বাস্তব কল্পনা

মানিক পাগলা ৫ মে ২০১৪, সোমবার, ১২:০৯:৫৫অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

আঁধার রাতের জোছনা
আর তারার আলোয়
পরিচিত ছায়া,
থমকে দাঁড়াই সূর্যের ডাকে
বাস্তবতা আকড়ে ধরে
ভুলতে পারি না
তোমার মায়া।

বাস্তবতার শিকল পড়ে
স্তব্ধ নয়ন ঝলসে ওঠে,
রক্তের ডাকে
ফিরে যাই কল্পনায়,
অবাক পৃথিবীর
নিষ্ঠুর বাঁধনে বন্দী
তবুও-
দুরন্ত মন খুজছে তোমায়।

৫২৩জন ৫২৩জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ