
হে প্রিয়তম, একবার ভালোবাসো;
একবার তোমার বুকের উষ্ণতায়-
আমার হিমশীতল, ঘুমন্ত বাসনাকে উত্তপ্ত করে দাও।
হে প্রিয়তম, একবার আলিঙ্গন করো;
সেই আলিঙ্গনে ভেঙে চৌচির হোক বুকের পাঁজর।
হে প্রিয়তম, একবার কাছে এসো;
তোমার ধুম্র বিরহিত অধরের অনলে পুড়িয়ে ভস্ম করে দাও –
গোলাপের পাপড়ি যুগলকে।
হে প্রিয়তম, ভুলে যাও অমানিশার আঁধার কে,
ভুলে যাও চন্দ্রালোকের বর্ষণকে।
প্রেমের ষোলো কলা পূর্ণ হোক
তোমার-আমার গোপন অভিসারে।
হে প্রিয়তম, একবার চেয়ে দেখো নয়নের আড়শিতে;
নেশার মানচিত্র এঁকেছি তোমার কামনার আখরে।
হে প্রিয়তম, একবার ছুঁয়ে দেখো কপোলের পৃষ্ঠদেশ;
সহস্র অশ্রুধারা পাবে খুঁজে তোমার বিরহে।
হে প্রিয়তম, একবার কাছে এসো;
তোমার অঙ্গুলীর স্পর্শে এলোমেলো হোক পরিপাটি কেশ শয্যা।
হে প্রিয়তম, একবার কাছে এসো;
ব্যথার জমানো বরফ পাহাড় গলে যাক-
তোমার ভালোবাসার উষ্ণতায়।
হে প্রিয়তম, একবার বলো ভালোবাসি;
সব মান-অভিমান ভুলে ভালোবাসার স্বর্গ রচি- ভুবন ডাঙার চরে।
২৫টি মন্তব্য
হালিম নজরুল
প্রেমের ষোলো কলা পূর্ণ হোক
তোমার-আমার গোপন অভিসারে।
————-বাহ
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। প্রথম মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন শুভ কামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
হে প্রিয়তম, একবার কাছে এসো;
ব্যথার জমানো বরফ পাহাড় গলে যাক-
তোমার ভালোবাসার উষ্ণতায়।
হে প্রিয়তম, একবার বলো ভালোবাসি;
সব মান-অভিমান ভুলে ভালোবাসার স্বর্গ রচি- ভুবন ডাঙার চরে।
বাহ্!
অবশেষে প্রিয়তম আসুক সকলকিছু উপেক্ষা করে।
বেশ ভালো লাগলো দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই দাদা। হুম সবকিছু উপেক্ষা করে আসুক আপনাদের আশীর্বাদে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
স্বর্গ রচতে অসুবিধা নেই, তবে ভাঙ্গা পাঁজরে স্বর্গ-সুখ সইবে তো!
কড়া ভালুবাসা!
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা হা
এটা কিন্তু দারুণ বলেছেন ভাইয়া
সুপর্ণা ফাল্গুনী
আপু আমি ও খুব মজা পাইছি তার মন্তব্যে। 🙂🙂
সুপর্ণা ফাল্গুনী
🤣🤣🤣 বালুবাসা এমনি হয় ভাইয়া। ভালো থাকবেন সবসময় শুভ কামনা
সুরাইয়া পারভীন
কি লিখলেন দিদি!
জয় জয় হোক ভালোবাসার
মান-অভিমান ভুলে সুখ স্বর্গ হোক রচিত।
চমৎকার লিখেছেন দিদি👏👏👏
সুপর্ণা ফাল্গুনী
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন আপু। শুভ কামনা রইলো
ফয়জুল মহী
অনুপম, অতুলনীয় লেখা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সুপায়ন বড়ুয়া
“হে প্রিয়তম, একবার কাছে এসো;
ব্যথার জমানো বরফ পাহাড় গলে যাক-
তোমার ভালোবাসার উষ্ণতায়।”
ওয়াও ! এই দু:সহ যন্ত্রনায়
এমন সুন্দর কবিতায়
মন ভরে যায়।
শুভ কামনায়।
সুপর্ণা ফাল্গুনী
আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদা। এভাবেই অনুপ্রেরণা হয়ে পাশে থাকুন সবসময়। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
জিসান শা ইকরাম
এমন লিখলে প্রেমের ষোলো কলা তো তুচ্ছ, কুরি কলাও পূর্ণ হয়ে যাবে 🙂
কঠিন প্রেমের কবিতা।
ভালো লেগেছে আন্তরিক কবিতা,
শুভ কামনা ছোটদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। আপনার অনুপ্রেরণায় সবসময় উৎসাহ পাই। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ইঞ্জা
বন্দী আমার জীবন বন্দী
শ্রষ্ঠার পিরীতি!
তুমি আমি বন্দী সবাই
সত্য মিথ্যে কাজে
যে মানুষটা মরছে রোজ
সংসার বাচাতে!
এই অভিসার রচিত হোক ভালোবাসার সাগরে, চমৎকার লিখেছেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ লাগলো মন্তব্য টি। খুব ভালো বলেছেন ভাইয়া। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা আমার চলার পথে পাথেয় হয়ে রবে চিরকাল। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
ইঞ্জা
শুভেচ্ছা অবিরত আপু
সুপর্ণা ফাল্গুনী
আপনার জন্য ও শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন সবসময়
সামশুল মাওলা হৃদয়
প্রকৃতি প্রতি ভালোবাসা নিয়ে যে কবিতা লিখলেন সত্যি অসাধারণ
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন
তৌহিদ
ভালোবাসার জয় অবশ্যম্ভাবী। দারুণ কবিতা পড়লাম দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
দেখতে হবে না দিদি ভাই টা কার! ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
তৌহিদ
আমার দিদিভাই আমার ☺