
জন্মক্ষনটা জানা নেই। এই আর কিছুক্ষন পরেই সময়ের কাঁটা জানান দেবে একটা নতুন দিনের। আরেকটা চক্কর দেবে পৃথিবী নতুন আরেক দিনের সুর্যকে আহবান করতে।
এই সোনেলা উঠোনেও হাসবে সোনারোদের কিরণ! প্রতিদিনের মতো এই উঠোনেও জমা পড়বে রেকর্ডসংখ্যক লেখা। এক একজন গর্বিত ব্লগার তাঁদের লেখা নিয়ে বিচরন করবেন সোনেলা ব্লগের উঠোনে।
একজন কারিগর নিপুণ ভাবে একটি ঘর তৈরী করেন। দীর্ঘস্থায়ীত্বের নিশ্চয়তায় সবটুকু শ্রম, মেধা ঢেলে একনিষ্ঠ নিষ্ঠার সাথে গড়ে তোলেন স্বপ্ন বাস্তবায়নের এক ঘর।
তেমনি আমার /আপনার /আপনাদের সবার প্রিয় ব্লগ সোনেলা। সোনালী উঠোন আমাদের।
রাত বারোটার পরেই শুরু হয়ে যাবে সোনেলা ব্লগের প্রতিষ্ঠাতা, সোনেলা উঠোনের স্বপ্নদ্রষ্টা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ব্লগার জিসন শা ইকরাম এর জন্মদিনের দিনটি।
একাগ্র নিষ্ঠার সাথে যিনি গত ৮ বছর ধরে এগিয়ে নিয়ে চলেছেন সোনেলা ব্লগের সকল কার্যক্রম।
শত ঝড়ঝঞ্ঝা মাথায় নিয়ে কাণ্ডারির মতো হাল ধরে রেখেছেন সোনেলার।
যার হাত ধরে আমার এই উঠোনে পদার্পণ।
তাঁর জন্মদিনে আমার ঐকান্তিক শ্রদ্ধা,ভালবাসা তাঁর জন্য।আপনার দীর্ঘায়ু এবং সকল রকম সুস্থতা কামনা করছি সোনেলার সব সোনালী ব্লগারদের পক্ষ থেকে।
শুভ জন্মদিন জিসান শা ইকরাম ❤❤❤❤
শীতপ্রহরের এক কুয়াশাচ্ছন্ন জমকালো রোদের কিরণ উঠলো হেসে হঠাৎ;
ধরিত্রীকে জানান দিয়েই নামলো এসে নবজন্মের একটুকরো আলোকসম্পাৎ!
সোচ্চারিত আওয়াজে চিরে খান খান–
শব্দের ডামাডোলে দিলো জানান-
ভবিষ্যতের কাণ্ডারি আমি এসেছি।
নতুন আলোকের জানাতে সম্ভাষন :
প্রলয়ের বিপরীতমুখী স্রোতে ভাসাতে সাম্পান আমিই জিসান ❤❤
*জিসান শা ইকরাম এর এই ছবিটি তুলেছেন, তার বাল্যবন্ধু সোনেলার অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রিয় মুখ ছাইরাছ হেলাল।
৩০টি মন্তব্য
আরজু মুক্তা
জন্মদিন আসে বারবার
মনে করবার
এ জীবন নিত্য নতুন
প্রতি প্রাতে আলোকিত
সময়ের মতো।
শুভকামনা,দাদা!🌹🌹🌹
সৈকত দে
শুভ জন্মদিন
জিসান শা ইকরাম
শুভেচ্ছা সৈকত 🌹 🌹
জিসান শা ইকরাম
ধন্যবাদ মুক্তা,
সোনেলার জন্যই তোমার এত একজন ছোট বোন পেয়েছি,
শুভেচ্ছা জেনো 🌹 🌹
সঞ্জয় মালাকার
শুভ জন্মদিন ভাইজান, আগামীর পথচলা হোক মধুময় শুভ কামনা 🌹🌹🌹💕
জিসান শা ইকরাম
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা 🌹 🌹 প্রবাসে ভালো থাকবেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা।
সৈকত দে
শুভ জন্মদিন
জিসান শা ইকরাম
শুভেচ্ছা জানবেন সৈকত 🌹 🌹
কামাল উদ্দিন
আমি এখানে নতুন বলে অনেক তথ্যই জানিনা, বেশ কিছুটা জানা হলো………..শুভ জন্মদিন ইকরাম ভাই
জিসান শা ইকরাম
ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন ভাই 🌹 🌹
সুরাইয়া পারভীন
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো ভাইয়া। জীবনের সবকটা দিন হোক সুন্দর। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় 🌹🌹❤️
জিসান শা ইকরাম
অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা আপনার জন্য 🌹 🌹
ছাইরাছ হেলাল
কবিতা আপনি ভালই লেখন, এই এখন যেমন লিখলেন।
শুভেচ্ছা তাঁকে এই উজানের নদীতে।
ছবির ক্রেডিট দিতে ভুলে গেছেন!
জিসান শা ইকরাম
শুভেচ্ছা আপনাকেও 🌹 🌹
ছবি ক্রেডিট না দেয়ার জন্য তীব্র প্রতিবাদ 🙂
সুপায়ন বড়ুয়া
শুভ জন্মদিন !
আসুক ফিরে বারে বারে
সুস্হ সবল দেহে
নিত্য নব রূপে।
জিসান শা ইকরাম
ধন্যবাদ দাদা, শুভেচ্ছা জানবেন 🌹 🌹
সুপর্ণা ফাল্গুনী
জন্মদিনের শুভেচ্ছা এত সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা যায় জানা ছিলো না। ধন্যবাদ আপু। শুভ বড়দিনের শুভেচ্ছা ও শুভকামনা। জিসান ভাইকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা।
জিসান শা ইকরাম
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তোমার জন্য ছোটদি 🌹 🌹
ইঞ্জা
আসলে ভাইজানকে নিয়ে লিখতে গেলে বেশ কয়েকটা খন্ডে উনার কথা লিখতে হবে, সত্যি আমাদের ভাইজানের কোন গুণের কমতি নেই।
শুভ জন্মদিন ভাইজান, সবার অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হতে থাকুন সবসময়।
শুভেচ্ছা ও শুভকামনা অবিরত।
বন্যাপু আপনাকে অনেক ধন্যবাদ।
জিসান শা ইকরাম
অনেক অনেক আন্তরিক ধন্যবাদ ভাইজান।
শুভেচ্ছা জানবেন 🌹 🌹
ইঞ্জা
শুভকামনা ভাইজান।
তৌহিদ
জিসান ভাইকে নিয়ে লিখতে গেলে পাতার পাতার পরে পাতা শেষ হবে লেখা শেষ হবেনা। আপনাকে অনেক ধন্যবাদ বন্যা আপু এত সুন্দর একটি পোস্ট লেখার জন্য। একজন লেখকের জন্মদিনে এর চেয়ে বড় প্রাপ্তি আর হতে পারেনা।
শুভ জন্মদিন জিসান ভাই।
জিসান শা ইকরাম
অনেক অনেক কৃতজ্ঞতা ও শুভকামনা তৌহিদ ভাই 🌹 🌹
জিসান শা ইকরাম
এমন ভাবে লিখলে যেন সোনেলার আমিই সবকিছু,
সোনেলার প্রাণ এবং মূল সম্পদ তুমি সহ অন্যান্য ব্লগার/ লেখক।
আমি একটি বাগান করেছি, সে বাগানের ফুল হয়ে হেঁসে বাগানের মুল শোভা বর্ধন করেছো তোমরা।
তোমাদের সবার ভালোবাসায় আমি পূর্ণতা পেয়েছি,
তোমরা সবাই এত বেশী শ্রদ্ধা আর ভালোবাসা দিচ্ছো বলেই আমি এত প্রেরণা পাচ্ছি,
নতুবা এই সোনেলা মুখ থুবড়ে পরত কত আগেই।
তোমরা সোনেলার প্রাণ, যে কারণেই আজ আট বছরে পদার্পন করেছে সোনেলা।
কত চালু ব্লগ প্রাণহীন হয়ে গিয়েছে এই সময়ে, সোনেলা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কেবলমাত্র তোমাদের প্রাণ শক্তিতে।
অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা তোমার প্রতি, এত সুন্দর একটি পোষ্ট দেয়ার জন্য। এই পোষ্ট আমার জন্মদিনের একটি সেরা উপহার হয়ে থাকবে। ❤❤❤
শুভ কামনা।
শবনম মোস্তারী
অনেক সুন্দর করে লিখলেন আপু ।
শুভ জন্মদিন দাদা।
জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দে কাটুক..
শুভ কামনা রইলো ….🌷🌷
জিসান শা ইকরাম
অনেক ধন্যবাদ ছোট আপু,
শুভ কামনা আপনার জন্য।
নুরহোসেন
সরি টু লেট!
শুভ জন্মদিন।
জিসান শা ইকরাম
ধন্যবাদ আপনাকে ভাই।
শুভ কামনা।
মাহবুবুল আলম
জিসন শা ইকরাম ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। তাকে নিয়ে লেখা কবিতাময় অনভূতি একটি নান্দনিক নির্মাণ।
শুভেচ্ছা জানবেন। ভাল থাকবেন!