লক্ষ-কোটি ঝাড়বাতির লাল-
নীল আলোয়
অসহ্যতম এক জীবন ,
আর বিরক্তিকর শ্বাসের শব্দ ।
সোনালী দাঁত বিদ্ধ
করে অন্ধকারের গায়ে
দূর্গন্ধ ছড়ায় চারদিকে ।
নুয়ে পড়ে শরীর তীব্র মানসিক
যন্ত্রণায়—
শরীর চায়না আর শরীর ।
অকালবোধনের প্রারম্ভে ,
এ কি চিহ্ন এঁকে যাচ্ছে !
অস্থির , বিপন্ন
চেতনা হানা দেয় মানবিক
অস্তিত্ত্বে ।
ত্রাহ্য স্পর্শে সেই জপমন্ত্র
পুষ্পিত ডালায় আর সাজেনা ;
আহ্ অতৃপ্তি !
হায় চেতনা !
অন্ধকারের আলোয় গন্তব্য
খোঁজে…
কোথায় তুমি ?
রোষ্টক , জার্মানী ।
সেপ্টেম্বর ৩ , ২০১০ ইং ।
**সারা বিছানায় প্রচুর কাগজ ।
প্রয়োজনীয় ফাইলের ভেতর
পেয়ে গেলাম একটি অতীত ।
অনেকক্ষণ ভাবলাম , কি করি এই
ছোট্ট চিরকুটটাকে নিয়ে ?
একেকটি অতীত
উপড়ে ফেলে ২০১৪ সালের ২৬
মার্চে এসে পৌঁছেছে জীবন ।
এখনও জীবনের পাতায়
কোনো আপসোসের জন্ম হয়নি ,
আর তাই অনেক
মিষ্টি করে হেসে উঠতে পারি ।
যে কোনো অবস্থায় ,
যে কোনো অবস্থানে থেকেও…
ছবিটি তোলা হয়েছে বেলজিয়ামের
নামুর শহরে ।
১৮টি মন্তব্য
হতভাগ্য কবি
সুন্দর (y)
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ -{@
জিসান শা ইকরাম
কোনো আপসোসের যেন জন্ম না হয়।
সুন্দর, কোমল।
নীলাঞ্জনা নীলা
হবে না 🙂
স্বপ্ন নীলা
হুম —পড়লাম আর মুগ্ধ হলাম——চরম ভাল লাগা রইল পোস্টে
নীলাঞ্জনা নীলা
মুগ্ধ করতে পেরে ধন্য হলাম। ধন্যবাদ আপনাকে।
কৃন্তনিকা
ভাল লাগলো… (y)
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ । অনেক দিন পরে দেখলাম আপনাকে। ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
সেই সমান দীপ্তি আজও আপনার লেখায় ।
এমন অটুট মনোবল রাখেন কী করে ?
নীলাঞ্জনা নীলা
তাতো জানিনা, তবে আমি এমনই 🙂 ধন্যবাদ আপনাকে।
প্রহেলিকা
আরও শত যুগ পেরিয়ে গেলেও সেই চিরকুট পুরনো হবে না। অসাধারণ এই লিখাটিতে মুগ্ধতা রেখে গেলাম। শুভেচ্ছা জানবেন। -{@
নীলাঞ্জনা নীলা
আপনিও শুভেচ্ছা নিন।
খসড়া
নীল আধারে কালো শ্বাস আলোকিত আশ।
নীলাঞ্জনা নীলা
বাহ! ভাইয়া তো ভালোই ছন্দ মিলাতে পারেন 🙂
বনলতা সেন
অনেকদিন পর এমন সুন্দর লেখাটি পড়ে ভালো লাগল খুব ।
নীলাঞ্জনা নীলা
মন প্রজাপতি হয়ে গেলো…এমন মন্তব্য পেয়ে… 🙂 -{@
শুন্য শুন্যালয়
প্রথম অংশটুকু কেনো যেন মনে হলো আমার… শুধু আপনি লিখে দিয়েছেন…
লেখায় অনেক ভালো লাগা…
এখনও জীবনের পাতায়
কোনো আপসোসের জন্ম হয়নি … সত্যিই কি তাই?
নীলাঞ্জনা নীলা
ছিলো , ডাক্তারী পড়তে চেয়েছিলাম , কিন্তু হয়নি…ওই আপসোসটা শেষ হয়ে গেছে…প্রবাসে সেবিকা হতে পেরে…আপসোস তারাই করে , যারা চায় বেশী…আমার চাওয়াগুলো আকাশ-ছোঁয়া , কিন্তু বিলাসী না… 🙂