে কিছু দ্বিধা থাকেই, সততা একান্ত নিজের ভাবনাই তো হওয়া উচিত মনে হয়।
ভালো লিখেছেন।
মশাই
সহমত সম্পূর্ণ তবে মনে হয় না কোনো ধিকের থুতুতে তাদের মন ভিজবে বলে।
জিসান শা ইকরাম
কি আর করা !!
সঞ্জয় কুমার
একদম ঠিক ।