পায়রার খসে পড়া দানা সরষের, খুঁজে ফিরেছি পথ-ঘাট মাঠে, দীগন্ত পেরিয়ে কোন অজানা অলিন্দে! শূন্য মরুর বুকে যেখানে শিশু কাঁদে, কান্নার স্বর যেখানে বালিতে মেশে, বাতাসে বোঝা যায় না অভুক্ষ হা-পিত্তেস, সেখানে আমি ফুফিয়ে কাঁদতে গিয়েছিলাম! কোনো এক ভোরে কলাপাতার টুপটাপ করে, শিশিরে বয়ে দিতে ছেয়েছিলা আমার কান্না! কুকুরের লালায় অহরহ বয়ে যায়, আমার মায়ের [ বিস্তারিত ]