
শান বাঁধানো এই পথের ধারে আজও ফোঁটে ঘাসফুল,
নুড়ি-ধুলিমাখা চিরচেনা এই পথে স্মৃতিরা জড়িয়ে আছে মিহিদানার মতোন,
ভোরের আলোয় স্নিগ্ধ পরশে জুড়িয়ে থাকে এই পথ এই ঘাট,
ছড়িয়ে সেই সোনালী গোধুলির আলতো মায়া,
সুফি অন্তর জেগেছিল বারংবার যার ছোঁয়ায়
সে-কি মনে রেখেছে তারে?
তবে কি স্মৃতিরা হারিয়ে যায় প্রকৃতির খোলা প্রান্তে-প্রান্তরে…
*********************************************************************************
কত লেখা মুছে যায়, হারিয়ে যায় ড্যাসবোর্ডের গোলমালে,
লেখা কি থেমে যায়/ যেতে পারে?
অক্ষত ক্ষতের চিহ্ন নিয়ে জ্বলজ্বল করে জ্বলতে থাকে ভোরের শুকতারা হয়ে,
মিলিবে/মেলাবে সব ভাঁজ খোলা বাঁজপড়া ঐ আসমানে-ই..
**********************************************************************************
আকাশে উড়তে উড়তে পানিতে নেমে আসে ক্লান্ত পরিযায়ী, জলে-তেই তার জীবন।
ফসিলের গায়েও থাকে জন্মদাগ,
হাড়-মজ্জা শুকিয়ে চৌচির, তবুও অটুট জন্মনিবন্ধন।
একরত্তি বীজ
একফোঁটা জল
মেঘে মেঘে সয়লাব উর্বর বনাঞ্চল,
নিকানো উঠোন ফুঁড়ে চাঁদ হাসে, হাসে সাক্ষ্যের হাসি/
সব-ই ফাঁদ পাতা গেরস্তের ফাঁকিজুঁকি গেরস্থালী..
ছবি-আমার 🙂
১৭টি মন্তব্য
বন্যা লিপি
তুমি যখন আবার আসবে মন্তব্য দেখতে! তখন দেখো…..সময়টা দেখো। আমি কখন এসেছিলাম তোমার রেখে যাওয়া মরা/শুকনো/ বাদামী হয়ে যাওয়া পাতার স্তুপ দেখতে!
আমি আবার আসব ইনশাল্লাহ্…..
ওহ্….শিরোনামের গানটা আমার পুরো মুখস্থ,,,, আমিতো যখন তখন গাই বেসুরো চিকন সুরে…শুনবে নাকি তুমি ময়না?
সাবিনা ইয়াসমিন
মন খারাপের সময় এই গানটি আমার অনেকবেশি প্রিয়। আর যদি তুমি গেয়ে শোনাও তাহলেতো এই গান শোনার ব্যপারটি উৎসবের পর্যায়ে পড়ে যাবে। তো? কবে গাইবে জানিও।
ভোর ৫.২ এ এসেছিলে!
প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দেয়ার পার্ফেক্ট সময় বেছে নিয়েছো
ইয়ে, আরেকটু কথা, তুমি কি শুধু মরা/শুকনো পাতার স্তুপটাই দেখেছো? এত বড় বড় সবুজ গাছ গুলো তখন কই ছিল?
বন্যা লিপি
নিয়তি যদি সুযোগ দেয়,,,,নিশ্চই শোনাবো ইনশাল্লাহ্ পুরো গানটা। চোখ বন্ধ করে সবটুকু দরদ ঢেলে দিয়ে গানটা গাইব। তুমিও চোখ বন্ধ করে শুনবে তখন গান।
আর…. আমি শুধু বৃক্ষ থেকে খসে পড়া বাদামী পাতাদের দেখি। দেখি কখনো সে সবুজ ছিলো বলে আঁকড়ে ছিলো শাখা।
বয়সের ভার নিয়েছে কেড়ে আবাসের নিশ্চয়তা। গাছেরা বেঁচে থাকে তাই, ঝরা পাতাদের আর ঠাঁই নেই তার শাখে।
মাটি দিয়েছে তারে বুক পেতে…
আমার চোখ কেবলই মরা পাতাদের স্তুপ দেখে……
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর উপলব্ধির ছোঁয়া নিয়ে গেলোম মুগ্ধতায়!
অতিশয় হৃদয়ছোঁয়া লেখা আপু।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
সাবিনা ইয়াসমিন
আপনার মুগ্ধতা আমার লেখাকে স্পর্শ করেছে,
ধন্যবাদ জানাচ্ছি।
শুভ কামনা 🌹🌹
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় এক অনুভূতির ছোয়া কবি রুকু আপু ভাল থাকবেন
সাবিনা ইয়াসমিন
আমি রুকু আপু না (এখানে একটা স্যাড এর ইমোজি ভেবে নিয়েন।)
প্রদীপ চক্রবর্তী
দু বার পড়লাম।
প্রথমে বুঝতে পারি নি।
কত লেখা মুছে যায়, হারিয়ে যায় ড্যাসবোর্ডের গোলমালে,
লেখা কি থেমে যায়/ যেতে পারে?
এমনকিছু আমাদের প্রত্যহ হয়ে থাকে।
সংগ্রহ শেষে এখানে যোজন, বিয়োজন ঘটে থাকে।
তবুও আমাদের চারপাশে ফাঁদ পেতে রাখা!
যথার্থ লিখেছেন, দিদি।
সাবিনা ইয়াসমিন
তুমি কবি আর আমি যা লিখি সবই অ-কবিতা, কবিতা হলে একবার পড়েই বুঝতে।
লেখা দিও প্রদীপ, ভালো থেকো।
শুভ কামনা 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
বেশ কঠিন!! আমার মতো অতি সহজ- সরল, বোকা মানুযের বোধগম্যের বাইরে।।।তাও আবার রোজা রমজান মাস।।।কেউ খুধায় শব্দ সমাহার ঘটায় আর কেউ বোঝেই না।।।
শুভকামনা।।।
সাবিনা ইয়াসমিন
কি জবাব দিবো এমন মন্তব্যতে?
কিভাবে জবাব দিতে হয় এমন পাঠ প্রতিক্রিয়া/কঠোর সমালোচনার?!
কবিদের ভয়ে কোনদিন কবিতা লেখার সাহস করিনি, যাও-বা অকবিতা লিখতাম তাও আর সম্ভব হবে না মনে হচ্ছে 🥴
মোঃ মজিবর রহমান
মগজে অতো ঠুক্তেছে নারে ভাই। জটিল শব্দে জটিল বাক্যে আরাম কেদারায় কাজ হচ্ছে না।
সাবিনা ইয়াসমিন
ভাইরে, মগজে জোর করে ঠুকাঠুকির দরকার নেই। চোখ দুটো স্থির রেখে কষ্ট করে পড়ে নিন। জানি ভালো করে লিখতে পারিনা। আপনারা একটু সহযোগিতা (অত্যাচার সহ্য) না করলে আমি লেখক হবো কেম্নে?
জিসান শা ইকরাম
কবিতা ত্রয়ী পড়লাম।
অনেকদিন পরে ব্লগে এসে আপনার লেখায় প্রথম মন্তব্য করলাম। গিফট পাওনা হইছে।
কবিতায় মন্তব্য করা আমার জন্য বেসম্ভব। কবিতা ফিরে এসেছে আপনার মাঝে। এটি অত্যন্ত শুভ লক্ষন।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
আহা, কত্তদিন পরে আপনি এলেন! অবশ্যই আপনি গিফট পাবেন। আপনার জন্য রয়েছে তিন প্রকারের ফুল। 🌺🏵️💐অনুগ্রহ করে ডাউনলোড করে নিয়েন।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
কিছুই হারায় না। স্মৃতি রা তো আরও না। সময়ের আচরে কিছু টা মলিন হয়ে যায়। সুযোগ পেলে মগজে টোকা দিয়ে স্মরণ করে দেয়। তাই তো ফসিলের গায়ের জন্ম দাগ তার পরিচয় খুঁজে ফিরে। শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
ফসিলের গায়ের জন্মদাগ তার পরিচয় বহন করে, জন্ম পরিচয় কখনো বিলুপ্ত হবার নয়।
স্মৃতি আর ছায়া আমৃত্যু আমাদের সাথে থাকে।
অনেক অনেক ধন্যবাদ, শুভ কামনা 🌹🌹