শুভেচ্ছা সুপ্রিয় ব্লগারবৃন্দ, আপনারা অবগত আছেন আসছে ডিসেম্বরের ২০ তারিখ শুক্রবার নক্ষত্র ব্লগের পরীক্ষামুলকভাবে ভার্সন ১.৯ রিলিজ হচ্ছে।
বিগত দিনে প্রাপ্ত ব্লগারদের মতামত/পরামর্শ অনুযায়ী এবং নক্ষত্রের নিজস্ব ভাব ভাবনার আদলে বেশ কিছু নতুন ফিচার যুক্ত হচ্ছে নতুন ভার্সনে। এই উপলক্ষে [শুক্রবার, ডিসেম্বর ২০, ২০১৩] নক্ষত্র কার্যালয়ে একটি আড্ডা/মিলন-মেলা/আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
বিকাল ৪টায় শুরু হয়ে আয়োজন চলবে রাত ৮টা পর্যন্ত। আপনি আপনার সুবিধা অনুযায়ী সময়ে সবার সাথে যোগ দেবেন এই আশাবাদ ব্যক্ত করছে নক্ষত্র কর্তৃপক্ষ। উক্ত আয়োজনে আপনি/আপনারা সবান্ধব আমন্ত্রিত।
নক্ষত্র কার্যালয়: ৫৭/১২ পশ্চিম পান্থপথ। (পান্থপথ – গ্রীণ রোড চৌরাস্তার পাশে। প্রাইম ব্যাংক এর বিপরীতে)। প্রয়োজনে কথা বলুন: ০১৯১৪-২১৩৬৬১
৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
আড্ডার জন্য শুভ কামনা
আড্ডা সফল হোক -{@
নীলসাধু
ধন্যবাদ আপনাকে। -{@
নীলকন্ঠ জয়
আড্ডার নিমন্ত্রণ গ্রহণ করলাম। আসতে পারলে ফোন দিবো অবশ্যয়ই। শুভ কামনা। -{@
নীলসাধু
শুভেচ্ছা পোষ্টে ব্লগ সঞ্চালকের ফোন নাম্বার দেয়া হয়েছে। তাকে জানাতে পারেন সমস্যা হলে। 🙂 🙂
তন্দ্রা
আমন্ত্রন জানানোর জন্য ধন্যবাদ।
সময় করতে পারলে ফন দিয়ে যাব। -{@
নীলসাধু
ইনশাল্লাহ!
আশা অরি তবে দেখা হয়েও যেতে পারে 🙂 🙂
ভালো থাকবেন।
শুন্য শুন্যালয়
নতুন ভার্সন এর জন্য আগাম শুভেচ্ছা ..
নীলসাধু
শুভেচ্ছা রইল। ধন্যবাদ জানবেন। 🙂 🙂