স্বীকারোক্তি

সিকদার সাদ রহমান ১২ মে ২০১৯, রবিবার, ০২:০০:২৯অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

 

মধ্য রাতের বিবসনা ভালবাসায়
আমি উম্মত্ত সত্ত্বায় তোমায় চেয়েছিলাম
প্রেম দর্শনের চূড়ায় ছিল গাহন।
হ্যা আমি ভালবেসেছিলাম!

লাল বসনার আভায় ঘেরা
অস্থির শরীরের ভাজ আর কারুকাজে
নির্লিপ্ততায় মুগ্ধ হয়েছিলাম,
বলতে দ্বিধা নেই আমি ভালবেসেছিলাম।

তোমার শরীরের ঘ্রাণ নাসিকায় আছে লেগে
এক একটি চুম্বন দাগ কেটে আছে কলিজায়,
অস্তিত্বের সর্ব বৃহৎ লড়াইয়ে আমি পরাজিত ছিলাম
কারণ, আমি ভালবেসেছিলাম।

সলতে জ্বালানো ঘুমের কাব্যে
নিশ্চুপ নিরবতায়, আমি তোমায় চেয়েছিলাম,
তোমার নির্লজ্জ বেসামাল অস্থিরতা
আমি দু হাতে লুফে নিয়েছিলাম
আমি স্বীকার করছি, তোমায় ভালবেসেছিলাম।

#সিকদার_সাদ_রহমান
০৫-১২-১৭

৬০২জন ৫২৯জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ