একদম আমার মনের কথা বলেছেন। অন্যের সমস্যা নিয়ে ভাবি, সমালোচনা করি অথচ নিজের দেশের, রক্তের সাথে সম্পর্ক ভালো রাখি না। হায়রে বিবেক! ভালো থাকুন নিরাপদে থাকুন
কবি গুরু রবীন্দ্রনাথের ভাষায়– দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া । ঘর হতে দু পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আমরা বাহিরের খবর নিয়ে মশগুল হয়ে যাই। নিজ দেশের খবর নেয়ার সময় নাহি পাই। শুভ কামনা রইলো।
এসব ভাবনা নিজেকে নিয়েই, নিজেকে ঘিরে। পরের সমালোচনা, ভাইয়ে ভাইয়ে বিবাদ, নিজের দেশ/ পরের দেশের জন্য যা করছি সবইতো নিজের তুষ্টিতে!
পরের জন্যে তারাই ভাবতে পারে যারা নিজেদের তুষ্টি ছেড়ে অপরের সুখ-দুঃখে শামিল হতে পারে।
১১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
একদম আমার মনের কথা বলেছেন। অন্যের সমস্যা নিয়ে ভাবি, সমালোচনা করি অথচ নিজের দেশের, রক্তের সাথে সম্পর্ক ভালো রাখি না। হায়রে বিবেক! ভালো থাকুন নিরাপদে থাকুন
আলমগীর সরকার লিটন
জি ফাল্গুনী দিদি চমৎকার মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকারভাবে আমাদের ক্ষুদ্র মন মানসিকতা, দেশপ্রেমের অভাব নিয়ে লিখেছেন — “শুধু শুধু ভাইয়ে- ভাইয়ে বিদ্বেষ
মারামারি, ফাটাফাটি, দলাদলি-
এই নিয়েই চলছি- কোথায় আছি”?
ধন্যবাদ ভাই।
আলমগীর সরকার লিটন
জি আলম দা চমৎকার মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সুস্থ আর ভালো থাকবেন ভাইয়া।
হালিমা আক্তার
কবি গুরু রবীন্দ্রনাথের ভাষায়– দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া । ঘর হতে দু পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আমরা বাহিরের খবর নিয়ে মশগুল হয়ে যাই। নিজ দেশের খবর নেয়ার সময় নাহি পাই। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি হালিমা আপু চমৎকার মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
সাবিনা ইয়াসমিন
এসব ভাবনা নিজেকে নিয়েই, নিজেকে ঘিরে। পরের সমালোচনা, ভাইয়ে ভাইয়ে বিবাদ, নিজের দেশ/ পরের দেশের জন্য যা করছি সবইতো নিজের তুষ্টিতে!
পরের জন্যে তারাই ভাবতে পারে যারা নিজেদের তুষ্টি ছেড়ে অপরের সুখ-দুঃখে শামিল হতে পারে।
শুভ কামনা 🌹🌹
আলমগীর সরকার লিটন
জি সাবিনা আপু চমৎকার মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
আরজু মুক্তা
নিজের দেশের খবর নাই। অন্যেরটা নিয়ে টানাটানি।
শুভ কামনা ভাই
আলমগীর সরকার লিটন
জি মুক্তা আপু সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–