
উত্তুরে হিমেল হাওয়া বইছে
ঝিরঝির শিরশির বাতাসের-
স্পর্শে দোলাতে তনু মন!
হেমন্ত বাবু তুমি এসো; এসো মোর গৃহে
তুমি এসো নাঙা পায়ে ধীরে ধীরে
বিহান-বেলায় শিশিরস্নাত দূর্বা ঘাস মাড়িয়ে!
তুমি এসো পথে প্রান্তরে ছড়ানো-
ছিটানো শিউলি ফুলের সুগন্ধ মেখে!
হেমন্ত বাবু তুমি এসো; এসো মোর গৃহে
তুমি এসো কৃষকের মুখে তৃপ্তির হাসি হয়ে।
তুমি এসো নবান্ন উৎসবের আমেজে
উন্মাতাল বধুর নম্র হাতে তৈরি-
সুমিষ্ট পায়েসের ঘ্রাণে ভেসে!
হেমন্ত বাবু তুমি এসো; এসো মোর গৃহে
তুমি এসো গাঁয়ের মেঠোপথ পেরিয়ে,
ইট পাথরের তৈরি চার দেয়ালে বন্দী-
আমার এই শহুরে জীবনে।
হেমন্ত বাবু তুমি এসো; এসো মোর গৃহে
#ছবি_নেটের
২৬টি মন্তব্য
মনির হোসেন মমি
হেমন্তের শুভেচ্ছা। এমন কবিতা পাঠে চমৎকার হয়। খুব সুুন্দর। দুই মিনিট আগেই পোষ্ট করলেন।
সুরাইয়া পারভীন
হায় কপাল! দুই মিনিটও দৃষ্টি এড়িয়ে গেলো না এডিমনের। সরি ভাইয়া আজ আর দুই মিনিট অপেক্ষা করতে পারছিলাম না। ইচ্ছেকৃত নিয়ম ভঙ্গের জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন সবসময়
রোকসানা খন্দকার রুকু
সুরাইয়া ধৈর্য্য ধর বাবু। এমন হেমন্ত বাবুমাখা কবিতা লেখার পর ধৈর্য্য কি আর ধরা যায়। হা হা হা হা।
মনির হোসেন মমি
হা হা হা ধৈর্য একটি মহৎ গুণ।শুভ ব্লগিং।
সুরাইয়া পারভীন
হুঁ ভাইয়া জানি তো ধৈর্য্য মহৎ গুণ। কিন্তু কখনো কখনো ধৈর্য্য ধারণ করা দুষ্কর হয়ে উঠে। আপনাদের দুজনের জন্যই রইলো কৃতজ্ঞতা অশেষ
ছাইরাছ হেলাল
এভাবে ডাকলে হুরমুরিয়ে আপনার ঘাড়ে চেপে বসলে কিন্তু সমস্যা আছে।
এই তো এসেই পড়েছে, জাঁকিয়ে বসতে একটু অপেক্ষা মাত্র।
সুরাইয়া পারভীন
সে ঘাবড়ে চেপে বসে বসুক
তবুও আমার হেমন্ত বাবুকে চাই-ই-চাই
দেখি কতদিনে জাঁকিয়ে বসে
একটু নয় অনেকটা অপেক্ষা করতে প্রস্তুত আমি
কৃতজ্ঞতা স্বীকার করছি
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
মোঃ মজিবর রহমান
হেমন্ত আসুক তার প্রকৃত রুপে প্রকৃতির শোভা ধরে মানুষের উপভোগ্য হয়ে।
সুরাইয়া পারভীন
হেমন্ত আসুক কাছে বসুক পাশে
হেমন্ত বাবুকে চাই ই চাই
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি
ভালো থাকুন সবসময়
মোঃ মজিবর রহমান
হেমন্ত আসবে আকাশ পরিমাণ উদারতায়
হেমন্ত আসবে মাটির পরিপুর্ন সক্ষমতায়
হেমন্ত উদারতায় প্রকৃতি সাজিবে মহানুভবতায়।
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ বলেছেন ভাইয়া
কৃতজ্ঞতা প্রকাশ করছি
ভালো থাকুন সবসময়
খাদিজাতুল কুবরা
আসুক হেমন্ত বাবু!
আসুক চুপিসারে গোপন অভিসারে!
গ্রাম বাংলার ঘরে ঘরে!
আমাদের প্রকৃতি প্রেমিক প্রাণের পরে!
খুব সুন্দর লিখেছেন আপু!
দারুণ আবহ তৈরি হয়েছে কবিতায়
সুরাইয়া পারভীন
প্রিয়তম হেমন্ত তুমি আসো, পাশে বসো।
চলো চুপিসারে গোপন অভিসারে উঠি মেতে
তোমাতে আমি আমাতে তুমি মিলে মিশে হই উদাসীন
দুজন দুজনাতে দৃষ্টি রেখে হই দৃষ্টিবিহীন
এমন কিছু আজ লেখা যায় কিনা!!
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপু। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রোকসানা খন্দকার রুকু
কৃষকের বারোটা। কোথায় হেমন্ত! বর্ষার বিদ্যুৎ চমকে ঘুম ভেঙে গেল। জমির ধানের চিন্তায় আছি।
তারপরও চাই আসুক উৎসব।
আসুক নবান্ন আল্লাহর কাছে প্রার্থনা করি॥
শুভ কামনা রইলো আপুনি।
সুরাইয়া পারভীন
আমার শহরে নেই অযাচিত বৃষ্টির আনাগোনা
নেই কোনো ক্ষতির সম্ভাবনা
তবুও চাই সব ঝঞ্ঝাট পেরিয়ে সুফলাফলি গোলা ভরা ধান আসুক কৃষকের মুখে সাফল্যের হাসি নিয়ে। মহান রাব্বুল আলামীন আমাদের সবাইকে হেফাজত করুন আমীন
রোকসানা খন্দকার রুকু
মন শহরে বসবাস!!!
আলমগীর সরকার লিটন
এভাবেই হেমন্ত আসুক অনেক হেমন্তের শুভেচ্ছা রইল কবি আপু
সুরাইয়া পারভীন
হেমন্তের শুভেচ্ছা রইল আপনাকেও
ভালো থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
হেমন্ত বাবুকে এতো সুন্দর করে ডাকলে হেমন্ত তো লজ্জায় ঘোমটা টেনে দিবে তখন কিন্তু আফসোস হতে পারে। নবান্নের উৎসবে মেতে উঠুক গ্রাম-বাংলা। চমৎকার একটি হেমন্তের কবিতা পড়লাম। শুভ কামনা রইলো অহর্নিশি। শুভ সকাল
সুরাইয়া পারভীন
আহা! এমন মন্তব্যে আমারই তো লজ্জায় ঘোমটা টানতে ইচ্ছে করছে😁😁
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি দিদিভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সাবিনা ইয়াসমিন
হেমন্ত বাবু এমন ডাক উপেক্ষা করবে না। আসবে/এসে গেছে সে 🙂
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
এ তো আর রক্তমাংসের গড়া হেমন্ত নয় যে ডেকে ডেকে মরে গেলেও সাড়া দেবে না। এই হেমন্ত বাবুর সাধ্য নেই এতো ভালোবাসার ডাক উপেক্ষা করে। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আরজু মুক্তা
হৈমন্তী শুভেচ্ছা
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
তৌহিদ
এবারে হেমন্ত এসেছে অতি বৃষ্টি নিয়ে। শিউলি ফুল কুড়োতেই পারলামনা।
আপনার লেখার মত করে এলে কতইনা মধুর হতো। ভালো থাকুন আপু।
সুরাইয়া পারভীন
আমি কিন্তু শিউলি ফুল ঠিকই কুড়িয়েছি।
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়