
হবে কি দেখা, আবার দুজনে ~
বিশ্বের ক্রান্তি, মহামারী বিয়োজনে ~
নির্মল আলোতে, স্বপ্ন জাগা ভোরে ~
আবার হবে কি দেখা, প্রাণ জাগানো সুরে ~
ছায়ায় শীতল মায়া ভরা মেঠো পথে চলে ~
হবে কি দেখা, না বলা কথা অশ্বথের তলে ।
শেষ হোক এবার অনুজীবের আক্রমন ~
হাতের রেখে হাত, এই দুটি মন ~
আবার উঠবো জেগে, ভালবাসার আহ্ববানে ~
পাখীর গানে, নদির বাণে জীবনের ঐক্যতানে ~
হবে কি দেখা করোনা মুক্ত এক প্রহরে ~
ভালবাসার সজীবতায় প্রপ্তির আদলে এই নগরে ।।
~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ১৭/০৪/২০২০
১৬টি মন্তব্য
সুরাইয়া পারভীন
একদিন সব ঠিক হয়ে যাবে
আবার দেখা হবে,কথা হবে
হাতে হাত রাখা হবে
চোখে চোখে কথা হবে
ইনশাআল্লাহ
কামরুল ইসলাম
আমীন,
তাই যেন হয়।
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা আপু
সুরাইয়া নার্গিস
চমৎকার লেখা ভাইয়া।
ইনশাল্লাহ্ একদিন সব ঠিক হয়ে যাবে, আল্লাহ্ ভরসা।
কামরুল ইসলাম
আমীন,
তাই যেন হয়।
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা আপু
সুপর্ণা ফাল্গুনী
ঈশ্বর সহায় হবেই। এই মহামারী বিনাশ হবেই। আর আপনি ও তার হাতে রেখে হাত , মন রেখে মনে ভালোবাসার কথা বলবেন, দেখা হবে করোনা মুক্ত প্রহরে। শুভ কামনা রইলো। শুভ সন্ধ্যা
কামরুল ইসলাম
আমীন,
তাই যেন হয়।
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা আপু
শুভ সকাল
মাহবুবুল আলম
সে অপেক্ষায় বসে আছে পৃথিবীর বিপন্ন মানুষ
একদিন এ গ্রহনকাল চলে যাবে, হবে নতুন সূর্যোদয়।
কবিতা ভাল লেগেছে। শুভেচ্ছা জানবেন।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
অনেক শুভ কামনা আপনার জন্য
ফয়জুল মহী
নন্দিত উপস্থাপন ।
কামরুল ইসলাম
ধন্যবাদ
নিতাই বাবু
বর্তমানে আমরা আছি মৃত্যুর খুবই কাছাকাছি। কখন যে কী হয়ে যায়, তা বলা মুশকিল! কবির কবিতাখানি পড়ে আগামী দিনের কথা ভাবছি। আগামীকাল কি আমি বেঁচে থাকবো? হয়তোবা থাকবো, হয়তোবা মরেই যাবো!
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা,
দেখা হোক আবার আমাদের মহামারী শেষে
হালিম নজরুল
আবার দেখা হোক।
কামরুল ইসলাম
আবার দেখা হোক, মহামারী শেষে
সুস্থ থাকুন, ভাল থাকুন
তৌহিদ
সবাই জেগে উঠুক ভালোবাসার আহবানে নতুন করে এটাই কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা