২৫ শে ডিসেম্বর, আজ জন্মদিন তার

বন্যা লিপি ২৫ ডিসেম্বর ২০১৯, বুধবার, ০১:৩৭:১৫পূর্বাহ্ন শুভেচ্ছা ৩০ মন্তব্য

জন্মক্ষনটা জানা নেই। এই আর কিছুক্ষন পরেই সময়ের কাঁটা জানান দেবে একটা নতুন দিনের। আরেকটা চক্কর দেবে পৃথিবী নতুন আরেক দিনের সুর্যকে আহবান করতে।
এই সোনেলা উঠোনেও হাসবে সোনারোদের কিরণ! প্রতিদিনের মতো এই উঠোনেও জমা পড়বে রেকর্ডসংখ্যক লেখা। এক একজন গর্বিত ব্লগার তাঁদের লেখা নিয়ে বিচরন করবেন সোনেলা ব্লগের উঠোনে।

একজন কারিগর নিপুণ ভাবে একটি ঘর তৈরী করেন। দীর্ঘস্থায়ীত্বের নিশ্চয়তায় সবটুকু শ্রম, মেধা ঢেলে একনিষ্ঠ নিষ্ঠার সাথে গড়ে তোলেন স্বপ্ন বাস্তবায়নের এক ঘর।
তেমনি আমার /আপনার /আপনাদের সবার প্রিয় ব্লগ সোনেলা। সোনালী উঠোন আমাদের।

রাত বারোটার পরেই শুরু হয়ে যাবে সোনেলা ব্লগের প্রতিষ্ঠাতা, সোনেলা উঠোনের স্বপ্নদ্রষ্টা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ব্লগার জিসন শা ইকরাম এর জন্মদিনের দিনটি।
একাগ্র নিষ্ঠার সাথে যিনি গত ৮ বছর ধরে এগিয়ে নিয়ে চলেছেন সোনেলা ব্লগের সকল কার্যক্রম।
শত ঝড়ঝঞ্ঝা মাথায় নিয়ে কাণ্ডারির মতো হাল ধরে রেখেছেন সোনেলার।
যার হাত ধরে আমার এই উঠোনে পদার্পণ।
তাঁর জন্মদিনে আমার ঐকান্তিক শ্রদ্ধা,ভালবাসা তাঁর জন্য।আপনার দীর্ঘায়ু এবং সকল রকম সুস্থতা কামনা করছি সোনেলার সব সোনালী ব্লগারদের পক্ষ থেকে।
শুভ জন্মদিন জিসান শা ইকরাম ❤❤❤❤

শীতপ্রহরের এক কুয়াশাচ্ছন্ন জমকালো রোদের কিরণ উঠলো হেসে হঠাৎ;
ধরিত্রীকে জানান দিয়েই নামলো এসে নবজন্মের একটুকরো আলোকসম্পাৎ!
সোচ্চারিত আওয়াজে চিরে খান খান–
শব্দের ডামাডোলে দিলো জানান-
ভবিষ্যতের কাণ্ডারি আমি এসেছি।
নতুন আলোকের জানাতে সম্ভাষন :
প্রলয়ের বিপরীতমুখী স্রোতে ভাসাতে সাম্পান আমিই জিসান ❤❤

 

*জিসান শা ইকরাম এর এই ছবিটি তুলেছেন, তার বাল্যবন্ধু  সোনেলার অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রিয় মুখ  ছাইরাছ হেলাল।

৮৯৬জন ৭৯৯জন
0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ