
মিথ্যা মেকি পা’য় দলে
আয় রে জোয়ান আয় চলে
করিস নে আর যোগ্য সময় ক্ষয় –
হবেই হবে মানবতার জয়!
হাতের পরে হাত রেখে
চল রে তোরা পথ দেখে
ছিন্ন করে ঘুণ জরা সংশয় –
হবেই হবে মানবতার জয়!
ঘিরলে তবু শীত খরা
সাজ রে কালের হরকরা
ভাব এ’ ধরা চিরস্থায়ী নয় –
হবেই হবে মানবতার জয়!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৮টি মন্তব্য
হালিমা আক্তার
চমৎকার আহ্বান। মানবতার জয় হবেই। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
রোকসানা খন্দকার রুকু
মানবতার জয়ের আশায় আমরাও আছি।
শুভকামনা 🌹
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর আগামীদিনের পথ চলার ভাবনা কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
সঞ্জয় মালাকার
কবিতা ভালো লাগলো খুব, ভালো থাকবেন শুভ কামনা।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!