আমার মামনি…

ফুল হয়ে আমি, জন্ম নিতাম যদি
সবার তরে বিলিয়ে দিতাম গন্ধ নিরবধি।।

জন্ম যদি হতো আমার প্রজাপতির মতো
রঙ বেরঙের ডানা মেলে ঘুরতাম অবিরত।।

আবার পানকৌড়ি হতাম আমি যদি
ডুব সাঁতারে পাড়ি দিতাম যত নদনদী।।.

এ জগতে আসতাম যদি আমি ভ্রমর হয়ে
মনটা সবার ভরিয়ে দিতাম গুনগুনাগুন গান গেয়ে।।

পাখী হয়ে জন্ম যদি নিতাম এই আমি
কলকাকলীতে মাতিয়ে দিতাম সারা বনভূমি।।

আবার যদি জন্ম নিতাম রাজহংস হয়ে
ধবল ডানায় পূবালী বাতাস আনতাম আমি বয়ে।।

বটবৃক্ষ হয়ে যদি জন্ম আমার হতো
ছায়া সুশীতল হাওয়া আমি দিতাম অবিরত।।

মানব জনম শ্রেষ্ঠ জনম শুনেছি অহরহ
মানবও যে দানব হয়, দেখেনা তো কেহ।।
========================
মামনির অজস্র লেখা হারিয়ে গেছে, কিছু লেখা একেবারে ঝাপসা হয়ে আছে। গেলোবার দেশে গিয়ে একটা ডায়েরি পেয়েছি, ওটা নিয়ে এসেছি। তখনকার দিনে কালি কলমে লেখা। কয়েকটি লেখা স্পষ্ট। তার মধ্যে থেকে এই একটি লেখা ব্লগে তুলে ধরলাম। 

৬২১জন ৬২১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ