কলেজে ,স্কুলে পতাকা উত্তোলন —-
দুদিক থেকে বয়ে গেল সাইক্লোন—
স্তম্ভিত অশোক চক্র কম্পমান বয়স্ক দেশপ্রেমী——–
সংসার চালাতে ক্ষুদিরাম গরিব টিউশন মাষ্টার?
পটল আলুর দিকে তাকিয়ে বিপ্লবী আত্মা—-
রাষ্ট্রপতি ভবনের প্যারেডের জাতীয় সংগীত বিধবা নারীর গোঙানি¡
পতাকা—
আস্তে আস্তে হাঁটছে,
চুপ করে বসে আছে নিঃস্ব বাবার কোলে —-
জাগল না ,জাগিয়ে গেল—–
বক্তৃতার থুথুকে থাপ্পড় দিয়ে?
“জনগনমন অধিনায়ক”
একদলে দাঁড়িয়ে গাইছে—-
পেছন থেকে ঘামে মেশানো
একটা কাগজ কাঁধে হাত রাখল!
ফুলের মালা নেতাজী বিনয় বাদল দিনেশের ছবিতে গলা জড়িয়ে
আক্ষেপ জানাল!
মাইক নিয়ে দু-পাক জিন্দাবাদ প্রচার ¡
কাগজের পতাকা ছিঁড়ে উনুনের জ্বালানী¡
দেশের জাতীয় পতাকা পুড়ে গরিবের পেটের আলুসিদ্ধ ভাত?
=============
অরুণিমা মন্ডল দাস
১৫ আগষ্ট, ২০১৬
কলকাতা, পশ্চিমবঙ্গ।
৮টি মন্তব্য
সিকদার
বর্তমান বিশ্বের বাস্তব চিত্রখানা লেখনিতে ফুটে উঠেছে বেজেছে দ্রোহের রঙ্গিত ।
ক্রিস্টাল শামীম
রাষ্ট্রপতি ভবনের প্যারেডের জাতীয় সংগীত বিধবা নারীর গোঙানি¡..
বাহ্ কি দারুক কথা। সত্যি আমাদের নেতারা আজ গলাবাজী আর মাইকের চিল্লানির প্রেমে পড়েগেছে। দেশপ্রেম আজ গরিবের কান্না।
নীলাঞ্জনা নীলা
দারুণ!
মোঃ মজিবর রহমান
বিনয় বাদল দিনেশে এই বইটি অনেক পূর্বে পড়েছিলাম কাহীনি তেমন মনে নেই শুধু জেলে তাঁদের কাহীনি মনে পড়ে।
হ্যাঁ দিদি আজও আমি বাতাসে লাসের গন্ধ পায়
আজও আমি নির্যাতিত বোনের গোঙ্গানির চিৎকার শুনি
তবুও গলে না মন সরকারের
ব্লগার সজীব
এই কবিতা দেখছি আমাদের দেশের জন্যও প্রযোজ্য। স্বাধীনতা মুক্তি পাবে কবে? ভাল লেগেছে দিদি।
ইঞ্জা
বাহ, দারুণ।
মৌনতা রিতু
মুক্তি নেই মোটেও মুক্তি নেই। হায়নার দল সব সময়ই পতাকা খামচে ধরে রাখে।
দুরুন একটা কবিতা।
আবু খায়ের আনিছ
এইতো স্বাধীনতা, কাগজে মোড়ানো পতাকা দিয়ে উনুনে আলু সিদ্ধ করে না। বাংলা বলি আর ভারত বলি, স্বাধীনতার সুফল এরা কেউ এত বছর পরেও পেলো না।