স্বপ্ন তৈরী করুন

আনন্দধারা বহিছে ভুবনে ৬ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ১২:৩৮:০২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫৮ মন্তব্য

স্বর্গোদ্যানে হেঁটে বেড়াচ্ছি আর সুমিষ্ট কলা খাচ্ছি। কলার যে স্বাদ তা পৃথিবীর কোন কলায় পাওয়া যাবেনা। অচেনা কোন স্থানে এক অনিন্দ্য সুন্দরী কন্যার নরম হাত ধরে সুখি পরিতৃপ্ত মন নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কোন নারীর হাত এত নরম হয় !!! লটারির টিকেট এর নাম্বার মিলে যাওয়ায় পেয়ে গেলাম এক কোটি টাকা।
স্বপ্ন দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। টগবগ টগবগ ঘোড়া ছুটিয়ে এক বন্দি রাজকন্যাকে উদ্ধার করে নিয়ে গেলাম রাজ দরবারে। মহামান্য রাজা রাজকন্যার সাথে বিয়ে দিয়ে দিলেন আমাকে। এমনি ধরনের বা ধরনের বাইরের হাজার স্বপ্ন দেখি আমরা সবাই জীবনভর। এই সব স্বপ্ন দেখে কি লাভ? স্বপ্ন বিশারদ গন আবার স্বপ্নের ব্যাখ্যা দেন। খোয়াবনামা বই তো কিনতেই পাওয়া যায় বাজারে। এমন সব আজগুবি অবাস্তব স্বপ্ন কেন দেখি, তা নিয়ে আবার অনেকের মন খারাপ/ভাল হয়। লটারি প্রাপ্তির স্বপ্ন দেখলে তো ঘুমটুম সব শেষ। পরিকল্পনাও চালু হয়ে যায়, কি করা হবে এত টাকা দিয়ে।

স্বপ্ন আসলে বানাতে হবে। আপনার সাধ্যের মধ্যে স্বপ্ন বানান। পরিকল্পনাকেই স্বপ্ন ভাবুন। নিজের পায়ে দাঁড়িয়ে সুমনাকে বিয়ে করতে হবে, এর পূর্বে বিয়ে করা বাস্তবসম্মত হবেনা। ততদিনে সুমনার মাস্টার্স কমপ্লিট অবশ্যই করতে হবে। বিয়ের পরে হানিমুনে কক্সবাজার যাবো, তিন বছর পরে প্রথম বেবি নেবো আমরা। প্রথম বেবি হবার পাঁচ বছর পরে দ্বিতীয় বেবি নেবো। নিজেদের একটি ছোট বাড়ি থাকবে আমাদের। এই হচ্ছে একটি স্বপ্নের নমুনা। এই স্বপ্ন বাস্তবায়নযোগ্য। এটি বাস্তব করার জন্য পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

ঘুমের মাঝে স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে নির্ঘুম রাত কাটানো অর্থহীন।
জেগে থেকে স্বপ্ন দেখে নির্ঘুম রাত কাটানো অত্যন্ত অর্থপূর্ণ।

১০৬৪জন ১০৬৬জন

৫৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ