রাতের আলো ছায়ায় সে কি তোমারই মুখ !
স্মৃতির সৃজন মন খুলে যায়
ধরো ভালবাসি যদি এখন,বাল্যে যে তোমাকে দেখেছি
সে তোমার কৈশোরের পাখিদের গানে নয়–
কিম্বা স্বপ্নের মেঘ উড়িয়ে বৃষ্টিঝর ধ্বনি শব্দে নয়–
কৈশোরের দেখা আর এক তুমি ছুঁয়ে থাকো বসন্ত…
ঘরের একলাটি তুমি জানালায় উদাস দাঁড়িয়ে
যদি দেখো নীলাকাশ,
তোমার ভাবনাতেই সেই গাঙ চিল ওড়া–
বাষ্পের উষ্মায় ঠোঁটের ঘ্রাণ নেওয়া,
অন্য কোন পাখির গান,
কাশ বনের ভেতরে তুমিও দেখো
অন্য মাতন হওয়ায় তার এলোমেলো অবিন্যস্ত চুল ভাবনা।
১৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
অসাধারন কোমল কবিতায় মুগ্ধ হলাম দাদা ।
তাপসকিরণ রায়
কবিতা পড়ার ও সুন্দর মন্তব্য করার জন্যে অনেক ধন্যবাদ।
লীলাবতী
ভাবনাটি স্পর্শ করে গেলো । ভালো লেগেছে খুব -{@
তাপসকিরণ রায়
কবিতা ভাল লেগেছে জেনে খুশি হলাম।
শিশির কনা
ছোট কবিতায় অনেক ভালো লাগা ভাইয়া ।
তাপসকিরণ রায়
অনেক ধন্যবাদ রইলো।
মোঃ মজিবর রহমান
ঘরের একলাটি তুমি জানালায় উদাস দাঁড়িয়ে
যদি দেখো নীলাকাশ,……………….সুন্দর দাদা ভালোলাগার কবিতা
তাপসকিরণ রায়
ভাল লেগেছে জেনে আনন্দ পেলাম।
স্বপ্ন নীলা
মুগ্ধ হলাম,,,,,,শুভকামনা
তাপসকিরণ রায়
আপনাকেও জানাই শুভকামনা ও ধন্যবাদ।
মা মাটি দেশ
-{@ (y) শুভ কামনা -{@
তাপসকিরণ রায়
অনেক ধন্যবাদ।
নীলকন্ঠ জয়
প্রেয়সিকে নিয়ে এমন ভাবনা কতজনইবা ভাবতে পারে দাদা।
মিষ্টি ভালো লাগা জানবেন। ইস সে যদি জানতো,পড়তো এ কবিতাখানি। মুগ্ধ হয়ে তারই হিয়াকে চীরতরে সমর্পন করে যেতো। -{@
তাপসকিরণ রায়
ভাবনা তো সবার মাঝে ছড়িয়ে দিতে চাচ্ছি–সবার ভাল লাগলে তার মাঝে আমি পেয়ে যাব আমার ভালবাসা।ধন্যবাদ।
খসড়া
ভাবনা কি হাওয়ায় মাতালো।
তাপসকিরণ রায়
এমনটা হলেই তো আমি সার্থক।
শুন্য শুন্যালয়
তোমার ভাবনাতেই সেই গাংচিল ওড়া.. (y)
অনেক ভালো লাগা..
তাপসকিরণ রায়
অনেক ধন্যবাদ রইল।