পত্রকলসে তোমার আমার ঠোঁট আছে!যা পাই তাই চোষে!চোষক পোকা কাকে যে বলি,জোঁক না তুমি!
পুকুরের আয়নায় পড়ে হ্যালুসিনেশনের রোদের ঢুলি!
তুন্দ্রা শীতে গায়ে এখন শুয়োঁপোকার কাঁটা!
মথ না প্রজাপতি!এলিয়েন হাসে, আরো মরবে এবার জোনাকি!গলায় আটকে আছে মাছের কাঁটা!
ভান্ডারওয়াল পাত্রে ঝুলে থাকে সব মায়ের শাঁখা!
তাপ বাড়লে অনু ছুটবে,গলার যন্ত্রনা আরো বাড়বে!সামনেই ক্রসউইনস,বাজনা বাজার আগেই
বিড়ালের মুখে নেকড়ের দাঁত ফুটেছে!ফ্লোয়েমে বয়ছে নিউটনের ঝোলা গুড়!তুমিও চুপ!আমিও চুপ!
রাবন আর কথা বলে না!যা বলে, বানরেরা!
যুধিষ্ঠির লেপের তলায় মুখ!ইকুইলিব্রিয়ামে তুমি জগমোহন!আমি মদনমোহন!
@Home
Date-10/01/13
Time- 10:17
৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
বাহ , শেষ লাইন পড়ে হাস্তেই আছি ।
ভালো লিখেছেন।
শুভকামনা ।
নীহারিকা
অনেক কঠিন…বুঝি নাই 🙁
প্রজন্ম ৭১
আপনি বরাবর ই ভালো লিখেন।
লীলাবতী
কঠিন মনে হচ্ছে লেখা ।