দ্বিতীয় বারের মত বাংলাদেশের দামাল ছেলেরা বাংলাওয়াশ করলো নিউ জিল্যান্ডকে। ১৬ কোটি বাঙ্গালী বুক চিতিয়ে বলছে সাবাশ বাংলাদেশ সাবাশ।

মাঠে ওরা ছিলো ১১ জন। সাথে ছিলো ১৬ কোটি হৃদয়ের আশির্বাদ। আজ যেন বিশাল টার্গেটের সামনে আশির্বাদের পুষ্পবৃষ্টি জানান দিলো বাঙ্গালীরা জয়ের জন্য লড়াই করে, মরার আগে মরে না।
স্মরণকালের শ্রেষ্ঠ ওয়াশ, নাম তার বাংলাওয়াশ।
কিছু জমিয়ে রাখা গালি ঝেড়ে দিলাম বাংলাওয়াশের পর সিধু,ইউনুস,বোথাম গংদের।

মানুষখেকো বাঘ যেমন কিছু ভয় করে না, ক্ষুধার্ত থাকলে মানুষ খাবেই; তেমনি আমাদের টাইগাররাও এখন আর ভয় করে না। যতো বড় বাধাই আসুক, টপকাতে দৃঢ় প্রতিজ্ঞ।

সাবাশ টাইগার্স। অভিনন্দন। আর বাংলাওয়াশ খাওয়ার জন্য নিউজিল্যান্ডের প্রতি সমবেদনা।

আসুন দেখি ফেইসবুক সেলিব্রেটিদের কার কি প্রতিক্রিয়াঃ

Dear New Zealand,নিজেরা না খেয়ে, সারা বিশ্বে দুধ রপ্তানি করলে এমনই হপেregards
Bangladesh

সেক্সি বাংলা ওয়াশ

স্মরণ কাছের শ্রেষ্ঠ ধোলাই খেয়ে টেইলরের অনুভূতি কি ?নিউজিল্যান্ডের অবস্থা দেখে আবেগে বিবেক হারাইয়া ফালাইছি — feeling বেড়াছেরা রকমের ঢিঙ্কাচিকা ঢিঙ্কাচিকা.

বাংলাওয়াশের জন্য বাংলার দামাল ছেলেদের অভিনন্দন।জয় হোক ক্রিকেটের, জয় হোক বাংলাদেশের।
জয় বাংলা।

অমি রহমান পিয়াল

ইয়েসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস… জয় বাংলা, জয় টাইগার্স

ফাইচ্চস তরা ফাইচ্চস!!!!

Rahim Shah

নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ করেছে টাইগাররা। এ উপলক্ষে আগামী তিনদিনের জন্য আনন্দ উৎসব ঘোষণা করা হোক।

নিউজিল্যান্ড ক্যাপটেন ও সাংবাদিকঃ
– বাংলাদেশ সম্পর্কে আপনার ধারণা কী?
– ভেরী বিউটিফুল কান্ট্রি
– নো নো…বলছিলাম বাংলাদেশ টীম সম্পর্কে আপনার ধারণা..
– ও ইয়েস…বাংলাদেশ হ্যাজ এ ভেরী নাইস ফুটবল টীম, কাবাডি টীম……
– নো নো…বলছিলাম বাংলাদেশ ক্রিকেট টীম
– ক্রিকেট টীম ?? আই সি…ইটস এ ওয়ান্ডারফুল টীম! আই এনজয়েড দেয়ার আর্ট অফ প্লে
– দেশে ফিরতেছেন কবে?
– আই লাভ বাংলাদেশ। ভাবছি আর ফিরবোনা…এখানেই কাটিয়ে দেবো বাকি জীবন টা!
– ওয়াও! আপনার দেশবাসির প্রতি কোন মেসেজ দেবেন কি?
– প্রিয় নিউজিল্যান্ডবাসি! আমি জানি, তোমরা আমারে পাইলে আস্ত রাখবানা! এইদিকে, টাইগাররা আমারে মাইরা হুতালাইছে…কথা কইতে গেলে ম্যা ম্যা ম্যা শব্দ বাইর হয়…তাই আঁই ইঁয়ানে রই গেলাম, হরগিভ মি! নিউজিল্যান্ডে ক্রিকেট না খেইল্যা ইঁয়ানে ডাংগুলি খেইল্যা কাটামু! বাই
খেলা দেখতে হয়। প্রেজেন্টেশন দেখতে হয়। কত কাজ। স্টাটাস দেওয়ার সময় কই? আর নিউজিল্যান্ড। ব্যাপার না। জেতাটা আমাদের অভ্যাস হয়ে গেছে। ধোলাই করলে আলমের এক নম্বর পচা সাবান দিয়েই ধোলাই করা উচিত। পরিষ্কার হোয়াইট হয়!
সাবাস, বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। এত সুন্দর দিন তোমরা আমাদের উপহার দাও। তোমাদের অভিবাদন। জয় বাংলাদেশ।
খেলা দেখতে পারি নাই বলে একটা আফসোসে ছিলাম! বাংলাদেশ জিতে মনের সেই আফসোস ভুলিয়ে দিল!

গাজী টিভি এবং রুবেলের নামে টিভি চ্যানেলের আর্জি আগেই জানাইছি। এইবার শামসুর নাম রিকমেন্ড করলাম। শামসুও টিভি চ্যানেল লেভেলে আসছে। কিন্তু এত টিভি চ্যানেল একটু টাফ। অন্য দিকে সাকিব তামিম রাগ করবে।তাই সকল দিক বিবেচনা করিয়া বাংলাদেশ ক্রিকেট টীমের জন্য একটা স্যাটেলাইট খরিদ করিবার প্রস্তাবনা করিলাম। কৃত্রিম উপগ্রহের লেভেলে আমাদের টাইগার রা।পুনশ্চ: নিউজিল্যান্ড দলের প্রত্যেকের সহিত একটা করিয়া নিরালা বল সাবান দেয়া হউক। টাকা লাগলে আমি দিয়াম।

এরচেয়ে আনন্দের কিছু হতে পারে না, এরচেয়ে উৎসবের কিছু
এরচেয়ে ভালো কিছুই হতে পারে না, এরচেয়ে সুখের কিছু..
‘বাংলাওয়াশ’ ক্রিকেট ইতিহাসের ধবলধোলাইয়ের নতুন মেরুকরণ..
লাভ ইউ বাংলাদেশ ক্রিকেট টিম..’বাংলাওয়াশ’..জাস্ট লাভ ইট.
এবার আসুন দেখি খেলোয়াড়দের তাতক্ষণিক প্রতিক্রিয়াঃ
> ‘ যেকোনো দলকে হারাতে পারি আমরা’…
(মাশরাফি)

>‘সত্যি বলতে, আমরা বাংলাদেশের কাছে পাত্তাই
পাইনি।‘বাংলাদেশ স্রেফ আমাদের উড়িয়ে দিয়েছে!’
(শেন বন্ড)

>সত্যিই বদলে গেছে বাংলাদেশ,
(কাইল মাইলস)

** ম্যান অব দ্যা সিরিজ মুশফিকুর রহিম।

** ম্যান অব দ্যা ম্যাচ শামসুর রহমান।
(আপডেট হবে)

৬৫০জন ৬৫০জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ