
হায়রে পরান আমার। তোর কত মূল্যরে। যতক্ষন এই মাটির ঢেলার মধ্যে বন্ধি ততক্ষন এই ঢেলার মুল্য। একমূহুর্তে ফুরুত হইলে কামসারা। মাটির ঢেলা মাটির ঘরেই ফিরে যাবে। মা বাবা স্ত্রী পুত্র প্রানের বান্ধব আত্মিয় স্বজন সবাই আন্ধার একটা গর্তে চাপা দিয়া আসব। প্রান থাকতে একটু অসুস্থ হইলেই তার আসে পাসে কত জন দেখা যায়। কতজন আসে দেখতে। আর যেই না প্রান চইলা গেল অমনিই নিয়া ফালায় মাটির গর্তের ভিতর। দাফন শেষ তো সবাই ফিরা যায় নিজ নিজ ঘরে। নিস্প্রান নিথর দেহ একাকি পরে থাকে শুধূ।
হায়রে পরান আমার। তুই যতক্ষন থাকিস ততক্ষন দুনিয়ার সবাই তোর খবর নেয়। যেই না প্রান পাখি প্রস্থান করে তখন ই ভুলে যায় সবে এতোদিনের মধুর বাধনের কথা। যতশিঘ্র সম্ভব দাফন করার চেষ্টা। আর দাফনের পর সেই আত্মিয়রা ছেরে চলে যাইনা শুধু ভুলে যায় অস্তিত্ব। একজন যে ছিল সবার মাঝে। কতো আনন্দবেদানার স্বাক্ষী হয়ে। কেউ উকি মেরে দেখেনা কবরের দিকে। সবাই ব্যাস্ত্ হয়ে পরে নিজকে নিয়ে।
হায়রে পরান!হায়রে পরান আমার।
স্ত্রী পুত্র ছিল কত কাছে। কত সম্মান। পরান মাটির খুপরি ছেরে যেই চলে গেল আর দাম নাই। যত শিঘ্র পারা যায় বিদায়ের তারা। হায়রে পরান আমার! হায়রে পরান!!
গায়ক তাই বলে-
ও জীবন জীবন ছাইরা না যাও মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে।
Every moment has gone
My memory has burn
Also my soul has departed
Never ever can return.
Within short time
My visit has been ending
But world and the people
Expect something.
One day I going to be alone
Deeply sleep in the graveyard
Stupid hole of the earth
I feel scared.
Its very pathetic story
One day everybody has gone
It’s a cruel destiny
Nobody avoided when he born.
১৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আমি ও না আপনার মতো করে এগুলো ভাবি। কি জীবন!আত্না নাই সব মিথ্যা হয়ে যায়, অস্তিত্ব নাই হয়ে যায় এক নিমিষেই। ভালো থাকুন সুস্থ থাকুন
আতা স্বপন
আত্মা যদি যায় উড়ে
পড়ে যায় দেহ ঘুরে
লাশ হয়ে চলে যায় দুরে
বহু দুরে
ধন্যবাদ
পার্থ সারথি পোদ্দার
সংসার বন্ধনের মায়ায় অনেকেই পরজগৎ ভুলে যায়।তবে এই মাটিই শেষ ঠিকানা মনে সতত থাকলে কেউ আর ভুল পথে যাবে না বিশ্বাস করি।
ভালো লিখেছেন,ভাই।
আতা স্বপন
মাটিতে গড়া
মাটিতেই শেষ
কেউ জানেনা কতক্ষন
জীবনের রেশ
—————————-ধন্যবাদ
ফয়জুল মহী
মননশীল অভিব্যক্তি । পড়ে অভিভূত হলাম
আতা স্বপন
ধন্যবাদ
সুপায়ন বড়ুয়া
“One day everybody has gone
It’s a cruel destiny
Nobody avoided when he born.”
It’s a true picture
Man is mortal.
No body alive long.
Best wishes. Stay safe
আতা স্বপন
আমরা যখন মরে যাব তখন হব লাশ
আমার কবরেমাটিতে জন্মাবে ঘাস।
ভুলে যাবে সবাই রাখবেনাতো মনে
এমন নির্মম সত্য ভেবে শংকা মনের কোনে।
===================================ধন্যবাদ
বন্যা লিপি
চিরন্তন সত্য এড়ানো যায়না/যায়নি/যাবেনা কখনো। মাটির ঢেলা মাটিতেই মিশে যাবে অবশেষে। জন্ম যেমন আছে, মরনও চিরসত্যের মতো আছে।মাঝে কিছু সময় কাটাতে আসা পরীক্ষা দিতে। শেষ ঠিকানায় ফিরতেই হবে সকলের চিরন্তন। ভেবে চলি বা নাই বা চলি।
আতা স্বপন
এই সত্যই ভুলে থাকতে আমরা চেষ্টা করি সমসময়। মজে থাকি ভবে রঙ তামাশায়। ধন্যবাদ
কামাল উদ্দিন
এমন করে তো আমাদের ভাবনার অবকাশ হয়ে উঠে না।
আতা স্বপন
ভাবি না আমরা কেউই তো ভাবিনা। কিন্তু কখনো যদি ভাবনা আসে। তখন খুবই অসহায় লাগে। ধন্যবাদ
তৌহিদ
মানুষ মরে গেলে আর তার নাম ধরেও কেউ ডাকেনা। হয়ে যায় শুধুমাত্র একটা লাশ।
ভালো থাকুন ভাই।
আতা স্বপন
লাশ !! কে কবে হয়ে যাই!! যখনই লাশের চিন্তায় মজে যাই। মনে হয় সবকিছুই মিছে।
ধন্যবাদ
আরজু মুক্তা
আসলেই, মরে গেলেই সব শেষ। মাটিই ঠিকানা
আতা স্বপন
মানুষগুলো খুব বেশি যান্ত্রিক হয়ে গিয়েছিল। মৃত্যু বলে একটা বিষয় আছে তা ভুলতে বসে ছিল। করোনায় তা হারে হারে উপলব্ধি করিয়ে ছেরেছে। মাটিতেই জন্ম মাটিতেই শেষ। ধন্যবাদ