আমন্ত্রন (দূরের মেঘ)

আগুন রঙের শিমুল ২৭ মে ২০১৪, মঙ্গলবার, ০৯:৫৬:১৪অপরাহ্ন কবিতা, বিবিধ ১৪ মন্তব্য

তারা শুধুই ইশ্বর কে গালাগাল দেয়, ধারাজল আসেনা কেন?
দাহতপ্ত প্রাণ জুড়ায় না কেন? তাদের শুধুই হাহাকার।

তারাতো জানেনা প্রকৃতির অভিমান কেন, কার জন্য,
তাদের কেবলই মেঘেদের দেখে ভাবনা, এমন কাজল মেঘেও কেন বাদল ঝরেনা।
তারাতো জানেনা, এ কোন অভিমানের মায়াঞ্জন
কেন মেঘ এসে ফিরে ফিরে যায়, কেনো সে জল হয়ে ছোঁয় না সমুদ্র।

প্রিয়তমা,
আজতবে বলে দেই কাজল মেঘের অভিমানের ইতিবৃত্ত
আজ তবে বর্নিত হোক সকল প্রেম ও অপেক্ষার কথকতা।
জানেনা সাধারণে, প্রকৃতির এই বিরুপতা তোমারে লক্ষ্য করে,
তুমি নীরবতা না ভাঙলে তাপদাহ কমবেই না।

এসো তবে,
চোখে চোখ রেখে দেখ আমার ভেতরটা স্পর্শ দিয়ে আমাকে জাগাও
অতঃপর, দুজনে মিলেই তুমুল বৃষ্টি নামাই।
আসবে?

৬০৪জন ৬০৪জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ