হিম ঝরা ভোর

বোরহানুল ইসলাম লিটন ২৯ জানুয়ারি ২০২২, শনিবার, ০৭:৫৪:১৯পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

খুব সকালে ঝরছে তখন হিম,
ছাগ গরু মোষ উঠেও জেগে
পারছে শুয়ে ঝিম।
সিক্ত বায়ুর ধার,
ক্ষেত খামার আর গাছ গাছালির
খুঁজছে ধেয়ে হাড়।

দেখছে শিশির উচ্চ করে শির,
ডাক দিয়ে পাখ ভাঙছে অলস
নীরবতার তীর।
ক্ষুব্ধ হিমেল জল,
আড় নয়নে করছে পরখ
কুহেলিকার ছল।

ঝাপসা দোরে পাক প্রকৃতির মুখ,
ভাবছে নিশি শেষ তো হলো
কোথায় তবু সুখ?
সূর্য হয়ে লাল,
অমনি হেসে চুম দিয়ে তার
করলো রাঙা গাল।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৬৮৫জন ৬১১জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ