যদি ফিরে পেতাম পুরোনো দিনগুলো!
খুব ভোরে চোখ খুলে
জায়নামাজে মায়ের মুখ।
হুড়োহুড়ি নাস্তার টেবিল ,
স্কুলের কঠিন নিয়ম।
উন্মত্ত ডুবসাতারে উত্তাল দুপুর,
গোল্লাছুটে দুরন্ত বিকেল,
সন্ধায় ধুলোমাখা প্রিয় বন্ধুরা।
পড়ার টেবিলে বাবার শাষনমাখা প্রশ্রয়।
ঘুমাতে গেলেই সমস্ত দিন স্বপ্নে রুপকথা।
এখনও আমি ভোরে মায়ের মুখ খুঁজি,
শৈশব খুঁজি, রঙীন কৈশোর খুঁজি।
এখনো ঘুমের ভিতর ব্যাকুল হয়ে,
রুপকথা খুঁজি!
কিছূই পাইনা , কেবলি ধূসর শূন্যতা।
সাদা-কালো রঙ , কেবলি উদাস চাহনি!
২৬টি মন্তব্য
খসড়া
পুরানো সেই দিনের কথা বলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রানের কথা সে কি ভোলা যায়।
সালমা আক্তার মনি
যায়না তো আপু, তাই তো বার বার ফিরে ফিরে চাই পিছন পানে! অপনাকে ধন্যবাদ আপু।
জিসান শা ইকরাম
ছোট বেলার সোনালী দিন গুলোর স্মৃতিতে মায়ের মুখটিই সবচেয়ে বেশি ভেসে আসে
আবেগপূর্ণ কবিতা ভালো লেগেছে (y)
সালমা আক্তার মনি
ধন্যবাদ ভাইয়া
ছাইরাছ হেলাল
ধূসর শূন্যতার মাঝেও খুঁজে নেব শৈশবের মায়ের মুখ,
রূপময় কৈশোরের কোন স্মৃতি।
শুন্য শুন্যালয়
এগুলো না হারানো দিন আপু। সুন্দর (y)
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
খুব মজা হত সেই দিনগুলোতে ফিরে যেতে পারলে
কবিতায় ভাল লাগা -{@
সালমা আক্তার মনি
অনেক ধন্যবাদ আপনাকে। সাথে থাকবেন সবসময়
আবু খায়ের আনিছ
প্রবেশ নিষেধ, শৈশবের।
আবু খায়ের আনিছ
আমি বলি নাই, নীলাঞ্জনা আপু বলেছে।
সালমা আক্তার মনি
আপনি বলেন অথবা নীলান্জ্ঞনা আপু, কথা তো সত্য যত চেষ্টায় করি না কেন, যে শৈশব ফেলে এসেছি ওখানে আর প্রবেশাধিকার নেই।
ধন্যবাদ আনিছ ভাইয়া
আবু খায়ের আনিছ
ভালো লিখেছেন, আপনি পিছনে ফিরে তাকিয়েছেন, সাথে আমাকেও পিছনে তাকাতে বাধ্য করেছেন। শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
আবেগ জড়ানো
সৃতিতে গাঁথা
জতই ধুসর হকনা
আসবে ফিরে আবার চোখের
নয়নে ভাসিবে সেই সব দেখা স্রিতি।
সালমা আক্তার মনি
তা আসবে স্মৃতিতেই কিন্তু ধরা যাবে না আর। ধন্যবাদ ভাইয়া।
মোঃ মজিবর রহমান
যাবেনা ধরা এই ধরাই।
অনিকেত নন্দিনী
পরিণত এই জীবনের কাছে শৈশব অধরা, অপরাজেয়, অম্লান।
দিলেন তো নস্টালজিক করে! ;?
সালমা আক্তার মনি
নন্দিনী আপু আপনি আমার চেয়ে অনেক অনেক ভালো লিখেছেন।
অনিকেত নন্দিনী
বলে কী! 😮
রিমি রুম্মান
দুরন্ত শৈশব খুঁজে ফিরি আমার একান্ত অবসরে…
সালমা আক্তার মনি
শুভ কামনা আপু
স্বপ্ন
আর ফিরে আসবেনা পুরোনো দিনগুলো 🙁 কবিতা ভালো লেগেছে আপু।
সালমা আক্তার মনি
হুম তবু স্মৃতিতে যদি ধরা দেয়। শুভ কামনা সবসময়
অরুনি মায়া
ইদানিং আমারো খুব করে শৈশবের দিনগুলো ফিরে পেতে মন চাইছে। তখন ভাবতাম কবে বড় হব,আর এখন ভাবি বড় কেন হলাম 🙁
সালমা আক্তার মনি
ইস অরু আপু আমি তো ভেবে রেখেছি ফিরে পেলে কি কি করবো। কত কিছু যে ঘটতেই দিতাম না।
নীলাঞ্জনা নীলা
খুব বেশী ফিরে পেতে ইচ্ছে করছে বুঝি?
ওখানে গিয়ে এখন আর ভালো লাগবে না যে!
গানটা শুনুন। https://www.youtube.com/watch?v=RpV0v6gtMMQ
মৌনতা রিতু
গ্রামের কিশোরি মেয়ে আমার খুবই পছন্দ।সহজ সরল তাদের হাসি,কান্না,কথা,সুখ,সাজ,পোশাক।
তবুও যে দিন যায় তা আর ফিরে আসে না।
সুন্দর লাগলো,আমিও একটু হারিয়ে গেছিলাম তোমার শৈশবে।
ভালো থেকো।
এভাবে লিখে যাও।
তুমি বলে ফেললাম।এটা অনেক আপন।