
খুব সকালে ঝরছে তখন হিম,
ছাগ গরু মোষ উঠেও জেগে
পারছে শুয়ে ঝিম।
সিক্ত বায়ুর ধার,
ক্ষেত খামার আর গাছ গাছালির
খুঁজছে ধেয়ে হাড়।
দেখছে শিশির উচ্চ করে শির,
ডাক দিয়ে পাখ ভাঙছে অলস
নীরবতার তীর।
ক্ষুব্ধ হিমেল জল,
আড় নয়নে করছে পরখ
কুহেলিকার ছল।
ঝাপসা দোরে পাক প্রকৃতির মুখ,
ভাবছে নিশি শেষ তো হলো
কোথায় তবু সুখ?
সূর্য হয়ে লাল,
অমনি হেসে চুম দিয়ে তার
করলো রাঙা গাল।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
খুব সুন্দর শীতের বর্ণনা বোরহান ভাই। শুভেচ্ছা রইল।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল মজিবর ভাই।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
আলমগীর সরকার লিটন
চমৎকার অনুভব কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত কবি দা।
সুস্থ থাকু খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
মনির হোসেন মমি
শীতের আমেজ ভাল হয়েছে ভাই।
বোরহানুল ইসলাম লিটন
কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
সাবিনা ইয়াসমিন
শীতকালে শুধু ভোরেই শীত থাকে না লিটন ভাই, এই শীত সারাদিন সারারাত পরেরদিন এবং শীতের প্রতিদিনই থাকে। লেখাটিতে কমেন্ট দিচ্ছি আর শীতে কাপছি 🙁
শুভ শীতকাল 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
ভীষণ তৃপ্তি পেলাম সুন্দর মন্তব্য পাঠে!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রেখে গেলাম সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।