হেঁটে গেলো চাঁদ

আলমগীর সরকার লিটন ৩১ অক্টোবর ২০২০, শনিবার, ১১:০২:২৩পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

সেদিন সূর্য উঠেছিল ঠিক পশ্চিমে
তেজস্ক্রিয় রশ্মি কতটুক পুড়ে গেয়েছিল
একটা হাত, মন, এমন কি সমস্ত দেহ;
পুড়া গন্ধ নাকে স্বাদ লাগেনি এতটুকু
আচও লাগেনি বেদনার আকাশ ছুঁয়ে
কতটুকু বৃষ্টি ভেজেছিল হয় তো মনে নেই।

সূর্য ডুবে চাঁদ জলজল করছিল ঘোর
আমাবস্যার রাত অথচ বিবেক পাড়ায়
পুজোর ঢল বাজেনি প্রসাদ ত দূরের কথা
একটা চালও জুটেনি- মেঠোপথগুলো ধোঁয়ায়
অন্ধকার কি সুখের প্রদীপ নিয়ে হেঁটে গেল চাঁদ-
আজও ভাবগাম্ভীর্য নদের একুল ওকুল শূন্য।

১৫ কার্তিক ১৪২৬, ৩১ অক্টোবর ২০
————————————

৫৭১জন ৪৮৭জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ