স্বাধীনতা

অরুণিমা মন্ডল দাস ২২ আগস্ট ২০১৬, সোমবার, ০৫:২৬:৩৭অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

14046156_1837570286477134_787462276043910627_n
কলেজে ,স্কুলে পতাকা উত্তোলন —-
দুদিক থেকে বয়ে গেল সাইক্লোন—
স্তম্ভিত অশোক চক্র কম্পমান বয়স্ক দেশপ্রেমী——–
সংসার চালাতে ক্ষুদিরাম গরিব টিউশন মাষ্টার?
পটল আলুর দিকে তাকিয়ে বিপ্লবী আত্মা—-
রাষ্ট্রপতি ভবনের প্যারেডের জাতীয় সংগীত বিধবা নারীর গোঙানি¡

পতাকা—
আস্তে আস্তে হাঁটছে,
চুপ করে বসে আছে নিঃস্ব বাবার কোলে —-
জাগল না ,জাগিয়ে গেল—–
বক্তৃতার থুথুকে থাপ্পড় দিয়ে?
“জনগনমন অধিনায়ক”
একদলে দাঁড়িয়ে গাইছে—-
পেছন থেকে ঘামে মেশানো
একটা কাগজ কাঁধে হাত রাখল!

ফুলের মালা নেতাজী বিনয় বাদল দিনেশের ছবিতে গলা জড়িয়ে
আক্ষেপ জানাল!
মাইক নিয়ে দু-পাক জিন্দাবাদ প্রচার ¡

কাগজের পতাকা ছিঁড়ে উনুনের জ্বালানী¡
দেশের জাতীয় পতাকা পুড়ে গরিবের পেটের আলুসিদ্ধ ভাত?

=============
অরুণিমা মন্ডল দাস
১৫ আগষ্ট, ২০১৬
কলকাতা, পশ্চিমবঙ্গ।

৪২৪জন ৪২৪জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ