স্বপ্ন তৈরী করুন

আনন্দধারা বহিছে ভুবনে ৬ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ১২:৩৮:০২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫৮ মন্তব্য

স্বর্গোদ্যানে হেঁটে বেড়াচ্ছি আর সুমিষ্ট কলা খাচ্ছি। কলার যে স্বাদ তা পৃথিবীর কোন কলায় পাওয়া যাবেনা। অচেনা কোন স্থানে এক অনিন্দ্য সুন্দরী কন্যার নরম হাত ধরে সুখি পরিতৃপ্ত মন নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কোন নারীর হাত এত নরম হয় !!! লটারির টিকেট এর নাম্বার মিলে যাওয়ায় পেয়ে গেলাম এক কোটি টাকা।
স্বপ্ন দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। টগবগ টগবগ ঘোড়া ছুটিয়ে এক বন্দি রাজকন্যাকে উদ্ধার করে নিয়ে গেলাম রাজ দরবারে। মহামান্য রাজা রাজকন্যার সাথে বিয়ে দিয়ে দিলেন আমাকে। এমনি ধরনের বা ধরনের বাইরের হাজার স্বপ্ন দেখি আমরা সবাই জীবনভর। এই সব স্বপ্ন দেখে কি লাভ? স্বপ্ন বিশারদ গন আবার স্বপ্নের ব্যাখ্যা দেন। খোয়াবনামা বই তো কিনতেই পাওয়া যায় বাজারে। এমন সব আজগুবি অবাস্তব স্বপ্ন কেন দেখি, তা নিয়ে আবার অনেকের মন খারাপ/ভাল হয়। লটারি প্রাপ্তির স্বপ্ন দেখলে তো ঘুমটুম সব শেষ। পরিকল্পনাও চালু হয়ে যায়, কি করা হবে এত টাকা দিয়ে।

স্বপ্ন আসলে বানাতে হবে। আপনার সাধ্যের মধ্যে স্বপ্ন বানান। পরিকল্পনাকেই স্বপ্ন ভাবুন। নিজের পায়ে দাঁড়িয়ে সুমনাকে বিয়ে করতে হবে, এর পূর্বে বিয়ে করা বাস্তবসম্মত হবেনা। ততদিনে সুমনার মাস্টার্স কমপ্লিট অবশ্যই করতে হবে। বিয়ের পরে হানিমুনে কক্সবাজার যাবো, তিন বছর পরে প্রথম বেবি নেবো আমরা। প্রথম বেবি হবার পাঁচ বছর পরে দ্বিতীয় বেবি নেবো। নিজেদের একটি ছোট বাড়ি থাকবে আমাদের। এই হচ্ছে একটি স্বপ্নের নমুনা। এই স্বপ্ন বাস্তবায়নযোগ্য। এটি বাস্তব করার জন্য পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

ঘুমের মাঝে স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে নির্ঘুম রাত কাটানো অর্থহীন।
জেগে থেকে স্বপ্ন দেখে নির্ঘুম রাত কাটানো অত্যন্ত অর্থপূর্ণ।

১জন ১জন
0 Shares

৫৮টি মন্তব্য

  • অরুনি মায়া

    ঠিক বলেছ, ঘুমিয়ে স্বপ্ন দেখার মাঝে কোন সার্থকতা নাই | জেগে জেগে আকাশ কুসুম স্বপ্ন না দেখে বাস্তবায়নযোগ্য স্বপ্ন দেখা উচিত | স্বপ্ন ভঙ্গের যন্ত্রণায় না কাতরিয়ে সার্থক স্বপ্ন দেখায় মনোযোগী হতে হবে |
    চল স্বপ্ন পূরণের পথে হাটি (y)

  • শুন্য শুন্যালয়

    পৃথিবীতে এত ফল থাকতে স্বর্গে গিয়ে কেউ কলার মত বিচ্ছিরি একটা ফল খাবার স্বপ্ন দেখে? 😮 আমাকে বলতেই হবে, কলা কেন?
    তা তোমার স্বপ্নের নমুনা তো জানলাম, বাস্তবায়নের পথে কি হাঁটা শুরু করে দিয়েছ? শুরুতেই তোমাকে ফেসবুকে সুমনা লিখে সার্চ দিতে হবে, এরপর একটা একটা করে ফ্রেন্ড রিকু ছাড়তে হবে, পাশাপাশি কএক সুমনার উইন্ডো ওপেন রাখলে কিন্তু তোমার খবরই আছে। এরপর তোমার যা প্রতিভা তাতে একজন কে পেয়েই গেলা, এরপর বিয়ের জন্য রিকু দিলা। সেইটা এক্সেপ্ট হইলেও সমস্যা আছে। সে হয়তো কইলো কক্সবাজার না, হানিমুন মালয়শিয়া হবে। এরপর না হয় মালয়শিয়া। তিন বছর পর একটা এরপর আরো ৫ বছর পর আরেকটা, কিন্তু সে যদি গোটা কএকের কথা বলে তখন কি হবে?
    স্বপ্নের বাস্তবায়নের পথে অনেক ফাঁড়া। 🙁 তবে জ্ঞানী সজীবের কাছ থেকে আসলে এমন পোস্টই আশা করি সবসময়। জেগে থেকে স্বপ্ন দেখে নির্ঘুম রাত কাটানো অত্যন্ত অর্থপূর্ণ।এইজন্যেই কি রাত জেগে থাকো ভাভু বাইয়া?
    স্বপ্ন যখন দেখবা, তখন আরেকটু আধুনিক সুইটু টাইপের নামের মেয়ের সাথেই বিয়ের স্বপ্ন দেখলে ভালো হয়না? কি পঁচা নাম, সুমনা।
    এখন থেকে স্বপ্ন বাস্তবায়নের নিয়মিত আপডেট চাই।
    ইয়ে মানে লটারীতে এক কোটি টাকা পেলে কি কি করবা সজু ডার্লিং?

    • ব্লগার সজীব

      কলা আমার অতি প্রিয় খাবার। আপনি কি কলা লাইক করেননা আপু? এত প্রশ্ন তো আমি মনে রাখতে পারিনা, তাই কলা নিয়ে জবাব দিলাম 🙂 কলা বিশেষজ্ঞ বলতে পারেন আমাকে 🙂 কলা খেতে আরম্ভ করুন।

      • শুন্য শুন্যালয়

        আপনি কলা বিশেষজ্ঞ? ছলার কলা? নাকি নৃত্যকলা? এখন তো আবার এই পোস্টের পর স্বপ্নকলায় বিশেষজ্ঞ মনে হচ্ছে আপনাকে।
        কলা খুবই যাচ্ছেতাই একটা ফল, এইটা নাকি আবার সর্ব ভিটামিনে ভিটামান্নিত। 🙁

      • ব্লগার সজীব

        আমি অবশ্যই কল বিশেষজ্ঞ আপু। কত যে কলা আছে, আর কলা খাবার একটি আলাদা আর্ট আছে।
        কে বললো কলা যাচ্ছেতাই ফল? বুঝতে পারছি কলা নিয়ে একটি পোষ্ট দিতে হবে 🙂

    • ব্লগার সজীব

      সুমনাকে খুঁজতে হবে কেন আপু? সুমনাকে তো খুঁজে পেয়েছিই আমি। হানিমুনের স্থান কোন সমস্যা নয়, এটি পরিবর্তনশীল স্থান। আমার ইচ্ছে ৩ বছর পর প্রথম বেবি, এর ৫ বছর পর ২য় বেবি। সুমনা চাইলে এটি প্রথম দুই বছরেই নেয়া যাবে। আপনি এত প্যাঁচ দেখান কেন? আপনি শত পুত্র কন্যার মা হোন এই দোয়া করি 🙂
      সুমনা নাম টা পচা? 🙁 এটা কি বললেন আপু?
      লটারি পেলে সব টাকা সুমনাকে দিয়ে দেবো। সে হিসেবি, আমার মত বেহিসেবি না 🙂

      • শুন্য শুন্যালয়

        তো তুমি পাইয়াই গেছ? তাইলে আমরা কি ঘটকালি করুম? এখন দুইজনের ছবি দিয়া, গলায় রসি সমেত একখান পোস্ট দিয়া ফেলো।
        কিন্তু আমার জন্য এইটা কি দোয়া করলা? শত পুত্র কন্যা কম হয়ে গেলোনা? 🙁

  • পারভীন সুলতানা

    ব্লগার সজীব, স্বপ্ন তৈরি করা খুব সহজ কিন্তু সাকার করা আপনার আমার সাধ্যের বাইরে ।কেন খামোখা এমনিতেই জটিল হয়ে যাওয়া জীবনাচারের মানুষগুলোকে স্বপ্ন তৈরির কথা বলা । ক’জন স্বপ্নভঙ্গ মানুষ দেখেছেন? অনেক উপযুক্ততা নিয়ে নিরন্তর নিরবিচ্ছিন্ন জীবনের স্বপ্ন দেখা মানুষ আর সোজা হয়ে দাড়াতে পারে না হাযারও চেষ্টায় । হ্যা আমি দেখেছি, দেখেছি নিয়তি পঙ্গু করে দেয় স্বপ্ন দেখা একটি সতেজ জীবনকে ।চিরতরে ছিনিয়ে নেয় , একটি নয় সামগ্রিক একটি পরিবারের আগামী স্বপ্ন ভরা দিনগুলো , স্বপ্ন দেখা দুরের কথা । ঘুমাতেও ভয় পায় মানুষ ।

    • ব্লগার সজীব

      যা নিজের নাগালের মধ্যে তা নিয়েই স্বপ্নের কথা বলেছি আপু। স্বপ্ন হচ্ছে একটি পরিকল্পনা আমার কাছে। আমি কক্সবাজার যাবো হানিমুনে,নিউজিল্যান্ড যাবো হানিমুনে। এ দু স্থানের মাঝে আমি স্বপ্ন দেখবো কক্সবাজার হানিমুনের। এটি আমি পারবো। নিউজিল্যান্ড এই মুহূর্তে পারবো না, তাই এটি দেখবো না। স্বপ্ন দেখতে হবে নিজ সীমার মধ্যেই। আমি আমার সীমা জানি, অসীম হাতের নাগালের বাইরের কোন স্বপ্ন আমি দেখিনা, সবারই এমন ভাবা উচিৎ। ভাল থাকবেন আপু।

      • পারভীন সুলতানা

        না ভাই, একেবারে নাগালের স্বপ্নও ভেঙ্গেচুরে যায় । আপনি ভাগ্যবান তাই দেখেন নি বা জানতে পারেন নি সামরথের দূরত্বে পৌঁছানোর অনেক আগেই থেমে যেতে হয়। আপনার সামরথের উপর একজনের ইচ্ছাশক্তি স কিছুর নিয়ন্ত্রক । অনেক অনেক উদাহরণ আছে ।

  • ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ

    স্বপ্ন সহজে পূরণ হবার নয়। এমনকি সারাজীবন স্বপ্ন এর পিছনে ছুটে বেড়িয়েও বাস্তবায়ন করা যায় না। তারপর ও স্বপ্ন এর পিছনেই আমরা ছুটি।

    লেখাতে ++++++

    • ব্লগার সজীব

      অলিক অবাস্তব স্বপ্ন দেখা বাদ দিতে হবে। আমি আজ রাতে পাবদা মাছ দিয়ে ডিনার করবো। এই স্বপ্ন বেঁচে থাকলে বাস্তবায়ন হবেই ইনশ আল্লাহ্‌। আমি উটের মাংশ দিয়ে ডিনার করবো, এই স্বপ্ন আমি দেখবোই না, কারন এটা আজ হবেনা 🙂 পোষাক নেই গায়ের মাপে, স্বপ্নও নেবো আমার মাপে। অনেক দিন পরে দেখলাম আপনাকে।

  • অনিকেত নন্দিনী

    সুমনা! 😮
    আমার এক কলিগ আছে সুমনা। সে রসায়নে অনার্স করেছে, এখনো মাস্টার্স করেনি। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? ;?
    সজু, কাহিনীটা কী ঝেড়ে বলা যায়?
    এত্ত এত্ত পরিকিল্পনা! বিয়ের তিন বছর পর প্রথম বাচ্চা, প্রথমটার পাঁচ বছর পর দ্বিতীয় বাচ্চা। এখন সুমনার বয়স পঁয়তাল্লিশের মতো। এই পরিকল্পনা অনুযায়ী সে এগোতে পারবে? ;?
    এইরকম স্বপ্ন দেখার পিছনে সব দোষ তাজ আর শুন্যাপুর। এরা সজুর জন্য পাত্রী দেখার দায়িত্ব নিয়েও কাজের কাজ কিছুই করে নাই। এখন আমার এই পুচকা ভাইডি কারে লইয়া স্বপ্ন দেখতাছে গো। ;(

    • শুন্য শুন্যালয়

      বেশি না ৫৩ বছর দাড়াইলো, হা হা হা :D)
      নন্দিনী আপু, কাজের কাজ কিছু করিনাই ক্যাম্নে কইলেন গো? আমার সিলেক্টেড ১ নাম্বার সে এখন খুঁইজ্জা বেড়াইতাছে। আগে কোনদিন এই স্বপ্ন বাস্তবায়নের মত পোস্ট দেখছেন? এখন তো খালি পূরণের অপেক্ষা।
      তা আপু, আপনার কলিগের একখান ফটুক যদি দেখাইতেন। আমাগোরও তো একটা পছন্দ অপছন্দ আছে, কি কন?

      • অনিকেত নন্দিনী

        সুমনা নামের সেই কলিগের কইলাম ইতিমধ্যেই দুইখান পুলা আছে; একটা এইটে পড়ে, অন্যটা ফাইভে।
        যেহেতু দুই দুইখান বাচ্চা নগদে তৈয়ার আছে, পরিকল্পনায় কিছুটা রদবদল করা হবে নাকি? :p
        বয়েস যাই হোক, উনি দেখতে কইলাম মাশা আল্লাহ সুন্দরী। 😀

      • শুন্য শুন্যালয়

        না না আপু কিসের রদবদল, এইটাও তো পরিকল্পনার মধ্যেই ছিল। রেডিমেড পাত্রির ছবিখান মনে নাই? বরং সজু বাইয়ার কষ্ট একটু কমলো। :p
        বয়স কোন ব্যাপারই না। নন্দিনী আপু যখন বলছে, তখন সজু বাইয়ারও পাত্রি দেখার দরকার নাই। ফিক্সড। 😀

    • ব্লগার সজীব

      নন্দিনী আপু, আপনার সুমনা রসায়নের অনার্স? তাহলে তিনি আমার সে না। আমি আসলে একজন ডাক্তার পাত্রীর স্বপ্ন দেখছি। তাকে দেখেই তো আমার হৃদয়ে গান বেজে উঠেছে, পরেনা চোখের পলক, কি তোমার রূপের ঝলক 🙂
      আপনাদের দুজনের সব মন্তব্য পড়লাম, মজা নিচ্ছেন আমার জন্য 🙁 নিজেরা তো বিয়ে করে বাবুদের মাও হয়ে গিয়েছেন, আপনাদের তো আর বিয়ে লাগবেনা এখন আর, কিন্তু আপনাদের এই ছোট ভাইটা যে বুড়ো হয়ে যাচ্ছে, তা কি আপনাদের চোখে পড়ে না? 🙁
      আরো বিলম্ব করলে কে আমাকে বিয়ে করবে? 🙁

      • অরুনি মায়া

        হা হা হা সোনেলায় যে এত্ত বড় দুজন মহিলা ঘটক আছে তাতো জানা ছিলনা |
        সজীব ভাইয়া তুমি মোটেও টেনশিত হইয়োনা | এই দুইজন ঘটক আপু থাকতে তোমার আর কিসের চিন্তা | বিয়ে তোমার হবেই হবে | তখন সপ্ন পূরণ হওয়া কেউই ঠেকাতে পারবেনা | এমনকি স্বয়ং সুমনাও না :p

      • অনিকেত নন্দিনী

        আরে! ডাক্তার পাত্রী খুঁজতে গেছো কোন বুদ্ধিতে? রসায়নের পাত্রীই তো ভালো। মনের রসায়ন, প্রেমের রসায়ন, ভাবের রসায়ন – সব রসায়নই ভালো বুঝবে আর তোমার জীবনের যত বাধাবিঘ্ন সব রাসায়নিক বিক্রিয়া করে দূরে ঠেলে দিবে। 😀
        মজা নিচ্ছি! 😮 এইডা কী কইলা? ছোড ভাইয়ের জন্য পাত্রী খোঁজারে মজা কইলা? এই দুস্ক কই রাখি? ;(
        বাবুদের মাও হইছি তো কী হইছে? সামনে আরো কত্ত দিন বাকি পইড়া আছে! বাবুদের শ্বশুরদের সাথে দহরমমহরম করতে হবেনা? নইলে তো এই গেবনই বৃথা। 🙁
        বুড়া হয়ে যাচ্ছো মানে? শোন ভাইডি, দুইটা জিনিস কক্ষনো বুড়া হয়না – লাউপাতা আর বিয়ের পাত্র।
        একবার মুখ খুলেই দেখো, পাত্রীর লাইন লেগে যাবে। অবশ্য রসায়নের সুমনা খারাপনা।

      • শুন্য শুন্যালয়

        বাবুদের মা হইছি বইলা কি বুঝাইতে চাইতাছ সজু ভাইজান? এখনো একখান বিয়া কিন্তুক বাকি আমার। জ্যোতিষ বাবাজি আমার হাত দেইক্ষা কইছে। এইযে সব বাদ দিলাম যাও, আগে আমার জন্য পাত্র খুইজ্জা দাও, তারপর সুমনা রে বাইর করুম। রসায়ন নাকি ডাক্তার আগে বোঝো, আমি কিন্তুক নন্দিনী আপুর পক্ষে। নইলে ডাক্তার মাইয়া নিয়া কিন্তু পোস্ট দিমু কইয়া দিলাম। 🙂

      • ব্লগার সজীব

        শুন্যাপুউউউউউউউউউউ আপনার আর একখান বিয়ে হবে? আরে কি আনন্দ 🙂 আমি তো নিজের বিয়ের কথাই ভুলে গেলাম। কোন জ্যোতিষ বলেছেন এটা? তারে আমিও দেখাইবার চাই, আমার কয় বিয়া জানতেই হইব। আপনার জন্য পাত্র খুঁজতে হইব কেন? পাত্র তো লাইনে দাঁড়াইয়া যাইব :D)

      • শুন্য শুন্যালয়

        তুমি হাত দেখাইলে কইতে পারে, হাতের রেখাই নাই। বিয়া বন্ধ। এত্ত জ্ঞানী মানুষের বিয়া করা মানা। রাত্রিকালীন গবেষনা সব বন্ধ হয়ে যাইবে।
        নিজের বিয়ের কথাই ভুলে গেছ? আমার বিয়া হইলে তোমার এত্ত আনন্দ ক্যান? পাত্রতো আমিই খালি চোখে দেখিনা 🙁
        আসলেই নন্দিনী আপু কিন্তু ভালো লোভ দেখাইতে পারে। :p

      • ব্লগার সজীব

        বিয়া বন্ধ বললে তো সমস্যা, রাতের গবেষনা বন্ধ হলে এ অভাগা ঝাতির কি হপে? আপনার বিয়েতে আমার আনন্দের কারন আছে। আপনি আমাকে সজু ডার্লিং ডাকেন। এর অর্থ আপনিও আমার শুন্য ডার্লিং 🙂 ডার্লিং এর বিয়েতে আনন্দ তো হবেই আমার 🙂
        রসায়ন ডাক্তার মেয়েরাও পড়েছে ইন্টারে 🙂

      • অনিকেত নন্দিনী

        আহা! প্রেমে যদি রসায়নই না থাকে তাহলে আর কী আছে এই গেবনে?
        আমারেও পঞ্চাধিক জ্যোতিষ হাত দেইখা কইছে বিয়া তো বাকিই, ইয়েও বাকি। আগে শুন্যাপুর বিবাহের জন্য পাত্র খোঁজো হেরপর আমার সিরিয়াল। 😀
        বিয়ার পর রাত জাইগা গবেষণা করা উধাও হইয়া যাপে কিন্তু! বউ কি আর পছন্দ করপে তার গামাই তারে বাদ দিয়া গবেষণা লইয়া ব্যস্ত থাউক?
        লোভ দেখাই নাই, সত্যিকার ব্যাপারগুলাই কইছিলাম। তহন কানে নিলানা, অহন বিয়াই তো বন্ধের পথে। অহন কী করবা?

        উপায় নাই গোলাম হোসেন।
        -:-

      • শুন্য শুন্যালয়

        বেশি সুন্দরী হইলে তুমি পিছনে খাড়াও মায়াপু, আর পাত্র দেখার সময় তুমি সামনে আইসো না। আর নন্দিনী আপু যেহেতু মটু, সে আমার পিছনে থাকুক, লাইনে সবার আগে আমি। 😀

  • মারজানা ফেরদৌস রুবা

    ঘুমের মাঝে স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে নির্ঘুম রাত কাটানো অর্থহীন।
    জেগে থেকে স্বপ্ন দেখে নির্ঘুম রাত কাটানো অত্যন্ত অর্থপূর্ণ। (y) (y) (y)

    বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপটে শতভাগ সহমত পোষণ করছি। বেশিরভাগ মানুষই অলীক স্বপ্নে বিভোর থেকে শেষমেশ স্বপ্ন ভঙ্গের যন্ত্রণায় ছটফট করে। কাজেই অলীক স্বপ্নে বিভোর না থেকে সাধ্যের মধ্যে স্বপ্ন বুনন করে তা সার্থক করার চেষ্টায় মনোনিবেশই মানুষকে পূর্ণতা দিতে পারে।

  • রিমি রুম্মান

    স্বপ্ন পূরণ হোক , বাস্তবায়ন হোক আমাদের সকলের।
    তবে ঘুমিয়ে ঘুমিয়ে দেখা কিছু স্বপ্ন সুখের অনুভূতিতে ভরিয়ে রাখে। এমন স্বপ্নে ক্ষতি তো নেই।
    আমি যেমন ঘুমের মাঝে বাবা-মা’র হাত ধরে হাঁটি ।

    দুই রকম স্বপ্নই আমাদের বাঁচিয়ে রাখে।

  • জিসান শা ইকরাম

    আমিও স্বপ্ন দেখি,স্বপ্ন নিয়ে ভাবি
    আমার চিন্তা হচ্ছে ‘ স্বপ্নকে বাস্তব করুন ‘ ____ যা আপনার লেখার বিষয়ের সাথে সংগতি পূর্ণ।

    ভালো লিখেছেন।
    শুভ কামনা।

  • নীলাঞ্জনা নীলা

    ভাভু বাইয়া কি নাম সুমনা? 😮
    বেশ নাম।
    হানিমুনের জায়গায়ও (y)
    আচ্ছা গান কোনটা গাওয়া হবে?

    এবারে আমি আমার স্বপ্ন তৈরী করার চেষ্টা করি। কি স্বপ্ন দেখা যায় ভেবে নেই ;?

  • নাসির সারওয়ার

    সুমিষ্ট কলা!! এতো ভালো লেখার মাঝে এইটারে যন্ত্রনা দেয়া ঠিক হয় নাই।। হে হে হে …।।( বোকা মানুষের হাসির ইমো)
    লেখা এবং উপাদেয় মন্তব্যগুলো পড়ে সব গুলাইয়া ফালাইছি। তয় কে জানি কইছিলো, “ছোট স্বপ্ন দেখা অপরাধ”।
    শুভেচ্ছা রইলো!

  • মিথুন

    আমিতো স্বপ্ন বানাই না, সাথে রাখি, জেগে জেগে, ঘুমে, আধেক ঘুমে। পরিকল্পনা প্রণয়ন শুরু করেছি, বাস্তবায়ন শুধু এক ধাপ। আপনাকে এমন পোস্টেই মানায় প্রতিভাধর ভাইয়া। ছেলে হোক, মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট…………

  • লীলাবতী

    জেগে থেকে স্বপ্ন দেখে নির্ঘুম রাত কাটানো অত্যন্ত অর্থপূর্ণ, খুবই যুক্তিযুক্ত কথা। কিন্তু কথাতো আমারো একই, এত ফল থাকতে কলা কেন? ;?
    আমাদের বাবু ভাইয়া যে একজন আদর্শ হাজব্যান্ড হবে, এই পোস্ট তারই প্রমাণ। তুমি যে এতদিন বলছিলা, তোমার কেউ নাই, এই সুমনা কই থেকে আসলো ভাইয়া? 🙂

  • মৌনতা রিতু

    প্রথমেই অভিজ্ঞতা থেকে পরামর্শ দেই, তাও ফ্রি। প্রথম হানিমুনের একবছরের মাথায় একটি বেবি। ঐ বেবির বয়স দুবছর পূর্ণ হতেই দ্বিতীয় বেবি। তাইলে বৌ বলতে পারবে না স্বামীকে,” তুমি আমায় বেড়াতে নাও না, সময় দাও না”। এটা জুলির মতামত। তাইলে সংসার ঠিকঠাক।

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ