নলডাঙ্গা বিলের পাশে,
হিজল বনের বিজন ছাঁয়ায়,
আমার কুঁড়ে নিবাস ছিল!!!
বানের জলে, জোয়ার জলে
তোমার আমার বসত ছিল
সেথায়, সুখের পালে পবন ছিল!!
শাপলা, শালুক, টেংরা খেয়ে
ভালোবাসার শোলক বুনে
বেঁচে থাকার মানে ছিল!!
সেথায়, সাঁঝের রাতে জোনাক জ্বেলে
হিজল ফুলের সিঁদুর পড়ে
লজ্জা নিয়ে তোমায় চোখে,
নিজের ছবি দেখার মাঝে
পবিত্র এক প্রেম ছিল…..
এখন ভিষণ অট্রালিকয়
বছর জুড়ে বসন্ত থাকে….
বিজলিবাতির ঝিলিক দেখে
জোনাকিরা ডুকরে কাঁদে,
পুরানো সেই তুমি আছ
আমিও বেশ পুরানো আজ!!
আভিজাত্যের কঠিন দেয়াল
প্রেম হয়েছে কবেই ফেরার।
১৮টি মন্তব্য
মোঃ বোরহান উল ইসলাম
“হিজল বনের বিজন ছাঁয়ায়,
আমার কুঁড়ে নিবাস ছিল!!!
বানের জলে, জোয়ার জলে
তোমার আমার বসত ছিল”
আপনার এই কবিতা নিয়ে মন্তব্য করা স্পর্ধার কাজ।
একটি প্রশ্ন,,,, ‘নলডাঙ্গা’ কি গাইবান্ধা জেলার ‘নলডাঙ্গা’? নাকি আপনার ভাবনায় চলে আসা কাল্পনিক কোন ‘নলডাঙ্গা’?
মোঃ বোরহান উল ইসলাম
‘তোমার চোখে’র স্থানে তোমায় লিখেছেন।
‘অট্রালিকায়’র স্থানে অট্রালিকয় লিখেছেন।
রোবায়দা নাসরীন
আন্তরিক ধন্যবাদ ! আপ্লুত হলাম ।
লিখা মডিফাই করতে পারছি না মোবাইল থেকে । ট্রাই করছি ।
কৃতজ্ঞতা রইলো।
শামীম চৌধুরী
পুরানো সেই তুমি আছ
আমিও বেশ পুরানো আজ!!
আভিজাত্যের কঠিন দেয়াল
প্রেম হয়েছে কবেই ফেরার।
আপু প্রেমটা ফেরার হলো কিভাবে?
খুব ভালো লাগলো।
আরজু মুক্তা
কঠিন দেয়াল প্রেমের! তাই ফেরারী!ভালো লাগলো
মোঃ মজিবর রহমান
বাহ! বেশ বেশ মন ভরেছে আপু। আপনাকে স্বাগত।
বিজলিবাতির ঝিলিক দেখে
জোনাকিরা ডুকরে কাঁদে,
মেহেরী তাজ
নলডাঙ্গা তো নওগার মধ্যেও আছে। আজব তো ! আপনি আগে ছাপাহার(সাপাহার) থাকনে?
যেখানেই থাকুন কবিতা ভালো লেগেছে।
মনির হোসেন মমি
নলডাঙ্গা বিলের পাশে,
হিজল বনের বিজন ছাঁয়ায়,
আমার কুঁড়ে নিবাস ছিল!!!
লেখার এ স্পেসটা কমাতে
সিফট চেপে এন্টার দিবেন।
নলডাঙ্গা বিলের পাশে,
হিজল বনের বিজন ছাঁয়ায়,
আমার কুঁড়ে নিবাস ছিল!!!
চমৎকার লেখা।
রোবায়দা নাসরীন
আন্তরিক ধন্যবাদ ।
আরেকটা সহায়তা চাইবো, যদি লিখা এডিট করতে চাই তাহলে কি করে করবো?
মনির হোসেন মমি
ধন্যবাদ।যদি ডেক্সটপে থাকে বাম পাশে খড়সা লেখায় ক্লিক করলে আপনার সম্পাদনার বিষয়টি আসবে।
তৌহিদ
নাটোরেও কিন্তু নলডাঙ্গা আছে☺☺
কবিতা ভালো লেগেছে আপু।
শুভেচ্ছা জানবেন।
রোবায়দা নাসরীন
তাই !! নাটোর আমার প্রিয় একটা জায়গা।
তবে এই নলডাঙা একান্ত আমার নলডাঙা !
অনেক ধন্যবাদ।
তৌহিদ
আপনার নলডাঙ্গার জন্য শুভকামনা রইলো।
নীলাঞ্জনা নীলা
শেষ লাইনে এসে বুঝিয়ে দিলেন সম্পর্কটা আসলে কেমন ছিলো!
ভালো লিখেছেন।
জিসান শা ইকরাম
সময়ে আর কৃত্রিম চাকচিক্যে ভালবাসা পালিয়েই থাকে।
সাবিনা ইয়াসমিন
আভিজাত্যের চার দেয়ালে থেকে অভিজাত ভালোবাসা তার নিজস্বতা হারিয়ে ফেলে। ফুল প্রজাপতির মিলন প্রকৃতিতে শোভা পায়, কৃত্রিমতায় নয়। কথা গুলো খুব সুন্দর করে সাজিয়েছো, আর ভালোবাসাও।
লাইন গুলোর মাঝে স্পেস না দিলে দেখতে সুন্দর হতো। ভালো থেকো, ভালোবাসা অবারিত রইলো ❤❤
রোবায়দা নাসরীন
স্পেসটা চলে এসেছে। ঠিক করতে পারলাম না 🙈
সাবিনা ইয়াসমিন
হাহাহা, ইমোটা কই পেলে? দেখেই হাসি পাচ্ছে। 😂😂