হাসির বৃষ্টি

ছাইরাছ হেলাল ২২ জুলাই ২০১৬, শুক্রবার, ০৮:৪১:৪৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৪ মন্তব্য

হাসিরা হেসে ওঠে, বৃষ্টি মেলে দেয় গায়ে;
সুরা মগ্নতায় রঙ্গিন হয়ে ফিকফিকিয়ে হাসে,
হাসি দেখে ফুলেরা হাসে
পাখি হাসে, শিশুটিও হাসে।
বাতাবী লেবু গন্ধ ছড়িয়ে হাসে, হেসে হেসে হাসে;
জানালার গন্ধরাজেরা জলফোটা মেখে হাসে,

তবুও দু’একটি কেতাবি বুদবুদ গোচরের অগোচরে
ডানা মেলে নীলাকাশের আকাশে,
হাসবে সেও কোন একদিন মৃত্যুর একান্ত অবসর অবকাশে;

সাহসী হাসি ফুলসৌরভ হয়ে হেসে ওঠে,
হাসে, রাধিকারমণ স্নিগ্ধতায়,
হাসে, বিষণ্ণতার প্রান্তিক মায়াজাল এরিয়ে,
যৌবনের কৈশরানন্দে টংদোকানে বসে হাসে
ইয়ার-দোস্তদের সাথে,

অকস্মাৎ হাসিমাখা হাসিটি নড়ে ওঠে প্রবীণ ক্লান্তিতে,
ভ্রান্তিময় মূঢ়তায়, বিধুর বিষণ্ণতায়, বিড়ম্বনার গ্লানিতে;

৫৩২জন ৫৩২জন
0 Shares

৪৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ