বেন সুধির !

ইমন ২৫ জুন ২০১৫, বৃহস্পতিবার, ১১:০০:৪৯পূর্বাহ্ন বিবিধ ১৯ মন্তব্য

দুইটা বাচ্চা সুধিরের সাথে সেল্ফি তুলতে গেলে সে তাদেরকে ধাক্কা মেরে ফেলে দেয়!!
তার ঔদ্ধত্য পূর্ণ আচরন দেখে আমি অবাক হই।
আমি p ব্লক m র-তে লওয়ারে ছিলাম। সুধির আমার ঠিক ওপরের স্টেন্ডে ছিলো।
আমার বন্ধুর সাথে দেখা করতে ওপরে গিয়ে দেখি সুধির ওখানে।
কিছু বাংগালি সাপোর্টার তখন উত্তেজনার তুংগে। কারণ মাত্রই রাইডু আওট হইছে। তারা সুধিরের সামনে, পিছনে চিল্লাচ্ছিলো।
হঠাত দেখি দুইটা মেয়ে পিচ্চি ছবি তোলার জন্য তার হাত ধরে ঝাকি দিচ্ছে।
সুধির তাদেরকে ঝারা মেরে ফেলে দেয়।
ওখানে, বাংলাদেশের সমর্থকরা তার সাথে বাক বিতন্ডা্য জড়িয়ে যায়। পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে। আর কিছু দেশী ভাই যদি হেল্প না করতো, তবে সুধিরের টিকিও পাওয়া যেতনা।
আমি আর আমার বন্ধু, স্পষ্ট শুন্তে পাচ্ছি, সে বলতেছে, ” তোম লোগোকো হাম্নে ক্রিকেট শিখাইয়া, ডাল্মিয়া নে তোমকো টেষ্ট খেলনে কো দিয়া ” আমার নাগালে থাকলে আমিই সুধিরকে চটকানা দিতাম।
একটা আস্ত বেয়াদব, অসভ্য, অহংকারী নন্সেন্স।

আমি বিসিবিকে অনুরোধ করবো, ওকে বাংলাদেশের মাঠে ব্যান করার জন্য।
রথী, মহারথী যারা সুধিরের কাছে ক্ষমা চাওয়ার জন্য ওঠে পরে লেগেছেন, তাদেরকে বলতেছি, ভিডিওর ২:০৫ সেকেন্ডে সে স্পষ্ট বলেছে ” বাংলাদেশ যেয়সা ছুটি টিম কে সাথ ইন্ডিয়া হারা ইস লিয়ে হাম বহুত দুখি হেয় ” বঙ্গানুবাদ ” বাংলাদেশের মতো ছোট দলের সাথে ভারত হারায় আমি খুব কষ্ট পাইছি ‘।
সাহস কতো বড়! এতো বার হারার পরেও সে ‘ছোট দল বলে ‘!

এই ভারত আর পাকিস্তান দুই ভাই, আমাদের যোগ্যতাকে কখনোই সমীহ করেনি।
এরা আমাদেরকে হেয় করার জন্য গলায় গলায় ভাব।
স্টেডিয়ামে কি হয়েছিলো জানেন কেঊ! যারা ফাল পারতাছেন, লাইক, শেয়ার কামাচ্ছেন ছিলেন ঐখানে!

স্টেডিয়ামের বাইরে সে যখন অটো নেয় তখন আমরা বন্ধুরা স্মুক করছিলাম দাঁড়িয়ে।
অখানেও তার সাথে ছবি তলা নিয়ে ধাক্কা ধাক্কি হয়। ইনফেক্ট আমার এক বন্ধু তার সাথে ছবিও তোলে। সে অটো তে ওঠে পরার পরেও কিছু অতি উত্সাহি জনতা অটোর পিছু নেয়। তাকে টীজ করে।
এতো কিছু করেছে এই ইন্ডিয়া বিশ্বকাপ ম্যাচ নিয়া, আর একটু টিজেই তাদের গা জ্বলে কেনো! মওকা মওকা কারা শুরু করেছে! এখন এর জবাব দিলে বলে ‘তোমাদেরকে আমরা খেলা শিখাইছি! ডাল্মিয়া টেষ্ট স্টেটাস দিছে! ”
জবাব সহ্য করতে না পারলে, বাংলাদেশে না আসাই বেটার।

৭২৫জন ৭২৮জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ