রোজকার ভাঙ্গা ঘুমে আমার চোখভরা বেদনা।
নির্লিপ্ত বিছানায় আমি এঁকে যাই নকশা।
রোজকার ঘুম কেন স্বপ্ন দেখানোর চেষ্টায়?
আমি আজও ঘুমেও কেনো যে সেগুলো দেখি না?
ভোর হবার পরের আলোতো আমায় জাগায় না।
আমি জাগি নিজেকে ভেঙ্গে নিজের ভেতরে খুঁড়ে।
আমার চাওয়ার সবখানি আমি রেখে দেই নিজের অন্তরালে।
কখনো ভাবিনি আমি জাদুগ্রস্ত হবো
এ জাদুর শহরে আমি নিজেকে হারাবো।
এ শহর জাদুর শহর – জাদুতে ভরা সব।
কল্পলোকে ঘেরা তবুও নেই আমার উৎসব।
৫টি মন্তব্য
প্রহেলিকা
ভালই লিখেছেন ভাই। শুভেচ্ছা জানবেন।
শুন্য শুন্যালয়
কল্পনাকে ঘিরে উৎসব করে লাভ নেইও…
বিষাদময়তা দূর হোক…
সুন্দর হয়েছে কবিতা…
ছাইরাছ হেলাল
অবশ্যই যাদু থেকে সাবধান ।
হারিয়ে যাওয়া যাবে না ।
ব্লগার সজীব
জাদু ভয় পাই , পাছে হারিয়ে না যাই 🙁
আদিব আদ্নান
উৎসব ফিরে আসুক তা চাই ।
লেখাটি চমৎকার লেগেছে ।