
স্মৃতির নদীতে,,
স্মৃতির নদীতে ভেসে চলে স্বপ্ন গুলো
ঢেউয়ের পরে ঢেউ আছড়ে পরে
আমার হৃদয় আঙ্গিনায়!
কত মোহনার মিলন মেলায়
স্বপ্ন এঁকেছিলাম আনন্দের সীমানায়,
আমি এক স্বপ্নের দীপ হয়ে রইলাম
স্মৃতির নদীতে, দুটি চোখে।
কত বেদনায় বুক চিরে রক্তাক্ত করলো
রক্তের ঝর্ণাধারায় আমি বেঁচে আছি,
নব নন্দীর আশায়!
স্বপ্ন হারিয়ে খুঁজি আরেক স্বপ্ন,
রৌদ্রের খরতাপে শরীরখানি পুড়ে যায়,
বৃষ্টি ধারায় সিক্ত হয় দুটিনয়নে আজানা স্বপ্নরাশী!
কখনো হারাই অশ্রু ঝর্ণাতে
নন্দীর মিথ্যে বেদনার ব্যর্থাতে,
আবার কখনো কাঁদি বেদনার মেঘ মালাতে!
কত’যে -কত খেলা খেললো-
আমি নিরুত্তাপ হয়ে শুধুই অবলোকন করে গেলাম,
হাজার কথা ঘুরে ফিরে মনে পরে বারবার
কি ছিলো কথা! আর কি হয়ে গেলে, আমি বেদনার যাযাবর।
২১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বেদনার যাযাবর হন বা দুঃখের শুধুই হারিয়ে যাওয়া
প্রান্তর থেকে প্রান্তরে।
সঞ্জয় মালাকার
ঠিকই বলেছেন শ্রদ্ধে দাদা, হারিয়ে যাওয়া
প্রান্তর থেকে প্রান্তরে অসংখ্য ধন্যবাদ দাদা ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন, আপনার জন্য অজস্র শুভ কামনা।
কামাল উদ্দিন
স্মৃতির নদী অনেক সময় নিঃশ্বাস বন্ধ করে দিতে চায়। এমনও হয় যে ঐ জিনিস বা ঐ মানুষটিকে আমি যদি এখন দেখতে পারতাম। তখন কাঙ্খিতকে না পাওয়ায় অনেক সময় দম বন্ধ হয়ে আসে……….শুভ কামনা জানিয়ে গেলাম ভাই।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ শ্রদ্ধে দাদা, আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।
নতুন বছরের শুভেচ্ছা রইলো।
মন্তব্যে মুগ্ধতা দাদা, ঠিকই বলেছেন দাদা
কাঙ্খিতকে না পাওয়ায় অনেক সময় দম বন্ধ হয়ে আসে…।
কামাল উদ্দিন
আপনাকেও নববর্ষর শুভেচ্ছা
সুপায়ন বড়ুয়া
“হাজার কথা ঘুরে ফিরে মনে পরে বারবার
যাযাবর আমি রেখে যাই সাক্ষর আজ বেদনার “
পাশে আছে সবে নব-বর্ষের গান শোনাবার !
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দাদা, আপনাকেও ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবা, শুভ কামনা ।
মাহবুবুল আলম
“কখনো হারাই অশ্রু ঝর্ণাতে
নন্দীর মিথ্যে বেদনার ব্যর্থাতে,
আবার কখনো কাঁদি বেদনার মেঘ মালাতে!”
লেখা ভাল লেগেছে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা কৃতজ্ঞতা , মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা নিবেন, আপনার জন্য অনেক অনেক শুভ কামনা, । ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
রাফি আরাফাত
হাজার কথা ঘুরে ফিরে মনে পরে বারবার
যাযাবর আমি রেখে যাই সাক্ষর আজ বেদনার “
খুবই ভালো লাগলো। ভালো থাকবেন ভাই।
সঞ্জয় মালাকার
অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা নিবেন, মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা, নতুন বছরের শুভেচ্ছা ও শুভ কামনা দাদা।
সুরাইয়া পারভীন
কত’যে -কত খেলা খেললো-
আমি নিরুত্তাপ হয়ে শুধুই অবলোকন করে গেলাম,
হাজার কথা ঘুরে ফিরে মনে পরে বারবার
কি ছিলো কথা! আর কি হয়ে গেলে, আমি বেদনার যাযাবর
কিছু সময় সত্য
সঞ্জয় মালাকার
ঠিক বলেছেন দিদি,অশেষ ধন্যবাদ জানাবেন।
সুরাইয়া পারভীন
কিছু সময় সত্যিই নিরুত্তাপ হয়ে শুধু চেয়ে থাকা ছায়া উপায় থাকে না। চমৎকার উপস্থাপন
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দিদি, মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা, আপনাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, আনন্দে কাটুক নতুন বছরের শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
জীবনের ভাঙ্গা গড়ার খেলায় বেদনার যাযাবর ই তো হতে হয়। ধন্যবাদ দাদা। শুভ নববর্ষ
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ শ্রদ্ধে দিদ, আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা শুভ কামনা।
জিসান শা ইকরাম
অনেক ভাল লেগেছে কবিতা দাদা।
নতুন বছরের শুভেচ্ছা জানবেন 🌹 🌹
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, আপনাকেও ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা, আপনার জন্য অজস্র কামনা ।
নিতাই বাবু
ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি দাদা।
সঞ্জয় মালাকার
দাদা আপনাকেও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা।