বাংলা সাহিত্যের অসীম মহাসাগরে অসংখ্য শব্দ ভান্ডার আছে ! কবির চেতনার সাগরে ঢেউ আছড়ে পড়লে,যে শব্দ গুলো নিয়ে কবির একতারা বেজে ওঠে সেটাই কবিতার রূপ নেই ! যে শব্দ গুলো একতারার সুরে ভেসে ওঠে , সেটা কিন্তু সম্পূর্ন স্বাধীন-মানবিক মনের  ব্যাপার ! কবি মনতো এটা দেখবে না যে কে কোন শব্দ এর আগে ব্যবহার করেছেন ? কবি কবিতা লিখবে নাকি কে কোন শব্দ এর আগে ব্যবহার করেছে সেটা নিয়ে ভাববে ? উদাহারণে আসা যাক, যেমন কবি জসীমুদ্দিনের কবর কবিতায় লয়ে ,ক্ষণে  ,তোরে ইত্যাদি অনেক শব্দ ব্যবহার করেছেন । তার মানে কি এটাই দাঁড়ায় রবীন্দ্রনাথের সাহিত্য থেকে টুকেছেন ? বা কবি শামসুর রহমান যে শব্দ ব্যবহার করেছেন সেটা সুনীল স্যার ব্যবহার করবেন না ? অনেকে আবার টেকনিক্যাল ভাবে ,দশকে বিচার করে থাকেন ! এসব তো কর্পোরেট জগৎ এ চলে ! তবে কি সাহিত্য কর্পোরেট জগৎ – এ প্রবেশ করলো নাকি ? ছায়ার কথা যদি আসে তবে রবীন্দ্রনাথের উপর উপনিষদের ,রুমি ও ইকবাল এর উপর কুরানের ছায়া আছে ! সাহিত্যের উপর তালিবানি ফতুয়া চলে না ! সাহিত্য অসীম !

১জন ১জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ