
তুমি ভক্তিতে তুমি শক্তিতে
তুমি জীবের নিশ্বাসে।
তুমি পথে-ঘাটে তুমি প্রান্তরে
তুমি ধর্মীয় বিশ্বাসে।
তুমি পূজাতে তুমি মুক্তিতে
তুমি মন্দিরে উপাসনায়,
তুমি গির্জায় তুমি মসজিদে
তুমি ইদে রোজায়।
তুমি মরুভূমিতে তুমি পাহাড়ে
তুমি সাগরে হিমালয়ে,
তুমি আকাশে তুমি বাতাসে
তুমি ভূমিতে লোকালয়ে।
তুমি হিন্দুতে তুমি বৌদ্ধতে
তুমি ইসলামে তুমি খ্রিস্টানে,
তুমি ধর্মে তুমি বিধর্মে
তুমি সমানে সমানে।
তুমি ভগবান তুমি আল্লাহ
তুমি গড ঈশ্বর,
তুমি গীতায় তুমি আল-কুরআনে
তুমি বাইবেলে সচরাচর।
তুমি সূর্যে তুমি চাঁদে
তুমি গ্রহে নক্ষত্রে,
তুমি সৌরজগতে তুমি বিশ্বব্রহ্মাণ্ডে
তুমি স্রস্টা সর্বক্ষেত্রে।
নিতাই বাবু
ছবি সংগ্রহ ইন্টারনেট থেকে।
২০টি মন্তব্য
মাসুদ চয়ন
খুব মানবিক একটি বোধ উপহার দিলেন।ধন্যবাদ ভাই।
নিতাই বাবু
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।
মনির হোসেন মমি
স্রষ্টা,ভগবান,আল্লাহ
সর্বোত্র বিরাজমান
আমরা প্রার্থণা বলেন,পূজাঁ বলেন,আর নামাজই বলেন সব ক্ষেত্রের মোনাজাত এ স্রষ্টা জানেন সব অন্তরযামি। আমি আপনি যতই ধর্মীও ভিত্তিতে ভাগ করি স্রষ্টা কিন্তু ঐ একজন।সবার ধর্ম পালনই একটি অদেখা বিশ্বাসের উপর।চমৎকার লেখা ভাইজান।
নিতাই বাবু
আপনি ঠিকই বলেছেন মনির দাদা। আমরা মনুষ্য জাতি অদেখা বিশ্বাসেই আছি দাদা।
প্রদীপ চক্রবর্তী
স্রষ্টা সর্বক্ষেত্রে বিরাজমান।
অসাধাররণ লেখনী দাদা।
নিতাই বাবু
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।
ইঞ্জা
তুমি ভক্তিতে তুমি শক্তিতে
তুমি জীবের নিশ্বাসে।
তুমি পথে-ঘাটে তুমি প্রান্তরে
তুমি ধর্মীয় বিশ্বাসে।
অসাধারণ লিখলেন দাদা। 😍
নিতাই বাবু
আমরা মনুষ্য জাতি যার যার ধর্মীয় বিশ্বাসেই স্রষ্টাকে স্মরণ করে থাকি দাদা।
ইঞ্জা
সত্যই বলেছেন প্রিয় দাদা, লেখাটি আসলেই খুব ভালো লাগলো।
মোঃ মজিবর রহমান
গুরু দারুন উপহার। নিয়মিত চাই ই চাই
নিতাই বাবু
এখন তো নিয়মিতই আছি দাদা। তো ব্লগে আপনার উপস্থিতি এতো কম কেন?
আরজু মুক্তা
মানুষ বড়! ধর্ম নয়।
নিতাই বাবু
সত্য কথা বলেছেন দিদি। আপনাকে ধন্যবাদ।
তৌহিদ
লেখা দারুণ হয়েছে দাদা 🌹🌹
নিতাই বাবু
শুভেচ্ছার সাথে অজস্র ধন্যবাদও রইল শ্রদ্ধেয় দাদা।
তৌহিদ
শুভকামনা জানবেন দাদাভাই ☺
সাবিনা ইয়াসমিন
স্রষ্টা সর্বস্থানে বিরাজিত। তার সৃষ্টির মাঝে তাকে খুঁজে নিতে হয়। সৃষ্টির সেবাতেই সৃষ্টিকর্তার দ্বারস্থ হওয়া যায়। অনেক ভালো লাগলো দাদা। শুভ কামনা 🌹🌹
নিতাই বাবু
সুন্দর মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
স্রষ্টারা সার্বজনীনতা সহজে সুন্দর করেই তুলে ধরেছেন।
অনেক ভালোলাগা।
নিতাই বাবু
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। সাথে এক নদী ভালোবাসা।