মা আমায় ক্ষমা করো

মানিক পাগলা ১১ মে ২০১৪, রবিবার, ০৯:১৪:৫০অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

এ যে আমার শত সহস্র বছরের ঋণ
এ যে আমার জন্ম জন্মান্তরের ঋণ
এ যে আমায় বাঁচিয়ে রাখার ঋণ
এ যে দশ মাসের কষ্টের ঋণ
এ যে মায়ের কাছে একটি সন্তানের ঋণ
মাগো তুমি আমায় ক্ষমা করো
কত কষ্ট দিয়েছি তোমায়
তবু কখনো পর করনি
শুধু বলেছ –
এ আমার সন্তান
আমার গর্ব, আমার অহংকার
কত কষ্ট করেছ তুমি
নিজে না খেয়ে রেখেছ আমার জন্য
আর কেউ না জানুক
আমি তো তা জানি
কখনো বুঝতে দাও নি তোমার কষ্ট
শুধালে বলতে-
এই তো আছি বেশ
হোক না একটু কষ্ট
তবু ছেলেটা থাকুক সুখে
বড় হয়ে সে মানুষের মত মানুষ হবে
মা
আমি পারিনি
পারিনি তোমার চাওয়া
সেই আদর্শ ছেলেটি হতে
তুমি আমায় ক্ষমা করবে না মা
জানি তুমি ক্ষমা করবে
কারন আমি যে তোমার সন্তান
তোমার অহংকার।

৮৯৩জন ৮৯৬জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ