১.
সম্মানিত সহলেখক বন্ধুগণ,
অগ্রীম বৈশাখী শুভেচ্ছা। আনন্দের সাথে জানাচ্ছি যে বাঙলা নববর্ষ ১৪২১ উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে জলছবি বাতায়ন লেখক-পাঠক মিলন মেলা এবং বাঙলা নববর্ষ সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। প্রিয় সোনেলা ব্লগের সকল বন্ধুকে আন্তরিক আমন্ত্রণ জানাই লেখক-পাঠক মিলনমেলায়।
তারিখঃ ১৪ ই এপ্রিল,২০১৪ ইং
সময়ঃ বিকাল ৪.০০
ভেন্যুঃ নক্ষত্র অডিটরিয়াম,৫৭/১২, পূর্ব রাজা বাজার, পান্থপথ চৌরাস্তা, প্রাইম ব্যাংকের উলটো দিকে ৫ম তলা।
অনুষ্ঠান সুচীঃ আলোচনা এবং বৈশাখী আড্ডা, আমন্ত্রিত অতিথীদের বক্তব্য, জলছবি লেখক সংঘের শুভ উদ্ভোধন, মোড়ক উন্মোচন, কবিতা আবৃ্ত্তি,গান, আপ্যায়ন ইত্যাদি।
বিস্তারিতঃ ০১৮১৭১২৭৮০৭[সম্পাদক], ০১৯১১৮০১৭০৩[সঞ্চালক]
অনুষ্ঠান সুচীঃ আলোচনা এবং বৈশাখী আড্ডা, জলছবি লেখক সংঘের শুভ উদ্ভোধন, বৈশাখী সংকলনের মোড়ক উন্মোচন, কবিতা আবৃ্ত্তি, আপ্যায়ন ইত্যাদি।
বিস্তারিতঃ ০১৮১৭১২৭৮০৭[সম্পাদক], ০১৯১১৮০১৭০৩[সঞ্চালক]
ইভেন্ট পেইজঃ ফেইসবুক
২.
জলছবি লেখক সংঘের শুভ উদ্ভোধন উপলক্ষে উন্মোচন করা হচ্ছে ২০০টাকা মূল্যের একটি আকর্ষনীয় বৈশাখী টি-শার্ট। জলছবি পোষ্টে এবং ফেইসবুকে অনেকেই টি-শার্টটি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং সেই চাহিদা মোতাবেক টি-শার্টের কাজ শুরু করেছে সুপরিচিত বাংলাদেশী টি-শার্ট নির্মাতা প্রতিষ্ঠান ‘সুঁইসুতা।’ এছাড়া অনুষ্ঠানস্থল থেকেও টি-শার্ট সংগ্রহ করা যাবে।
৩.
জলছবি বাতায়ন বৈশাখী সংকলন ১৪২১ এর প্রচ্ছদ উন্মুক্ত করা হয়েছে, সংকলনের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। আসছে পহেলা বৈশাখ মিলনমেলায় হাতে পেয়ে যাবো ঝকঝকে তকতকে একটি বৈশাখী সংকলন। আপনাদের ভালোবাসায় সিক্ত জলছবি বাতায়ন তার জয়যাত্রা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।
সম্পাদকঃ নাসির আহমেদ কাবুল
প্রচ্ছদ শিল্পীঃ সোহাগ পারভেজ
প্রকাশনায়ঃ জলছবি প্রকাশন
পহেলা বৈশাখ আপনার অপেক্ষায় থাকবো আমরা। আসছেন তো?
ধন্যবাদ সকলকে।
নীলকন্ঠ জয়/সঞ্চালক,
জলছবি বাতায়ন।
৯টি মন্তব্য
বেলাল হোসাইন রনি
অবশ্য আসবো ।দাদা
নীলকন্ঠ জয়
কথা বলে ভালো লাগলো। আপনার অপেক্ষায় রইলাম ভাই।
শুভ কামনা। 🙂
মা মাটি দেশ
-{@ (y) অনেক ভালো লাগল এখানে জলছবির পোষ্ট দেখে,চেষ্টা করিব আসার। -{@ (y)
নীলকন্ঠ জয়
চেষ্টা নয়, আসতে হবে। জলছবি কিংবা সোনেলা কিংবা অন্য যেকোন ব্লগ অনলাইন জগতে সবাই একই উদ্দেশ্যে এগুচ্ছে । যেখানে লেখকদের স্বার্থই বড়। আমি চাইবো সোনেলার সকল ব্লগার এই অনুষ্ঠানে থাকবে। -{@
লীলাবতী
অন্য ব্লগের বিজ্ঞাপন এখানে পোষ্ট হয়, আর সোনেলার নিজের মিলন মেলার পোস্ট এলোনা। অদ্ভুত! !
সাফল্য কামনা করি -{@
নীলকন্ঠ জয়
লীলাদি বিজ্ঞাপন মনে করলে আমি পোষ্ট সরিয়ে নিবো। সোনেলার ব্লগারদের সত্যিকার অর্থে ভালোবাসি বলেই এই পোষ্টটি দিয়েছি, অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি।
অনেক ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
লেখক সব কিছুই লিখতে পারে। জয় আমার পিসি নস্ট তাই নেই মাঝে। মনে কস্ট লাগে উত্তর নাই, ভাবনা এলোমেলো।
চেস্টায় থাকব।
সফল হক সুভকামনা।
নীলকন্ঠ জয়
মজিবর ভাই কেমন আছেন?
অনেক দিন দেখা হয় না। পিসি ঠিক করুন তাড়াতাড়ি। আপনার মতো পাঠক পাওয়া, সমালোচক পাওয়া যেকোন ব্লগের জন্য সুখকর। মিলন মেলায় দেখা হবে।
শুভ কামনা।
শুন্য শুন্যালয়
সুন্দর উদ্যোগ, যেকোন আড্ডাকেই মিস করি আমি … সাফল্য কামনা করছি নীলকন্ঠ … -{@