
আজ স্বপ্নে দেখেছি দেশের জন্য জীবন
বিলিয়ে কাজ করার,
আজ স্বপ্নে দেখেছি সকলের প্রিয় সুন্দর একটি দেশ গড়ার।
আজ স্বপ্নে দেখেছি অসহায় গরীব দুঃখীদের পাশে দাঁড়ানোর,
আজ স্বপ্নে দেখেছি হিংসা বিদ্বেষ আর
অন্যায়ের খোলস ছাড়ানোর।
আজ স্বপ্নে দেখেছি অন্যায়ের কাছে-
হার না মানার,
আজ স্বপ্নে দেখেছি হিংসা ভুলে শত্রুকে-
বুকের মাঝে টানার।
আজ স্বপ্নে দেখেছি লাখো লোকের-সামনে দিচ্ছি বলিষ্ঠ কন্ঠে ভাষণ,
আজ স্বপ্নে দেখেছি দেশ থেকে দূর করছি-
দেশে চলা সকল অপশাসন।
আজ স্বপ্নে দেখেছি কাছের মানুষরা- আমায় মারার চক্রান্ত করার,
আজ স্বপ্নে দেখেছি এসব বিশ্বাস না করে-
স্বপ্নের সোনার বাংলা গড়ার।
আজ স্বপ্নে দেখেছি ভোর রাতে কাছের-
শত্রুরা সপরিবারে মেরে ফেললো,
আজ স্বপ্নে দেখেছি অবাক হলাম কাছের আমার সাথে কি নিঠুর খেলা খেললো।সকালে পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙ্গলো,
চোখ মুছতে মুছতে ক্যালেন্ডারের দিকে তাকাতেই বুকটা কেঁপে উঠল।
দেখি আজ সেই ভয়াবহ ১৫ই আগষ্ট।
১৬টি মন্তব্য
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখেছেন।
বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি শেখ মজিবুর রহমান।
বিনম্ন শ্রদ্ধা রইল
শামীনুল হক হীরা
অনেক ধন্যবাদ,,
ইঞ্জা
আজ স্বপ্নে দেখেছি দেশ থেকে দূর করছি-
দেশে চলা সকল অপশাসন।
আজ স্বপ্নে দেখেছি কাছের মানুষরা- আমায় মারার চক্রান্ত করার,
আজ স্বপ্নে দেখেছি এসব বিশ্বাস না করে-
স্বপ্নের সোনার বাংলা গড়ার।
জয় বাঙলা, জয় বঙ্গবন্ধু।
বিনম্র শ্রদ্ধাঞ্জলি জাতির পিতার প্রতি।
শামীনুল হক হীরা
ধন্যবাদ প্রিয়কবি।। অনেক খুশী হলাম।।
ইঞ্জা
শুভেচ্ছা
সুপর্ণা ফাল্গুনী
দারুন আপনার স্বপ্ন । এমনটাই হতো যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জাতির পিতার প্রতি। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
শামীনুল হক হীরা
ধন্যবাদ প্রিয়কবি।
ফয়জুল মহী
অসাধারণ দারুণ প্রকাশ ।
ভীষণ ভালো লাগলো।
শামীনুল হক হীরা
ধন্যবাদ
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অসাধারণ,স্বপ্নগুলো পূরণ হোক।
শামীনুল হক হীরা
ধন্যবাদ প্রিয়কবি।
আলমগীর সরকার লিটন
অনেক বিনম্র শ্রদ্ধা জানাই কবি দা
শামীনুল হক হীরা
ধন্যবাদ প্রিয়কবি।
সাবিনা ইয়াসমিন
সোনেলায় স্বাগতম।
কবিতাটি ভালো লাগলো।
বঙ্গবন্ধু এবং তার পরিবারের নিহত সকল বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ তায়ালা তাদের সবাইকে জান্নাতবাসী করুন। আমীন।
নিয়মিত লিখুন, অন্যদের পোস্ট পড়ে মতামত রাখুন।
শুভ কামনা 🌹🌹
শামীনুল হক হীরা
অনেক খুশি হলাম প্রিয়কবি।। ধন্যবাদ সতত।
শামীনুল হক হীরা
ধন্যবাদ প্রিয়কবি।