আমি সেই অভিমানী

অজানা এক পথে চলা ৩ ফেব্রুয়ারি ২০১৪, সোমবার, ০৮:৪৫:৫৩অপরাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য

আমি সেই অভিমানী,
যে বুকভরা কষ্ট নিয়ে…
সবার সাথে হাসে।

আমি সেই অভিমানী,
যে সারাদিন হেসে খেলে…
মধ্যরাতে চুপিসারে কাঁদে।

আমি সেই অভিমানী,
যে রাগকে আড়াল করে বলে…
কোথায়! কিছুতো হয়নি।

আমি তো সেই অভিমানী,
যে আজও তোমাকে খুঁজে বেড়াচ্ছি…
দিন রাত্রি সবখানে…!!!

২০২০জন ২০১৭জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ