অবিরাম অবিচল শব্দ ধর্মঘটে আমি আজ বিপর্যস্ত ও পর্যুদস্ত । আশা ভরসা পাব বা দেবে – এমন কাউকে দৃষ্টি সীমায় বা অন্তর্দৃষ্টিতে খুঁজে পাচ্ছি না । ফেলা দেয়া ফেলে যাওয়া শব্দ কুড়িয়ে জীবনের জীবন বাঁচাচ্ছি । হে শব্দরা দল বেঁধে ছুটে-ফুটে আস , আস্ত-মস্ত পাথর ছুড়ে আমার মাথা ফাটিয়ে প্রতিশোধ নাও প্রতিহিংসায় প্রতিপক্ষ হয়ে । তবুও আস , এসে তুলে নাও জীবনঘাতী শ্বাস রোধকারী তুমুল কঠিন এই শব্দ ধর্মঘট ।
তারিময় শব্দ ভালোবাসার রেজকিতে ঝুন ঝুন শব্দ তুলে কেনা হয়ে যায় সব কিছু তাবৎ দুনিয়ায় , কিন্তু যন্ত্রণা বেচতে হয় ক্রেতাশূন্য বাজারে । শব্দেরা জিপসি হয়েছে ভাসন্ত লক্ষ্মী টেরা চোখে বিষাদ বন্যায় , পাঞ্জাবী ধাবায় জ্যোৎস্না রাতে খোলা আকাশের নীচে খাটিয়ায় বসে সেরে নিচ্ছে পরম দরকারি ভোজ । প্রখর বরফ দিনে জিপসিরা এখন গাছের ডালে বেধেছে বাসা । ক্যারাভ্যানেই পেরোচ্ছে সিমানা সীমান্ত থেকে সীমান্তে ঠিকানাহীন হয়ে ।
একদিন আমিও জিপসি হব ঐ দূর আকাশের ঠিকানায় ।
১৯টি মন্তব্য
স্বর্গের মেঘ পরী
অনেক ভাল হয়েছে সুন্দর
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে ।
লীলাবতী
অদ্ভুত সুন্দর। শব্দেরা জিপসি হয়ে আপনার কাছ হতে দুরে চলে না যায়।
ছাইরাছ হেলাল
শব্দেরা এখন জিপসি হয়ে যেতে চায় ।
সব সময়ে পড়ছেন দেখে ভালো লাগল ।
প্রজন্ম ৭১
জিপসি হতে মঞ্চায়।
ছাইরাছ হেলাল
মন চাইলেই কী আমরা সব কিছু হতে পারি ? পারিনা ।
জিপসিদের জীবন অনেক কঠিন ।
ধন্যবাদ আপনাকে ।
প্রহেলিকা
প্রেমিকের প্রতি কেউ কোনদিন প্রতিশোধ নিতে পারে না। যাদেরকে ভালোবেসে অনেকটা সময় চলে গেছে তারা দিন শেষে ঠিকই বুঝতে যে তাদেরকে কে বুকে আগলে রেখেছে সন্তর্পনে। শব্দরা অবশ্যই রয়েছে আর রয়েছে বলেই আজও ঝর উঠে আপনার ভাবচ্ছবিতে। শব্দদের প্রতি আপনার অনেক ভালবাসা আর শব্দই যেন পরম সুখ বয়ে আনে সেই কামনা। ঠিকই অনুভব করতে পেরেছি মনে হয় তার ভালবাসা যে একটি শব্দকে ভালোবেসে ব্যবহার করার জন্য তৈরী করেছিল এক মহা রচনা। সালাম জানবেন ভাইয়া।
ছাইরাছ হেলাল
হ্যাঁ, শব্দদের প্রতি আমার একটু বেশিই ভালোবাসা । একটি শব্দের জন্য একটি লেখা লিখেছি
ভাবলেও কেমন অস্বাভাবিক মনে হয় । একটু বেশি বেশি হয়ে গেল কী না কে জানে ?
ভাল থাকুন আপনিও ।
প্রহেলিকা
ভালবাসা আরও বেশি হলেও সেটা বেশি মনে হবে না ভাইয়া তবে বুঝা যায় আপনি তাদেরকে কত ভালবাসেন। দেখবেন আবার আমাদের ভুলে যাবেন না যেন।
শুন্য শুন্যালয়
শব্দ বিভ্রাটের দুনিয়ায় কেউ কেউ শব্দ হীনতায় ভোগে. এ বড় যন্ত্রণার সত্যি. খুব সুন্দর কিছু শব্দ আপনি কখন যে পেয়ে গেছেন তাতো জানলেনই না..
তবু জিপসি হয়ে ঘুরে বেড়ান ঠিকানা ছাড়াই.
অনেক সুন্দর .. -{@
ছাইরাছ হেলাল
আপনার শেষ লেখাটির পরে আপনাকে একটু হিংসে করতে পারলে ভাল হত ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
জিসান শা ইকরাম
শব্দ ধর্মঘট চলছে , তারপরেও এত শব্দ আসে কোথা হতে ?
জিপসি শব্দটায় টানে খুব (y)
ছাইরাছ হেলাল
ধর্মঘটেও চিপা-চুপা রাস্তা থাকে ।
জিপসিদের ও আছে মহা যন্ত্রণা ।
ধন্যবাদ দিলাম ।
বনলতা সেন
আপনি আমাদের মিথ্যে বলছেন । বিশ্বাস করার কোন কারণ দেখছি না ।
ভেক ধরা ঠিক না ।
শুভেচ্ছা আপনাকে নূতনের ।
ছাইরাছ হেলাল
এ দেখছি মহা সমস্যা !
সত্যও বলতে পারছি না ।
ভাই, লিখতেই যদি পারতাম তাহলে ভেক ধরে কী লাভ ?
ভাল করে লিখেই তো ভেক ধরতে পারতাম ।
হে শব্দসকল এবারের মত বাঁচিয়ে দাও ।
শিশির কনা
নিয়মিত আসতে পারিনি দেখে আপনার এত সুন্দর লেখাগুলোমিসকরছি। নিয়মিত লিখছেন বলে ভালো লাগছে খুব।
সময় দিতে পারছিনা ভাইয়া 🙁
ছাইরাছ হেলাল
এতদিন পরে এসে এভাবে বললে হবে না । শত ব্যস্ততার মাঝে একটু
খোঁজ নিচ্ছেন দেখে ভালো লাগল ।
অপরাজিতা সারাহ
আমি দেখছি লেট লতিফ! 🙁
অসাধারন লাগল,বরাবরের মতই।
এটা কি শব্দ ধর্মঘটে লেখা,নাকি শব্দজটে?ধর্মঘটে এত সুন্দর লেখা যায় বুঝি? 😛
যারা লেখক তারা এমন রাইটার্স ব্লকে আক্রান্ত হয়ে শুনেছি।বড়দের ব্যাপার স্যাপার আর কি।;)
আমাদের মতন চুনোপুটিদের তা হয় না।বরং আমার কিছুদিন হয়েছিল রিডার্স ব্লক!!অনেকটা ডায়রিয়া কিংবা ডিসেন্ট্রির মতন ছোটখাট রোগ আর কি। 😛 😛
আশা করছি ধর্মঘট লাগাতার না হোক,জলদি স্বাভাবিক চলাচল শুরু হোক। শুভ কামনা। 🙂
ছাইরাছ হেলাল
আপনি লেট লতিফ হলেও সমস্যা নেই ।
আমি তেমন লেখক নই তাই রাইটার্স ব্লকের চিন্তা করি না ।
তবে শব্দদের প্রতি আমার খুব মায়া । ওদের নিয়ে এই অপদার্থ আমি যা করি তাতে এক-আধটু রাগ করলে
ওদের দোষ দিতে পারি না । একটু আপনাদের সহ শব্দদের সুদৃষ্টি পেলে সমস্যা হওয়ার কথা নয় । তবে রিডার্স
ব্লক হলে আমরা যে মড়ে ভুত হয়ে যাব । তখন দায় কিন্তু আপনাদেরই নিতে হবে ।
শুভ কামনা আপনার জন্য অবশ্যই ।