জাদুর শহর

ইশতিয়াক হাসান ২৬ মার্চ ২০১৪, বুধবার, ০৪:৫৮:১১পূর্বাহ্ন বিবিধ ৫ মন্তব্য

রোজকার ভাঙ্গা ঘুমে আমার চোখভরা বেদনা।

নির্লিপ্ত বিছানায় আমি এঁকে যাই নকশা।

রোজকার ঘুম কেন স্বপ্ন দেখানোর চেষ্টায়?

আমি আজও ঘুমেও কেনো যে সেগুলো দেখি না?

ভোর হবার পরের আলোতো আমায় জাগায় না।

আমি জাগি নিজেকে ভেঙ্গে নিজের ভেতরে খুঁড়ে।

আমার চাওয়ার সবখানি আমি রেখে দেই নিজের অন্তরালে।

কখনো ভাবিনি আমি জাদুগ্রস্ত হবো

এ জাদুর শহরে আমি নিজেকে হারাবো।

এ শহর জাদুর শহর – জাদুতে ভরা সব।

কল্পলোকে ঘেরা তবুও নেই আমার উৎসব।

৬৬৪জন ৬৬৩জন

৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ