মন খারাপের কাব্য।।

নীল রঙ ৭ মে ২০১৪, বুধবার, ০২:৫৫:৪৬অপরাহ্ন কবিতা ৪৮ মন্তব্য

মন খারাপ হলেই ভাবি তুমি আসবে
এসে পাশে বসবে,গালে হাত রাখবে
জানতে চাইবে আমার কেন এই ভাংচুর চেহারা??
কেনো আমি কথা খুজে পাই না মাঝ রাতে?
কেনো তোমার সামনে অপরিচিতদের মত বসে থাকি।
মন খারাপ হলেই ভাবি তুমি ফোন দিবে
বুঝবে এই ছেলেটার মনটা ভাল নেই
বুঝবে তোমাকে ভিষন দরকার পাগলটার
মন খারাপ হলেই ভাবি তুমি…
না কিচ্ছু ভাবি না।আকাশ দেখি।
এই মধ্য দুপুরে বৃষ্টি দেখি
রোমান্টিক হই না,বিরহ জাগে
বিরহি হলে ভাবি তুমি আসবে
কই তুমি??আসবে না????

২৭৬০জন ২৭৬৫জন
0 Shares

৪৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ