আমি সেই অভিমানী,
যে বুকভরা কষ্ট নিয়ে…
সবার সাথে হাসে।
আমি সেই অভিমানী,
যে সারাদিন হেসে খেলে…
মধ্যরাতে চুপিসারে কাঁদে।
আমি সেই অভিমানী,
যে রাগকে আড়াল করে বলে…
কোথায়! কিছুতো হয়নি।
আমি তো সেই অভিমানী,
যে আজও তোমাকে খুঁজে বেড়াচ্ছি…
দিন রাত্রি সবখানে…!!!
১৯৮২জন
১৯৭৯জন
১৫টি মন্তব্য
রাতুল
এই অভিমান টা আসলে অভিমান না 🙂
নিজেকে ধ্বংস করার একটা উপায় মাত্র। 🙂 আমি এটা হাড়ে হাড়ে টের পেয়েছি এবং পাচ্ছি 🙂
অজানা এক পথে চলা
ঠিক 🙂
ফরহাদ ফিদা হুসেইন
সুন্দর লিখেছেন।।
ফরহাদ ফিদা হুসেইন
সুন্দর লিখেছেন।।
শুভ কামনা।।
অজানা এক পথে চলা
ধন্যবাদ আপনাকে ।