স্মৃতির তাড়ন

বোরহানুল ইসলাম লিটন ৮ ফেব্রুয়ারি ২০২২, মঙ্গলবার, ০৮:৩৩:০৩পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য

কেমনে ভুলবে তুমি,
যে স্মৃতি যতনে অন্তরে চলে
জাগ্রত নিদে চুমি!

রাখালী বাঁশির ডাকাতিয়া সুর
বাজতো যখন মাঠে,
গাগরী ভরতে চঞ্চলা মন
ছুটে যেতো রোজ ঘাটে।

আজ সে আবেগ কালের গর্ভে
তবে কি গিয়েছে ভুলে!
বারে বারে যদি ফিরে সে ব্যাকুলে
প্রিয় তটিনীর কুলে!

স্মৃতির তাড়নে যদি কাঁদে মন
ভাবো বসে নিরজনে!
বৃক্ষকে লতা বক্ষে জড়ালে
ছাড়ে কি কভু মরণে!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৭০৭জন ৬৪৪জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ