
যার প্রেম মনে মনে,
কথার আগে ঝগড়া করে,
ভাব দেখায় সর্বজান্তার,
পন্ডিতি ফলায়
প্রেমে সে দুরাচার।
বকায় রাখে ভালবাসা
হাসিতে থাকে রাগ
প্রেমের সংজ্ঞা বদলে দেয় মুহুর্মুহ
অন্তরে দেয় দাগ.
কবিতা জানেনা
পারেনা গল্প,
এমন মানুষ প্রেমিক না
ঐ প্রেম প্রেম না,
ওসব প্রেমিক অত্যাচারী-স্বৈরাচার।
২৩টি মন্তব্য
ইসিয়াক
কবিতা জানেনা
পারেনা গল্প,
এমন মানুষ প্রেমিক না
ঐ প্রেম প্রেম না,
ওসব প্রেমিক অত্যাচারী-স্বৈরাচার।
খুব ভালো লাগলো। শুভকামনা।
পর্তুলিকা
ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
“বকায় রাখে ভালবাসা
হাসিতে থাকে রাগ“
ভালোইতো হলো
শুভ কামনা।
পর্তুলিকা
ধন্যবাদ কবি বন্ধু
জিসান শা ইকরাম
এমন প্রেমিক থেকে এক লক্ষ মাইল দুরে থাকতে হবে।
এ কোনো প্রেমিকই না,
কবিতা জানে এমন প্রেমিক খুঁজছেন আপনি তা বুঝতে পারছি।
দোয়া করি আপনার জন্য।
পর্তুলিকা
আমি কবি প্রেমিক চাই। প্রেমিকের কাছ থেকে কবিতা গল্প চাই। ধন্যবাদ।
ফয়জুল মহী
সুন্দর উপস্থাপন । ভালো থাকুন।
পর্তুলিকা
ধন্যবাদ। ভালো থাকবেন কবি বন্ধু
তৌহিদ
এমন প্রেমিক থেকে সাবধান! তবে কবিতা জানেনা এমন প্রেমিকও কিন্তু আছে এবং খুব ভালোভাবেই প্রেম করছে চুটিয়ে।
ছবির সবুজ পান্ডাগুলো কি এমন প্রেমিকের উদাহরণ?😄😄
পর্তুলিকা
যে প্রেমিক গল্প কবিতা জানেনা সে প্রেমিক পান্ডা হয়ে যায়। ধন্যবাদ কবি বন্ধু
সুরাইয়া পারভীন
এমন প্রেমিক প্রেমিকই না। তাই দূরে থাকায় শ্রেয়।
ভালো লিখেছেন।
পর্তুলিকা
ধন্যবাদ।
কামাল উদ্দিন
……….দারুণ বলেছেন আপু, শুভ কামনা সব সময়।
পর্তুলিকা
ধন্যবাদ প্রিয় কবি।
কামাল উদ্দিন
শুভ সকাল
নিতাই বাবু
কিন্তু কবি, আমিও তো একসময় জানতাম না। কিন্তু সেসময় প্রেম করেছি। অতঃপর ইয়েও করেছি। কবিতা আর গল্প কি সবাই লিখতে পারে? যদিও পড়তে পারে, লিখতে গেলেই কলম ভাঙে দুই চারটে।
পর্তুলিকা
আমি কবিতা ওয়ালা প্রেমিক চাই। প্রেমের গল্প লেখার প্রেমিক চাই। যে আমার সাথে প্রেম করবে তাকে এগুলো জানতে হবে, এমন প্রেমিক চাই। আপনাকে শ্রদ্ধা, ধন্যবা।
ছাইরাছ হেলাল
প্রেমে কবিতা লাগে!
প্রেম তো ভুয়া, তাই কাকদের আনাগোনাও নাই।
পর্তুলিকা
যে প্রেমিক কবিতা জানেনা সেই প্রেমিক ভুয়া। তার প্রেম লবন পানিতে ধোয়া। ধন্যবাদ।
মনির হোসেন মমি
খাটি কতা কইছুন।যে প্রেমে কবিতা গল্প নেই সেটা কোন প্রেমই না।দারুণ।
পর্তুলিকা
মনের মতন কমেন্ট দিলেন বন্ধু। শুভেচ্ছা আপনাকে।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই যারা গল্প কবিতা জানেনা, তারা প্রকৃত প্রেমিক হতে পারে না। কিন্তু এর বিপরীত প্রতিক্রিয়া ও আছে কারণ এমন প্রেমিকের প্রেমে মজে অনেকেই তখন তাকে নিজের করে রাখা কঠিন হয়ে পড়ে। বাস্তবতা সেটাই বলে। ভালো লিখেছেন আপু।
শুভ কামনা রইলো
পর্তুলিকা
আপনার সুগঠিত মন্তব্যের প্রতি অনেক ভালো লাগা রইলো প্রিয় কবি। কিন্তু কি করবো, মনতো মানে না। আমারযে কবি প্রেমিক চাই 🙁