তারা শুধুই ইশ্বর কে গালাগাল দেয়, ধারাজল আসেনা কেন?
দাহতপ্ত প্রাণ জুড়ায় না কেন? তাদের শুধুই হাহাকার।
তারাতো জানেনা প্রকৃতির অভিমান কেন, কার জন্য,
তাদের কেবলই মেঘেদের দেখে ভাবনা, এমন কাজল মেঘেও কেন বাদল ঝরেনা।
তারাতো জানেনা, এ কোন অভিমানের মায়াঞ্জন
কেন মেঘ এসে ফিরে ফিরে যায়, কেনো সে জল হয়ে ছোঁয় না সমুদ্র।
প্রিয়তমা,
আজতবে বলে দেই কাজল মেঘের অভিমানের ইতিবৃত্ত
আজ তবে বর্নিত হোক সকল প্রেম ও অপেক্ষার কথকতা।
জানেনা সাধারণে, প্রকৃতির এই বিরুপতা তোমারে লক্ষ্য করে,
তুমি নীরবতা না ভাঙলে তাপদাহ কমবেই না।
এসো তবে,
চোখে চোখ রেখে দেখ আমার ভেতরটা স্পর্শ দিয়ে আমাকে জাগাও
অতঃপর, দুজনে মিলেই তুমুল বৃষ্টি নামাই।
আসবে?
১৪টি মন্তব্য
মা মাটি দেশ
-{@ -{@ -{@ (y) মারাত্ত্বক ওমান্টিকতা।
আগুন রঙের শিমুল
ওমান্টিকতা কি ভাইয়া রোমান্টিকতা লিখতে যাইয়া টাইপো ?
স্বপন দাস
এসো তবে, দুজনে মিলে বৃষ্টি নামাই — সুন্দর ।।
আগুন রঙের শিমুল
ধন্যবাদ
মশাই
মিছা কথা। ফুসলিয়ে ফাসলিয়ে বাগে আনার চেষ্টা করা হচ্ছে তা পাঠক বুঝতে পেরেছে। এই মিষ্টি কথায় যদি প্রিয়তমা আসে তাহলে নিশ্চিত বৃষ্টির বদলে টর্নেডো বইবে। এই গেলো গোপন কথা।
কবিতা সব্দ চয়ন অসাধারণ হয়েছে বলতেই হবে। পরিচ্ছন্ন লেখা যা পড়তে অনেক ভাল লাগে। অনেক অনেক শুভেচ্ছা শিমুল দাদা।
আগুন রঙের শিমুল
আসবেই, তাকে আসতেই হবে 🙂
নাহলে যে ব্যর্থ হবে সব আয়োজন
শুন্য শুন্যালয়
এই তাহলে রহস্য !!! এ কিন্তু একদম ভালো হয়নি, এতো গুলো মানুষ কি কস্ট টাই না পেলো।।
আপনাদের দুজনের জন্য কোর্ট মার্শাল এর ব্যবস্থা করার জোর দাবী জানাচ্ছি 🙂
বর্ষাকালে দুজন দূরে থাকুন ।।
আগুন রঙের শিমুল
আমার দোষ নাই 😀
সে আসেনি তাই, তাপদাহ ও কমেনি
মিথুন
কি সুন্দর, দুজনে মিলে বৃস্টি নামাচ্ছেন। বিজলি চমক খুব ভয় পাই, সেটা কি দুজনের ঝগড়াঝাটির ফল নাকি?
খুব সুন্দর (y)
আগুন রঙের শিমুল
আমরা ঝগড়া করি নাহ 😀
তje
সিনথিয়া খোন্দকার
কবিতাবিমুখ কাউকে কবিতা ভালোবাসতে শেখানো- কবির অনেক বড় সার্থকতা।
কবির স্বপ্নরা বেঁচে থাক। তুমুল বৃষ্টিতে ধুয়ে যাক স্বপ্নভঙ্গের ভয়…
আগুন রঙের শিমুল
কবির স্বপন সারথী হারতে দেবেনা কবিকে, কবি তা জেনেছে।
এ সারথী নিবিড় মায়ায় যাযাবর কে গৃহস্থ বানাচ্ছে, কবি হারবে না।
স্বপ্ন নীলা
মারাত্মক সুন্দর হয়েছে— এরচেয়ে বড় উপমা আমার কাছে নেই —— ভাললাগা রইল প্রতিটি লাইনে
আগুন রঙের শিমুল
🙂 থেঙ্কু