
আমি ছোটবেলা থেকেই ঔষধ খেতে পারি না, ট্যাবলেট দেখে ৫ মিনিট কাঁদি তারপর জ্বিহবা ট্যাবলেট দিয়ে চিনির পানি নিয়ে খেতে থাকি যতক্ষন ট্যাবলেট পেটে না যায়।
কিছুক্ষন আগে আমি সোফার নিচে ঢুকে আছি দেখে আব্বু ডাকলেন রাজকন্যা ওখানে কি মা..?
আব্বু খোঁজছি…!
আব্বু কিছু না বুঝেই টর্চ নিয়ে আমার সাথে খোঁজতে শুরু করলেন। বিকালে মিমের শ্বাশুরী (মানে আমার বড় ফুপি) আমাদের বাসায় আসলেন, আব্বুকে দেখেই অস্তির হয়ে জানতে চাইলেন জামান তুমি খাটের নিচে কি খোঁজছো.?
বড় আপু রাজকন্যা মা কি যেন হারিয়ে ফেলছে আমিও খোঁজছি…!
বড় ফুপি বললেন দেখ দেখি কি কান্ড অন্ধকারে খোঁজে পাবি থাক-না সকালে খোঁজিস…!
আমি চিৎকার করে বললাম একদম না ৮৭ টাকার জিনিস খোঁজে পেতেই হবে।
ফুপি বললেন আমি কিভাবে কোথায় খোঁজব..?
ফুপি তুমি পানির গ্লাসটা নিয়ে অপেক্ষা করো,আর দেখ আম্মু কখন আসে তাহলেই হবে।
আমাদের চিৎকারে আম্মু আসলেন কি ব্যাপার, বড় আপু আপনি পানি হাতে দাঁড়িয়ে আছেন কোন..?
বাসায় কি পানির অভাব পড়ছে, বলেই গ্লাসটা বেসিনে ঢেলে দিলেন,আম্মুকে দেখে তো আমার গলার পানি শুকিয়ে কাঠ…!!
টিএনও সাহেব তুমি সোফার নিচে কি করছো…?
আব্বু চমকে গিয়ে বললেন।
আরে দেখ না মেয়েটা কি যেন হারিয়ে ফেলছে তখন থেকে খোঁজছে পাচ্ছে না।
তুমি একটু সাহায্য করো..
আম্মু ডাকলেন আলিফ মা, যাই হারিয়েছে বাদ দাও সকালে খোঁজ তোমার আব্বু বাইরে থেকে আসছে তাকে বিশ্রাম করতে দাও।
মাথা নেড়ে সাই দিলাম।
আব্বু বললেন, রাজকন্যা কি হারিয়েছো মা সেটাই তো জানা হলো না..!
আব্বু আমি ঔষধ খেতে পারি না তোমরা তো জানো, আম্মু বললেন তো কি হয়েছে তা বল..?
আমি ট্যাবলেট মুখে জ্বিহবা দিলাম যখনি গ্লাস হাতে নিয়ে পানি খাব অমনি ট্যাবলেটটা জ্বিহবা থেকে পড়ে গেল.. আমি তখন থেকেই খোঁজছি কোথায় লুকাল খোঁজেই পাচ্ছি না।
আব্বু জান একটা ট্যাবলেট এর দাম ৮৭ টাকা তাই তো আমি খোঁজছি..😭
আমার কথা শুনে আব্বু, আম্মু, ফুপি হাসতে হাসতে ক্লান্ত। আব্বু বললেন থাক মা আর খোঁজতে হবে না, আপনি অনেক পরিশ্রম করছেন..😜 আগামীকাল আমি ১ পেকেট ট্যাবলেট এনে দিব।
না আব্বু আমার জেদ ওই ট্যাবলেট যেখানেই লুকিয়ে থাক তোমরা খোঁজে বের করো।
আম্মু ফুপি দুজনে মিলে সব রুম ঝাঁড়ু দিল কোথাও খোঁজে পেল না, আমি পেকেট থেকে নতুন ট্যাবলেট খেলাম। হঠাৎ আমার হাসিতে সবার দৃষ্টি ফিরলো “আমার সুয়েটারের স্কলারে ট্যাবলেট আটকে আছে…😂
আচ্ছা আলিফ তুমি কবে ট্যাবলেট খেতে শিখবে আর এসব পাগলামি বন্ধ করবে..😃
বাকিটা ইতিহাস এখনো চলছে…💜
বিঃদ্রঃ আমাদের সবার হাসি দেখে তাবাসা আপ্পির ছেলে “তানজিম কাউসার সাদ” হাসতে শুরু করলো।
২২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
হা হা হা 🤣🤣🤣 ওষুধ নিয়ে ভালই মজা দিলেন। ওষুধ খেতে এখনো বিরক্ত লাগে। ধন্যবাদ আপনাকে
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু।
সময় করে লেখাটা পড়ার জন্য। আসলে ছোটবেলা থেকেই আমি ট্যাবলেট খেতে পারি না, অনেক সময় অসুস্থ হলেও ট্যাবলেট খাওয়ার ভয়ে বাসায় জানানো হয় না। তারপর যখন অবস্থা বেশি খারাপ হয় তখন বলতে হয় না সবাই বুঝতে পারে আর জোর করেই ডাক্তার দেখানো, ঔষধ চলে।
ভালো থাকুন আপু সব সময়।
সাবিনা ইয়াসমিন
বড়রা যখন বিপর্যয়ে পড়ে তখন ছোটরাই মনে হয় সব চেয়ে বেশি হাসে 🙂 ছোট বেলায় আমিও ট্যাবলেট খেতে পারতাম না। অবশ্য বেশি খেতেও হয়নি, ট্যাবলেট দেখলেই অসুখ পালিয়ে যেত। আপনার বোনের ছেলের জন্যে আদর রইলো।
সোনেলায় স্বাগতম আপনাকে। নিয়মিত লিখুন, আমাদের সাথে থাকুন।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু।
আমার আপুর মেয়ের বয়স ৪ বছর সে পানি দিয়ে ট্যাবলেট খায় আর আমি পানিতে ঘোলে ট্যাবলেট খাই এটা আমার নিজের কাছেও হাসি পায়। কিন্তু আমি খেতে পারি না তাই হাসতেও লজ্জা লাগে, তবে চেষ্টা করছি ট্যাবলেট খেতে শেখার শিখে যাব।
ইনশাল্লাহ্ আপু আপনাদের সবার দোয়া ও ভালোবাসা থাকলে নিয়মিত লিখাব।
ভালো থাকুন আপু, সব সময়।
ইঞ্জা
হো হো হো হা হা হা হি হি হি, হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেলো, দারুণ লিখেছেন আপু, খুব ভালো লাগলো। 😂🤣
আপু একটা কথা বলে রাখি, ব্লগে একটা লেকগা দেয়ার পর চব্বিশ ঘন্টা পর আবার দিতে পারবেন, তার আগে নয়।
ব্লগে অন্যদের লেখা পড়ুন, কমেন্ট করুন, এতে অন্যরাও আপনার লেখা পড়বে, কমেন্ট করবে।
হ্যাপি ব্লগিং।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া।
আমার পোষ্ট গুলো জীবনের বাস্তব গল্প থেকে লেখা, খুশি হলাম আমাদের সাথে আপনিও হেসেছেন।
আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমার মতো সামান্য একজনকে আপনাদের মাঝে স্থান দিয়েছেন, আমি সত্যি খুব আনন্দিত। ইনশাল্লাহ্ সব সময় চেষ্টা থাকবে ভালো মানের কিছু লেখা আপনাদের উপহার দিবার জন্য।
আপনাদের সবার দোয়া ও ভালোবাসা, স্নেহ একান্তই আমার কাম্য।
ভালো থাকুন ভাইয়া, সব সময় পাশে পাবেন ইনশাল্লাহ্।
ইঞ্জা
তাই, জীবনের গল্প, বাহ দারুণ তো।
আপু প্রতিদিন নিয়ম মাফিক লিখুন, সবার সাথে আনন্দে থাকুন, কোন সমস্যা হলে জানাবেন।
শুভেচ্ছা।
সুরাইয়া নার্গিস
ইনশাল্লাহ্ ভাইয়া, সবার কাছ থেকে যতেষ্ট্য সাহায্য পাচ্ছি,তারপরও প্রয়োজনে অবশ্যই আপনাকে নক দিব।
এস.জেড বাবু
স্বাগতম সোনেলায়-
আপনার অনেক লিখা আমি মনোযোগ দিয়ে পড়ি, ভালোলাগত বাস্তবতা নিয়ে / নিজেকে নিয়ে লিখাগুলো।
সোনেলার উঠানে আপনার নিয়মিত লিখার চর্চা / লিখার ধরণ আরও অনেক বিকশিত হবে / সুন্দর হবে বলে বিশ্বাস করি। এখানে সবাই অতি আপনজনদের মতো চমৎকার সব মন্তব্যের মাধ্যমে লিখায় উৎসাহ দেয়।
আপনিও অন্য সবার লিখা পড়বেন, জানবেন, লিখবেন।
আশা করি সোনেলার সাথে আপনার পথচলা সূদূরপ্রসারি হবে।
ভালো থাকুন সবসময়।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া।
এখানে সবাই আমাকে আপন করে নিয়েছে, সবার উৎসাহ্ পেয়ে সত্যি আমি মুগ্ধ।
হুম নিয়মিত লিখার চেষ্টা থাকবে,বিশেষ ভাবে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার জন্যই এখানে আসা সম্ভব হলো।
এখানে সবাই অনেক ভালো দুদিনে বুঝতে পারছি, সবার মন্তব্য গুলো আমাকে আরো সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।
ইনশাল্লাহ্ সবার পোষ্ট পড়ে মন্তব্য করবো, পড়তে আমার বেশ ভালো লাগে আর মতামত জানাব নিয়মিত।
ভালোবাসা রইল সোনেলার প্রতি।
ভালো থাকুন।
এস.জেড বাবু
আপনার যোগ্যতা আপনাকে সোনেলায় নিয়ে এসেছে। সোনেলার সাথে আপনি দারুন ভাবে লিখায় উৎসাহ পাবেন।
শুভ কামনা।
মনির হোসেন মমি
আমরাও কিছুক্ষণ হেসে নিলাম। আমার জান্নতবাসী মাও ঔষধ খেতে পারতনা বিশেষ করে ট্যাবলেট।এই নিয়ে অনেকেই অনেক মজা করত। খুব চমৎকার ভাবে প্রকাশ করলেন হাসির রাজকন্যার হাসির অনুভুতি।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া।
মাকে আল্লাহ্ জান্নাতবাসী করুন দোয়া রইল।
আমার কাছে মনে হয় ট্যাবলেট খেতে পারাটা পরীক্ষা দেওয়া চেয়ে কঠিন কারন পড়ে ভালো রেজাল্ট করা যায় কিন্তু কয়েক গ্লাস পানি খেয়েও ট্যাবলেট গলা থেকে নামলো কিনা অনিশ্চিত আমি ট্যাবলেট দেখলেই কাঁদি খাব কি ভাবে।
অবশ্যই খুব বেশি অসুস্থ খেতে হয় না ঔষধ ছাড়াই সেরে উঠি, তবে ট্যাবলেট খাওয়ার ভয়ে মনে হয় বেশি হা হা হা হা হা।
আমি হাসি খুশি মানুষ তাই হাসির রাজকন্যা নামটা বেশ পছন্দ হলো।
ধন্যবাদ ভাইয়া, সব সময় পাশে পাবেন ইনশাল্লাহ্।
শুভ কামনা সোনেলা।
হালিম নজরুল
আমার একসময় একটা ট্যাবলেট খাইতে কয়েক গ্লাস পানি খাইতে হতো।
সুরাইয়া নার্গিস
হা হা হা হা সেইম আমার অবস্থা, আমি কয়েক গ্লাস পানি খাওয়ার পরও আবিস্কার করি ট্যাবলেট জিব্বাহ্ আছে গিলতে পারি নাই।
ঘোলে গেলে পরে অবশ্য খেতে পারি, ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া।
শুভ কামনা সোনেলা,
ভালো থাকুন সব সময়
ফয়জুল মহী
শ্রুতিমধুর লেখা ।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া।
আমার জন্য দোয়া করবেন, সব সময় আপনাদের সাথে থাকবো এই আশা রাখি।
শুভ কামনা সোনেলা, ভালো থাকুন সব সময়
আলমগীর সরকার লিটন
চমৎকার লেখেছেন
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া।
সবার মন্তব্য দেখে সত্যি অনেক ভালো লাগছে, আপনাদের উৎসাহ্ আমাকে ভালো কিছু লেখায় আগ্রহ বাড়াছে, আশা করি ভালো মানের লেখা সবাইকে উপহার দিতে পাবর।
শুভ কামনা সোনেলা, ভালো থাকুন সব সময়
রেহানা বীথি
দারুণ মজার ঘটনা তো! বেশ লিখেছেন।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু।
আপনাদের সবার ভালোবাসা ও উৎসাহে আমি আপ্লুত খুব ভালো লাগছে সবাইকে পাশে পাচ্ছি।
শুভ কামনা সোনেলা, ভালো থাকুন দোয়া রইল।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা দারুণ মজা তো;
আমি একদম ওষুধ খাই না😰😰